কারাইকল জেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২৪ নং লাইন:
| governing_body =
| unit_pref = Metric
| area_footnotes = <ref name="karaikal.gov.in">{{Citeওয়েব webউদ্ধৃতি |urlইউআরএল=http://www.karaikal.gov.in/ |titleশিরোনাম=Archived copy |accessসংগ্রহের-dateতারিখ=2016-09-03 |archiveআর্কাইভের-urlইউআরএল=https://web.archive.org/web/20160912111440/http://www.karaikal.gov.in/ |archiveআর্কাইভের-dateতারিখ=2016-09-12 |urlইউআরএল-statusঅবস্থা=dead }}</ref>
| area_rank =
| area_total_km2 = 161
৬২ নং লাইন:
;মধ্যযুগীয় ইতিহাস
 
১৭৩৮ খ্রিস্টাব্দে একজন বিচক্ষণ, শান্তিপ্রিয় সর্বোপরি ভারতে সহজে ফরাসি সাম্রাজ্য বিস্তারের প্রধান মুখ তথা স্যার ডুমাস তৎকালীন তাঞ্জাবুরের শাসক সহুজীর থেকে চাতুরতা করে কারিকল বা কারাইকল দখলের পরিকল্পনা করেন৷ সেসময় কারাইকল ছিলো কারকলচেরিসহ পার্শ্ববর্তী একাধিক গ্রামের দুর্গস্বরূপ এবং এর মালিকানামূল্য ছিলো ৪০,০০০ চক্র৷ ১৭৩৯ খ্রিস্টাব্দের ১৪ই ফেব্রুয়ারি নাগাদ ফরাসিরা কারাইকল শহর, কারকলচেরি বন্দর এবং সংলগগ্ন আটটি গ্রামের দখল নেন৷ এসময়ে তাঞ্জাবুরের শাসক কারাইকল শহর ও কারকলচেরি বন্দরের ৫০,০০০ চক্র মূল্য নির্ধারণ করেন৷
 
তিনি ময়ূরম বা ময়িলাড়ুতুরাইতে ভূমিমূল্য তিন বছরের জন্য বিনা সুদের ১,৫০,০০০ চক্র এছাড়াও সংলগ্ন পাঁচটি গ্রামের মূল্য বার্ষিক ৪০০০ পেগোডা নির্ধারণ করেন৷ ফরাসিরা অন্যসমস্ত শর্ত মেনে নিলেও ময়ূরমের ত্রিবার্ষিক মান বার্ষিক অতিরিক্ত অগ্রিম করমূল্যে ১০,০০০ চক্র বৃৃদ্ধি পেলে তারা এই শর্ত প্রত্যাখ্যান করেন কারণ তারা ভেবেছিলেন এই অতিরাক্ত মূল্য দুই থেকে তিন হাজার চক্রের মাধ্যমেই নির্ধারণ করা যেতে পারতো৷ ফলে তারা কিলাইয়ুর, মেলাইয়ুর, পুদুতুরাই, কোয়িলপট্টু ও তিরুমালারায়নপত্তনম গ্রামগুলির মালিকানা নেয়৷ এরই সাথে ফরাসিরা আরো দুটি গ্রাম লাভ করে৷ রাজসত্ত্বের যুদ্ধে বিজিত প্রতাপ সিং ১০০০০০ চক্র করের মূল্য একাধিক কিস্তিতে ভাগ করেন ও প্রথম কিস্তিতে ৪০০০ চক্র গ্রহণের বদলে আরো আটটি গ্রামের মালিকানা ফরাসিদের দেন৷ গ্রামগুলি হলো, কোণ্ডগাই, বঞ্জিয়ুর, আরিমুল্লিমঙ্গলম, নিরবী, ধর্মপুরম, উড়িয়াপট্টু, মাট্টকুড়ি (সম্ভবত মাতলণ্ডগুড়ি) এবং পোলাগাম৷ তারপর আবার ১৭৪০ খ্রিস্টাব্দের ১২ই ফেব্রুয়ারীফেব্রুয়ারি এই গ্রামগুলির মূল্য পূর্ববর্তী বছরের ৪০,০০০ চক্র মূল্যের বদলে ৬০,০০০ চক্র করা হয়৷
 
