সেজার পুরস্কার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
পুরস্কারের বিভাগ
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১০ নং লাইন:
| website = [http://www.academie-cinema.org/ academie-cinema.org]
}}
'''সেজার পুরস্কার''' হল [[ফ্রান্স]]ের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই পুরস্কার ১৯৭৬ সালে প্রবর্তিত হয় এবং নুই দে সেজার অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের প্রদান করা হয়। চলচ্চিত্র নির্মাণের সাথে জড়িত পেশাদার ব্যক্তিদের ১২টি দলের সদস্যরা এই পুরস্কার মনোনীতদের নির্বাচন করেন এবং এই মনোনয়নে সহায়তা প্রদান করে ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয়।<ref>[http://www.academie-cinema.org/en/ceremony/cesar-award-ceremony.html "The César Ceremony"] {{Webarchiveওয়েব আর্কাইভ|urlইউআরএল=https://web.archive.org/web/20131203082621/http://www.academie-cinema.org/en/ceremony/cesar-award-ceremony.html |dateতারিখ=3 December 2013 }}, Académie des arts et techniques du cinéma</ref> ফেব্রুয়ারি মাসে প্যারিসে অনুষ্ঠিত এই পুরস্কারের অনুষ্ঠানটি জাতীয় টেলিভিশনে প্রচারিত হয়। এই অনুষ্ঠানের অবস্থান বিগত বছরগুলোতে বেশ কয়েকবার পরিবর্তিত হয়েছে। এটি মূলত ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত আকাদেমি দে আর্ত এ তেকনিক দ্যু সিনেমার একটি উদ্যোগ ছিল।
 
সেজার পুরস্কারকে ফ্রান্সের সর্বোচ্চ চলচ্চিত্রের সম্মাননা বলে গণ্য করা হয়, যা ফ্রান্সের মঞ্চনাটকের জন্য প্রদত্ত [[মলিয়ের পুরস্কার]] ও সঙ্গীতের জন্য প্রদত্ত ভিক্তোয়ার দ্য লা মুজিক-এর সমতুল্য। চলচ্চিত্রের ক্ষেত্রে, এটি ফ্রান্সে [[একাডেমি পুরস্কার]]ের সমতুল্য। এই পুরস্কারটির প্রবর্তক জর্জ ক্রাভেন, যিনি মঞ্চনাটকের জন্য মলিয়ের পুরস্কারেরও প্রবর্তক। এই পুরস্কারের নামকরণ করা হয় স্থপতি সেজার বালদাচ্চিনির (১৯২১-১৯৯৮) নামানুসারে, যিনি এই পুরস্কারের নকশা করেন।