ভিমের পান্টি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎ইতিহাস: সম্প্রসারণ
অবস্থান
১১৭ নং লাইন:
}}
'''ভিমের পান্টি''' [[নওগাঁ জেলা|নওগাঁ জেলার]] ধামইরহাট উপজেলায় অবস্থিত প্রাচীন একটি স্তম্ভ ও সংরক্ষিত পুরাকীর্তি। এটি উপজেলার জাহানপুর ইউনিয়নে অবস্থিত। এটি [[বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর]] এর তালিকাভুক্ত একটি [[বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থানের তালিকা|প্রত্নতাত্ত্বিক স্থাপনা]]।
 
== অবস্থান ==
[[নওগাঁ জেলা]] সদর থেকে ৬৭ কিলোমিটার দূরত্বে [[ধামইরহাট উপজেলা|ধামইরহাট উপজেলায়]] অবস্থিত। [[ধামইরহাট উপজেলা]] থেকে দক্ষিণ-পূর্ব দিকে প্রায় ১০ কিলোমিটার দূরে উপজেলার একেবারে পূর্বপ্রান্তে [[জয়পুরহাট জেলা|জয়পুরহাট জেলার]] সীমানা ঘেঁষা জাহানপুর ইউনিয়নের মুকুন্দপুর-হরগৌরী একালায় ভিমের পান্টি অবস্থিত।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://dhamoirhat.naogaon.gov.bd/site/view/tourist_spot|শিরোনাম=ধামইরহাট উপজেলার দর্শনীয় স্থান|শেষাংশ=|প্রথমাংশ=|তারিখ=|ওয়েবসাইট=জাতীয় তথ্য বাতায়ন|ভাষা=|সংগ্রহের-তারিখ=2020-06-11}}</ref><ref name=":1" />
 
==ইতিহাস==
১৭শ শতকের কোন একসময় জাহানপুর ইউনিয়নের আশেপাশে বেশ কিছু মন্দির ও অন্য স্থাপনার অস্তিত্ত্ব পাওয়া গিয়েছিল। তবে সেগুলো কে বা কারা তৈরি করেছিলেন সে ব্যাপারে কোন সঠিক তথ্য পাওয়া যায় না। জনশ্রুতি অনুসারে, বীরেশ্বর-ব্রহ্মচারী নামক একজন সাধক এখানে এসে বসবাস শুরু করেন ও তিনি বেশ কয়েকটি ঢিবি পরিষ্কার করেন। অনেক স্থাপনাই বর্তমানে খুঁজে পাওয়া যায় না তবে ১৯৭৮ সালের দিকে একটি স্থানে কালো পাথরের তৈরি একটি মূর্তি পাওয়া যায়। বীরেশ্বর-ব্রহ্মচারী কোন একটি ঢিবির উপর ছোট আকারের ৪ টি মন্দির নির্মাণ করে উক্ত মূর্তিটি স্থাপন করেছিলেন বলে জানা যায়।<ref name=":0" /><ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.deltatimes24.com/details.php?id=42486|শিরোনাম=নওগাঁর ঐতিহাসিক নিদর্শন ভিমের পান্টি|শেষাংশ=|প্রথমাংশ=|তারিখ=|ওয়েবসাইট=ডেলটা টাইমস্|ভাষা=bn|সংগ্রহের-তারিখ=2020-06-11}}</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.shomoyeralo.com/details.php?id=98106|শিরোনাম=কী লেখা আছে হাজার বছরের পুরনো ভিমের পান্টিতে?|শেষাংশ=|প্রথমাংশ=|তারিখ=|ওয়েবসাইট=সময়ের আলো|সংগ্রহের-তারিখ=2020-06-11}}</ref>
 