ঐ একই বছর প্রতাপ সিং তিরুনলারু মহানমের জন্য করবাবদ ৫৫৩৫০ চক্র নির্ধারণ করেন এবং ৬০,০০০ চক্রর বিনিময়ে আরো ৩৩টি গ্রামের মালিকানা দিতে রাজী হন৷ ১৭৫০ খ্রিস্টাব্দের ১২ই জানুয়ারী প্রতাপ সিং ও ফরাসিদের মধ্যে হওয়া চুক্তিতে রাজা কারাইকলকে কেন্দ্র করে মোট ৮১টি গ্রামের মালিকানা তাদের দেন এবং ঐ গ্রামগুলির জন্য বার্ষিক ২০০০ পেগোডার করে অতিরাক্ত করমূল্য বাতিল করেন৷ ১৭৬১ খ্রিস্টাব্দে ব্রিটিশদের নিকট নতি স্বীকারের পূর্ব অবধি এই ছিলো তাঞ্জাবুর সাম্রাজ্যের নিকট ফরাসিদের দখলীকৃত অঞ্চল৷ এই অঞ্চল দুবার স্থানীয় রাজা ও ব্রিটিশদের শাসনাধীন থাকলে ১৮১৪ খ্রিস্টাব্দের [[প্যারিসের চুক্তি (১৮১৪)|প্যারিস চুক্তি]] অনুসারে ঐ অঞ্চল ১৮১৬-১৭ খ্রিস্টাব্দ নাগাদ আবার ফরাসিদের ফিরিয়ে দেওয়া হয়৷
৭১ নং লাইন:
;আধুনিক ইতিহাস
 
১৯৪৭ খ্রিস্টাব্দের ১৩ই জুন কারাইকল ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা ও ঐ বছরই আরো পূর্বে ৩১শে জানুয়ারী প্রতিষ্ঠিত ছাত্র কংগ্রেস সংগঠনই পরবর্তীকালে ফরাসি শাসনমুক্ত স্বাধীন কারাইকলের সূত্রপাতকে সূচিত করে৷ ফরাসিরা ১৯৫৪ খ্রিস্টাব্দের ৩১শে অক্টোবর অবধি এই জেলার ওপর কর্তৃত্ব চালাতে সক্ষম ছিলেন৷ এর পর কারাআকলের সমস্ত সরকারী কার্যালয়গুলি থেকে ফরাসি ঔপনিবেশিকতার ধ্বজ নামিয়ে নেওয়া হয়৷ এই অনুষ্ঠানে দেশীয় সৈন্যবলসহ সরকারী বেসরকারী দেশি ও ফরাসি একাধিক কর্মকর্তা ও সাধারণ মানুষ যোগদান করেন৷ ১৯৫৪ খ্রিস্টাব্দের ১লা নভেম্বর আনুষ্ঠানিকভাবে কারাইকলের শাসনক্ষমতা হস্তান্তর করা হয় ও ১৯৬২ খ্রিস্টাব্দে ১৬ই আগষ্টআগস্ট শাসন, আইনসহ সমস্ত সরকারী ব্যবস্থাপনা সরকারীভাবে হস্তান্তর করা হয়৷
 
==ভূগোল==
কারিগর জেলা ১৫৭ বর্গকিলোমিটার আয়তন জুড়ে বিস্তৃত।<ref name='Reference Annual'>{{citeবই bookউদ্ধৃতি | last1শেষাংশ১ = Srivastava, Dayawanti et al. (ed.) | titleশিরোনাম = India 2010: A Reference Annual | chapterঅধ্যায় = States and Union Territories: Pondicherry: Government | editionসংস্করণ = 54th | publisherপ্রকাশক = Additional Director General, Publications Division, [[Ministry of Information and Broadcasting (India)]], [[Government of India]] | yearবছর = 2010 | locationঅবস্থান = New Delhi, India | pagesপাতাসমূহ = 1222 | isbnআইএসবিএন = 978-81-230-1617-7}}</ref>
 
;অবস্থান
৮০ নং লাইন:
 
;২০০৪ খ্রিস্টাব্দের সুনামি
সাম্প্রতিককালে কারাইকল সর্বাধিক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় ২৬শে ডিসেম্বর ২০০৪ খ্রিস্টাব্দে হওয়া সুনামির জন্য। ওই সময় মরণ ঢেউয়ের কারণে জেলাটিতে প্রায় ৫০০ এবং ততোধিক মৎস্যজীবী এবং তাদের পরিবারের একাধিক সদস্য নিখোঁজ হন এবং মারা যান।
 
