জ্যামাইকা জাতীয় ক্রিকেট দল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
তথ্যছক অন্তর্ভূক্তিকরণ!
Suvray (আলোচনা | অবদান)
ইতিহাস - অনুচ্ছদ সৃষ্টি!
২২ নং লাইন:
 
জ্যামাইকা জাতীয় ক্রিকেট দল ({{lang-en|Jamaica national cricket team}}) জ্যামাইকার জাতীয় [[ক্রিকেট]] দল। [[আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল|আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের]] (আইসিসি) সদস্য [[ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ|ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের]] (ডব্লিউআইসিবি) নিয়ন্ত্রণাধীন জ্যামাইকা ক্রিকেট অ্যাসোসিয়েশন<!-- Jamaica Cricket Association --> (জেসিএ) কর্তৃক দলটি পরিচালিত হয়ে আসছে।<ref>[http://www.cricketjamaica.org/ cricketjamaica.org]</ref> জেসিএ’র নিজস্ব ক্ষমতা রয়েছে ও আন্তর্জাতিক পর্যায়ে জ্যামাইকীয়রা [[ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল|ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের]] পক্ষে খেলে থাকে।<ref>[http://www.windiescricket.com/ windiescricket.com]</ref>
 
== ইতিহাস ==
১৮৯৫ সাল থেকে দলের ইতিহাস সম্পর্কে জানা যায়। এ সময়ে দলটি [[R. S. Lucas' XI cricket team in the West Indies in 1894–95|১৮৯৪-৯৫]] মৌসুমে স্ল্যাড লুকাসের<!-- Slade Lucas --> নেতৃত্বাধীন ইংল্যান্ড থেকে আগত দলের বিপক্ষে তিনটি খেলায় অংশ নেয়। তবে, অন্যান্য ক্রিকেটভূক্ত দেশগুলোর সাথে দীর্ঘ দূরত্বের কারণে ১৯৬৪ সালের পূর্ব-পর্যন্ত নিয়মিতভাবে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নিতে পারেনি। প্রথম-শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা [[Shell Shield|শেল শীল্ডের]] উদ্বোধনী আসরে অংশ নেয়। চতুর্থ প্রচেষ্টায় শিরোপা জয় করলেও ১৯৭৭-৭৮ মৌসুমে পরবর্তী শিরোপা পায়। এ পর্যায়ে দলটি [[Leeward Islands cricket team|লিওয়ার্ড আইল্যান্ডসের]] সাথে যৌথভাবে একদিনের শিরোপা জয় করে।
 
১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনটি প্রথম-শ্রেণীর ও তিনটি একদিনের শিরোপা জয়ের কৃতিত্ব দেখায় জ্যামাইকা দল। তবে, পরবর্তী তেরো মৌসুমে তার আর মাত্র চারটি শিরোপা লাভে সক্ষম হয়। তন্মধ্যে, ১৯৯৯-২০০০ মৌসুমে দ্বৈত শিরোপা জয়ের অধিকারী হয়। দুই বছর পর ২০০৪-০৫ মৌসুমে আবারও শিরোপা পায়। পরবর্তী দশ বছর সাতটি শিরোপা পায়। ক্যারিব বিয়ার কাপে রানার্স-আপ হওয়া লিওয়ার্ড আইল্যান্ডসের চেয়ে ৪৭ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকে। ঐ প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় দলটি লিওয়ার্ড আইল্যান্ডসকে আট উইকেটে পরাজিত করে। তাসত্ত্বেও, পরবর্তী মৌসুমে দলটি সর্বশেষ স্থান অধিকার করে।
 
[[১৯৯৮ কমনওয়েলথ গেমসে ক্রিকেট|১৯৯৮]] সালের কমনওয়েলথ গেমসের ক্রিকেট বিষয় বাদে দলটি কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়নি। তবে, [[ক্যারিবীয় অঞ্চল|ক্যারিবীয় অঞ্চলের]] আন্তঃআঞ্চলিক প্রতিযোগিতা যেমন: [[Regional Four Day Competition|রিজিওন্যাল ফোর ডে কম্পিটিশন]] ও [[Regional Super50|রিজিওন্যাল সুপার৫০]] অংশ নেয়। সেরা খেলোয়াড়েরা [[ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল|ওয়েস্ট ইন্ডিজের]] পক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলায় অংশগ্রহণের সুযোগ পায়। জ্যামাইকা দল আটবার ঘরোয়া [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে। পাশাপাশি, তারা ছয়বার একদিনের প্রতিযোগিতার শিরোপাসহ যৌথভাবে একবার শিরোপার সন্ধান পায়। [[চ্যাম্পিয়ন্স লীগ টুয়েন্টি২০|প্রফেসনাল ক্রিকেট লীগে]] বিশেষ প্রাধিকারপ্রাপ্ত দল হিসেবে '''জ্যামাইকা স্কর্পিয়ন্স''' নামে প্রতিযোগিতায় অবতীর্ণ হচ্ছে।
 
[[জিমি অ্যাডামস]], [[জেরি আলেকজান্ডার]], [[জেফ ডুজন]], [[ক্রিস গেইল]], [[জর্জ হ্যাডলি]], [[মাইকেল হোল্ডিং]], [[লরেন্স রো]], [[আল্ফ ভ্যালেন্টাইন|আলফ্রেড ভ্যালেন্টাইন]], [[কোর্টনি ওয়ালশ]], [[ফ্রাঙ্ক ওরেল]], [[মারলন স্যামুয়েলস]] ও [[আন্দ্রে রাসেল|আন্দ্রে রাসেলের]] ন্যায় উল্লেখযোগ্য খেলোয়াড় জ্যামাইকার প্রতিনিধিত্ব করেছেন।
 
== তথ্যসূত্র ==