ঢিবির পাশেই একটি ভাঙা দেয়াল ছিল বলে ধারণা করা হয়। দেয়ালে উত্তরাংশে বর্তমানে ফসলি জমির মাঝে একটি কালো পাথরের লম্বা খন্ড হেলানোভাবে রয়েছে, সেটিই ভিমের পান্টি নামে পরিচিত।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.gramerkagoj.net/2019/02/09/122995.php|শিরোনাম=ধামইরহাটের ভিমের পান্টি অযত্ন অবহেলায় দিন দিন হারিয়ে যাচ্ছে|শেষাংশ=কাজী আনিছুর রহমান|প্রথমাংশ=|তারিখ=2019-02-09|ওয়েবসাইট=গ্রামের কাগজ|সংগ্রহের-তারিখ=2020-06-11}}</ref>
 
ভিমের পান্টি সম্পর্কে স্থানীয় জনশ্রুতি অনুসারে, মহাভারতের [[ভীম|ভীমের]] সাথে স্তম্ভটির সম্পর্ক আছে। ভীম রাতভর জমিতে হাল চাষ করতেন। সূর্য উঠার আগেই তার ফিরে যাওয়ার নিয়ম ছিল। কোন এক রাতে হাল চাষ দেরিতে শেষ হওয়ায়, তাড়াতাড়ি ফিরে যাওয়ার সময় ভীম হাতের পান্টিটি ফেলে যান। সেটিই বর্তমানের স্তম্ভ।<ref name="ভিমের পান্টি"></ref><ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.naogaondorpon.com/বাংলাদেশে-পুরাতত্ত্ব-সমৃদ্ধ-জেলা-নওগাঁ/11982|শিরোনাম=বাংলাদেশে পুরাতত্ত্ব সমৃদ্ধ জেলা নওগাঁ|শেষাংশ=|প্রথমাংশ=|তারিখ=|ওয়েবসাইট=নওগাঁ দর্পন|ভাষা=|সংগ্রহের-তারিখ=2020-06-11}}</ref>
 
==অবকাঠামো==
ভিমের পান্টি পাথরের লম্বা খন্ডটি বীরেশ্বর-ব্রহ্মচারী ঢিবি থেকে দক্ষিণে ৮১ দূরত্বে অবস্থিত। ভিমের পান্টির আকৃতি অনেকটা প্রলম্বিত মোচার ন্যায়। মসৃণ এ খণ্ডটির ৩.৭৯ মিটার উঁচু ও গোড়ার দিকে এর ব্যাস ১.৮০ মিটার। পূর্বে এই খণ্ডটির মাথায় একটি পাখির মূর্তি বসানো ছিল। বজ্রপাতের ফলে মূর্তিটি উপর থেকে ভেঙে গিয়েছিল এবং স্তম্ভটি একদিকে একটু হেলে গিয়েছিল।<ref name=":1">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.bd-pratidin.com/last-page/2016/01/02/118435|শিরোনাম=নওগাঁর ঐতিহাসিক ভিমের পান্টি|প্রথমাংশ=Bangladesh|শেষাংশ=Pratidin|প্রকাশক=}}</ref><ref name=":0">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://archive1.ittefaq.com.bd/print-edition/country/2016/09/17/143970.html|শিরোনাম=ধামইরহাটে বেশ কয়েকটি ঐতিহাসিক নিদর্শন|শেষাংশ=|প্রথমাংশ=|তারিখ=|ওয়েবসাইট=ইত্তেফাক|সংগ্রহের-তারিখ=2020-06-11}}</ref>
 
ভিমের পান্টির উপরের দিকে সংস্কৃত ভাষায় ২৮ লাইনের একটি লিপি খোদাই করা রয়েছে।<ref name="ভিমের পান্টি" /> প্রত্নতত্ত্ববিদগণদের মতে, পাল সাম্রাজ্যের নারায়ণ পালের মন্ত্রী ভটুগুরুভ(৮৯৬-৯৫০) এই পাথর খন্ডটি স্থাপন করেন।<ref name=":0" /><ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://bdtodays.net/%e0%a7%a8%e0%a6%b6%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa/|শিরোনাম=২শত বছরের প্রাচীন ভিমের পান্টি অযত্নে অবহেলায় হারিয়ে যাচ্ছে|শেষাংশ=কাজী আনিছুর রহমান|প্রথমাংশ=|তারিখ=2019-02-09|ওয়েবসাইট=BDTodays|ভাষা=|সংগ্রহের-তারিখ=2020-06-11}}</ref>