গর্ডন রোর্ক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
উপমহাদেশ গমন - অনুচ্ছেদ সৃষ্টি!
বানান সংশোধন: পরবর্তীতে → পরবর্তীকালে, পরিষ্কারকরণ
১ নং লাইন:
 
{{Infobox cricketer
{{তথ্যছক ক্রিকেটার
| name = গর্ডন রোর্ক
| image =
| caption =
 
| fullname = গর্ডন ফ্রেডরিক রোর্ক
১২ ⟶ ১৩ নং লাইন:
| heightft = ৬
| heightinch = ৫
| family =
 
| batting = বামহাতি
৭০ ⟶ ৭১ নং লাইন:
 
== প্রথম-শ্রেণীর ক্রিকেট ==
১৯৫৭-৫৮ মৌসুম থেকে ১৯৬৩-৬৪ মৌসুম পর্যন্ত গর্ডন রোর্কের [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] খেলোয়াড়ী জীবন চলমান ছিল।
 
দীর্ঘ ছয় ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার অধিকারী গর্ডন রোর্ক ‘ব্লন্ড জায়েন্ট’ ডাকনামে পরিচিতি পেয়েছিলেন। অস্ট্রেলিয়ার অন্যতম দ্রুতগতিসম্পন্ন বোলারের মর্যাদা লাভ করেছিলেন। তবে, ইংরেজ গণমাধ্যমে বল ঢিল ছোড়ার বিষয়ে অভিযুক্ত হয়েছিলেন। বোলিংকালে নিজেকে বেশ সামনের দিকে নিয়ে যেতেন। বলকে ডেলিভারি দেয়ার পর ব্যাটসম্যানের কাছে আঠারো গজ দূরত্বে নিজেকে নিয়ে যেতেন। এক পর্যায়ে তার কাছ থেকে রান সংগ্রহ করা বেশ দুষ্কর ছিল।<ref>Willis & Murphy, p. 96.</ref><ref name=f437>Frith, p. 437.</ref><ref>Brown, p. 131</ref>
৭৭ ⟶ ৭৮ নং লাইন:
সমগ্র খেলোয়াড়ী জীবনে চারটিমাত্র [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] অংশগ্রহণ করেছেন গর্ডন রোর্ক। ৩০ জানুয়ারি, ১৯৫৯ তারিখে অ্যাডিলেডে সফরকারী [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড দলের]] বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ১৯ ডিসেম্বর, ১৯৫৯ তারিখে কানপুরে স্বাগতিক ভারত দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
 
জানুয়ারি, ১৯৫৯ সালে অ্যাডিলেডে [[দি অ্যাশেজ|অ্যাশেজ]] সিরিজের চতুর্থ টেস্টে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয় গর্ডন রোর্কের। সূচনাটি বেশ ভালোভাবে সম্পন্ন হয় তার। প্রথম ইনিংসে আট-বল নিয়ে গড়া ১৮.১ ওভারে ৩/২৩ পান। তন্মধ্যে, [[কলিন কাউড্রে|কলিন কাউড্রেকে]] ৮৪ এবং [[টম গ্রেভেনি]] ও [[উইলি ওয়াটসন (ইংরেজ ক্রিকেটার)|উইলি ওয়াটসন]] তার শিকারে পরিণত হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ৩৪ ওভার বোলিং করে ২/৭০ লাভ করেছিলেন।
 
এ টেস্টের এক পক্ষকাল পর মেলবোর্নে সিরিজের পঞ্চম টেস্টে তিনি আরও তিন উইকেট পান। ফলশ্রুতিতে, পরের বছর পাকিস্তান ও ভারত গমনার্থে তাকে অস্ট্রেলিয়া দলের সদস্যরূপে অন্তর্ভূক্ত করা হয়েছিল। [[ফ্রেড ট্রুম্যান|ফ্রেড ট্রুম্যানকে]] ক্রিজের কয়েক ইঞ্চি সামনে নিয়ে যাওয়ায় নো বলের শিকার হন ও পরবর্তীতেপরবর্তীকালে উল্লেখ করেছিলেন যে, প্রকৃতই দুঃশ্চিন্তায় ছিলাম যে, একই [[আম্পায়ার]] কিভাবে গর্ডন রোর্ককে বোলিংয়ের অনুমতি দিয়েছেন।<ref>Trueman, p. 221.</ref> একটি চিত্রে দেখা যায় যে, তিনি তার পিছনের পাকে বোলিং ক্রিজে টেনে আনছেন।<ref name=f437/> কলিন কাউড্রে তামাশা করে বলেছিলেন যে, আমি ভীত ছিলাম যে তিনি হয়তোবা আমার পায়ের পাতা মাড়িয়ে যাচ্ছেন।<ref>Tyson, p.59.</ref>
 
== উপমহাদেশ গমন ==