৭২,৪৪৯টি
সম্পাদনা
(১টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0.1) |
|||
| website = [http://www.academie-cinema.org/ academie-cinema.org]
}}
'''সেজার পুরস্কার''' হল [[ফ্রান্স]]ের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই পুরস্কার ১৯৭৬ সালে প্রবর্তিত হয় এবং নুই দে সেজার অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের প্রদান করা হয়। চলচ্চিত্র নির্মাণের সাথে জড়িত পেশাদার ব্যক্তিদের ১২টি দলের সদস্যরা এই পুরস্কার মনোনীতদের নির্বাচন করেন এবং এই মনোনয়নে সহায়তা প্রদান করে ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয়।<ref>[http://www.academie-cinema.org/en/ceremony/cesar-award-ceremony.html "The César Ceremony"] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20131203082621/http://www.academie-cinema.org/en/ceremony/cesar-award-ceremony.html |তারিখ=
সেজার পুরস্কারকে ফ্রান্সের সর্বোচ্চ চলচ্চিত্রের সম্মাননা বলে গণ্য করা হয়, যা ফ্রান্সের মঞ্চনাটকের জন্য প্রদত্ত [[মলিয়ের পুরস্কার]] ও সঙ্গীতের জন্য প্রদত্ত ভিক্তোয়ার দ্য লা মুজিক-এর সমতুল্য। চলচ্চিত্রের ক্ষেত্রে, এটি ফ্রান্সে [[একাডেমি পুরস্কার]]ের সমতুল্য। এই পুরস্কারটির প্রবর্তক জর্জ ক্রাভেন, যিনি মঞ্চনাটকের জন্য মলিয়ের পুরস্কারেরও প্রবর্তক। এই পুরস্কারের নামকরণ করা হয় স্থপতি সেজার বালদাচ্চিনির (১৯২১-১৯৯৮) নামানুসারে, যিনি এই পুরস্কারের নকশা করেন।
|