সেনাবাহিনী কমান্ডার (শ্রীলঙ্কা): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[অপরীক্ষিত সংশোধন][অপরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
৩২ নং লাইন:
==ইতিহাস==
শ্রীলঙ্কা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ১৯৪৮ সালে এবং শুরুর দিকে ব্রিটিশ সেনা কর্মকর্তারা শ্রীলঙ্কার সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন, শ্রীলঙ্কা সেনাবাহিনীতে আগে সর্বোচ্চ ফরমেশন থাকত ব্রিগেড, পাঁচটি ব্রিগেড নিয়ে গঠিত শ্রীলঙ্কা সেনাবাহিনীর মূল অধিনায়ক 'জেনারেল অফিসার কমান্ডিং সিলন' নামে পরিচিত ছিলেন, এই পদের লোক ব্রিটিশ সেনাবাহিনীর ইংরেজ মেজর-জেনারেল থাকতেন, ব্রিটিশ সেনাকর্মকর্তারা ১৯৬০-এর দশক পর্যন্ত শ্রীলঙ্কা সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসেন। কিন্তু তাও ১৯৫০-এর দশকে একজন সিংহলীভাষী জেনারেল (এ্যান্থন মুত্তকুমার) সেনাপ্রধান (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছিলেন, যদিও তার পদবী 'প্রকৃত মেজর জেনারেল' ছিলোনা, তিনি ছিলেন ব্রিগেডিয়ার পদবীতে ভারপ্রাপ্ত মেজর-জেনারেল, আর সেনাপ্রধান হিসেবে একজন ইংরেজই ছিলেন। ১৯৭০-এর দশকে শ্রীলঙ্কা সেনাবাহিনী ব্যাপক পুনর্গঠনের মধ্য দিয়ে যায় এবং তখন শ্রীলঙ্কা সেনাবাহিনীতে ফিল্ড ডিভিশন ফিল্ড কোর কমান্ড তৈরি হয়ে যায়, ১৯৮০-এর দশকের শুরুর দিক থেকে তাই শ্রীলঙ্কা সেনাবাহিনী প্রধানের পদ একজন লে. জেনারেল পেয়ে যান স্থায়ী ভাবে যদিও সত্তরের দশকে অস্থায়ী ভাবে লে. জেনারেল পদ দেওয়া হত। শ্রীলঙ্কা সেনাবাহিনীর প্রথম লে. জেনারেল ছিলেন সেপালা আত্তিগাল্লে। বড় সেনাবাহিনী নেতৃত্ব দেবার জন্য শ্রীলঙ্কা সরকার তখন থেকেই শ্রীলঙ্কা সেনাবাহিনী প্রধানের পদ লে. জেনারেলে উন্নীত করেন স্থায়ীভাবে।
==সরকারী বাসভবন==
শ্রীলঙ্কা সেনাবাহিনী প্রধানের সরকারী বাসভবন 'জেনারেল'স হাউজ' নামে পরিচিত, বাংলোটি [[কলম্বো]]তে অবস্থিত।