;নদ-নদী
৮৯ নং লাইন:
 
==জনসংখ্যার উপাত্ত==
২০১১ খ্রিস্টাব্দে [[২০১১ ভারতের জনগণনা|ভারতের জনগণনা]] অনুসারে কারাইকল জেলার মোট জনসংখ্যা ২০০,২২২ জন, <ref name=districtcensus>{{citeওয়েব webউদ্ধৃতি | urlইউআরএল = http://www.census2011.co.in/district.php | titleশিরোনাম = District Census 2011 | accessdateসংগ্রহের-তারিখ = 2011-09-30 | yearবছর = 2011 | publisherপ্রকাশক = Census2011.co.in}}</ref> যা দ্বীপরাষ্ট্র [[সামোয়া]]র জনসংখ্যার সমতুল্য।<ref name="cia">{{citeওয়েব webউদ্ধৃতি | authorলেখক = US Directorate of Intelligence | titleশিরোনাম = Country Comparison:Population | urlইউআরএল = https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2119rank.html | accessdateসংগ্রহের-তারিখ = 2011-10-01 | quoteউক্তি =
Samoa 193,161
}}
</ref> জনগণনা চলাকালীন ভারতের ৬৪০ টি জেলার মধ্যে জনসংখ্যার বিচারে এটি ৫৮৯তম স্থানে রয়েছে।<ref name=districtcensus/> প্রতি বর্গ কিলোমিটারে জেলাটিতে ১২৭৫ জন তথা প্রতি বর্গমাইলে ৩৩০০ জন বাস করেন।<ref name=districtcensus/> ২০০১ থেকে ২০১১ খ্রিস্টাব্দে মধ্যে জেলাটির জনসংখ্যা বৃদ্ধির হার ১৭.২৯ শতাংশ।<ref name=districtcensus/> জেলাটিতে প্রতি হাজার পুরুষে ১০৪৮ জন মহিলা বাস করেন এবং <ref name=districtcensus/> এর সাক্ষরতার হার ৮৭.০৫ শতাংশ, যেখানে পুরুষ সাক্ষরতার হার ৯২.৩৭ শতাংশ এবং নারী সাক্ষরতার হার ৮২.০২ শতাংশ।<ref name=districtcensus/>
 
জেলাটিতে [[তামিল ভাষা|তামিল ভাষাভাষীর]] লোক সংখ্যাগরিষ্ঠ হাওয়ায় তামিল ভাষায় এখানকার সর্বাধিক প্রচলিত ভাষা। কারাইকল-এর বিভিন্ন স্থানে [[শ্রীলঙ্কীয় তামিল জাতি]]র উপস্থিতি উল্লেখযোগ্য। কারাইকালে ৭৬.২৩ শতাংশ জনসংখ্যা হিন্দু ধর্মাবলম্বী, ৯.১৯ শতাংশ লোক খ্রিস্টান ধর্মাবলম্বী, ১৪.৪০ শতাংশ লোক ইসলাম ধর্মাবলম্বী এবং ০.১৮ শতাংশ অন্যান্য ধর্মে বিশ্বাস করেন।
<ref>{{Citeওয়েব webউদ্ধৃতি |urlইউআরএল=http://www.karaikal.nic.in/Administration/People/MnPeople.htm |titleশিরোনাম=Archived copy |accessসংগ্রহের-dateতারিখ=2009-11-29 |archiveআর্কাইভের-urlইউআরএল=https://web.archive.org/web/20090716221650/http://karaikal.nic.in/Administration/People/MnPeople.htm |archiveআর্কাইভের-dateতারিখ=2009-07-16 |urlইউআরএল-statusঅবস্থা=dead }}</ref>
 
==দর্শনীয় স্থান==
কারিগরের মূল আকর্ষণ হলো শান্ত স্নিগ্ধ মনোরম সমুদ্রতট। যোগাযোগের সুবিধার জন্য তামিলনাড়ুতে পর্যটনে আসা একাধিক পর্যটক কারাইকলেও দর্শনীয় স্থান ভ্রমণে আসেন। দিল্লিতে অবস্থিত একাধিক উল্লেখযোগ্য স্থান হল,
 
 
# [[তিরুনলারু]]তে অবস্থিত [[তিরুনলারু ধর্বারণ্যেশ্বর মন্দির|ধর্বারণ্যেশ্বর মন্দির]]