হেমন্ত মুখোপাধ্যায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৩১ নং লাইন:
হেমন্ত মুখোপাধ্যায়রা তিন ভাই এবং এক বোন, নীলিমা। বড়ো ভাই তারাজ্যোতি ছোটো গল্প লিখতেন। ছোটো ভাই [[অমল মুখোপাধ্যায়]] কিছু বাংলা চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেছিলেন এবং গানও গেয়েছিলেন, তাঁর গান 'এই পৃথিবীতেই সারাটা জীবন'; নামকরা চলচ্চিত্রগুলো ছিল ''হসপিটাল'' এবং ''[[অবাক পৃথিবী]]''। তিনি ১৯৬০ খ্রিস্টাব্দের দশকে কিছু গান রেকর্ড করেছিলেন এবং ''জীবনের অনেকটা পথ একলাই'', হেমন্তের এই গানে খুবই স্মরণীয় সুরও দিয়েছিলেন।<ref>[http://faculty.ist.unomaha.edu/pdasgupta/hemanta/discography/filmlist1.html Mostly complete discography]</ref><!-- {{fact|date=June 2009}} -->
 
১৯৪৫ খ্রিস্টাব্দে হেমন্ত বাংলা সংগীত শিল্পী [[বেলা মুখোপাধ্যায়|বেলা মুখোপাধ্যায়ের]] (মৃত্যু ২৫ জুন ২০০৯),<ref name=toi>{{cite news |first= |last= |title=Singer passes away |url=http://articles.timesofindia.indiatimes.com/2009-06-26/kolkata/28201327_1_hunger-strike-sourav-school-school-project |work=[[The Times of India]] |publisher= |date=26 June 2009 |accessdate=21 July 2009}}</ref> সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৪৩ খ্রিস্টাব্দে ''কাশীনাথ'' বাংলা চলচ্চিত্রে সংগীত পরিচালক [[পঙ্কজ মল্লিক]] বেলাকে দিয়ে কিছু জনপ্রিয় গান গাইয়েছিলেন কিন্তু বিবাহের পর বেলা আর সংগীত জগতে প্রবেশ করেননি। তাঁদের দুই সন্তান — পুত্র জয়ন্ত এবং কন্যা রাণু। সীমিত সাফল্য নিয়ে রাণু মুখোপাধ্যায় ১৯৬০ খ্রিস্টাব্দের দশকের শেষে এবং ১৯৭০ খ্রস্টাব্দেরখ্রিস্টাব্দের দশকের শুরুর দিকে গান গাইতেন। জয়ন্ত ১৯৭০ খ্রিস্টাব্দের দশকের জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী [[মৌসুমী চ্যাটার্জি|মৌসুমী চ্যাটার্জির]] সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
 
==সাফল্য এবং মুম্বই যাত্রা==