হেমন্ত মুখোপাধ্যায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ, অনুবাদ
সম্প্রসারণ, অনুবাদ
১৩ নং লাইন:
 
'''হেমন্ত মুখোপাধ্যায়''' (১৬ জুন ১৯২০ - ২৬ সেপ্টেম্বর ১৯৮৯) একজন খ্যাতিমান [[বাঙালি]] কণ্ঠসংগীত শিল্পী, সংগীত পরিচালক এবং প্রযোজক ছিলেন। তিনি হিন্দি সংগীত জগতে '''হেমন্ত কুমার''' নামে প্রসিদ্ধ ছিলেন। তিনি [[বাংলা ভাষা|বাংলা]], [[হিন্দি]] এবং অন্যান্য [[ভারতীয় ভাষা|ভারতীয় ভাষায়]] গান গেয়েছেন। তিনি [[রবীন্দ্র সংগীত|রবীন্দ্র সংগীতের]] একজন বিশিষ্ট শিল্পী ছিলেন। তিনি [[শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য গায়কের জন্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার|শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য গায়ক]] বিভাগে দু-বার [[জাতীয় চলচ্চিত্র পুরস্কার|জাতীয় পুরস্কার]] পেয়েছিলেন।
 
== প্রারম্ভিক জীবন ==
শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম তাঁর মাতামহের বাড়ি পবিত্র [[বারাণসী]] শহরে। তাঁর মাতামহ ছিলেন একজন শীর্ষস্থানীয় চিকিৎসক। তাঁর আদি নিবাস ছিল [[দক্ষিণ চব্বিশ পরগনা]] জেলার [[জয়নগর|জয়নগরে]]। তাঁর পরিবার [[কলকাতা]] শহরে আসে বিশ শতকের প্রথমার্ধে‌। হেমন্ত সেখানে বড়ো হতে থকেন এবং প্রথমে নাসিরুদ্দিন স্কুল এবং পরবর্তীতে [[ভবানীপুর|ভবানীপুরের]] মিত্র ইনস্টিটিউশনে পড়াশোনা করেছিলেন। সেখানেই তার সঙ্গে পরিচয় হয় [[সুভাষ মুখোপাধ্যায় (কবি)|সুভাষ মুখোপাধ্যায়ের]], যিনি পরবর্তীকলে [[বাংলা ভাষা|বাংলার]] স্বনামধন্য কবি হয়েছিলেন। ওই সময়কালে বিশিষ্ট লেখক [[সন্তোষ কুমার ঘোষ]] মহাশয়ের সঙ্গে তাঁর সখ্যতা গড়ে ওঠে। ওই সময়ে হেমন্ত ছোটো গল্প লিখতেন, সন্তোষ কুমার কবিতা লিখতেন এবং সুভাষ মুখোপাধ্যায় গান গাইতেন।<br>
ইন্টারমিডিয়েট পাস করে হেমন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে যান। কিন্তু তিনি সংগীতের জন্য আপন শিক্ষা ত্যাগ করেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=Hemanta Mukhopadhyay had left his engineering studies for music! - Times of India |ইউআরএল=https://timesofindia.indiatimes.com/entertainment/bengali/movies/did-you-know/hemanta-mukhopadhyay-had-left-his-engineering-studies-for-music/articleshow/71309297.cms |ওয়েবসাইট=The Times of India |সংগ্রহের-তারিখ=৯ জুন ২০২০ |ভাষা=en}}</ref> তাঁর সাহিত্যিক হওয়ার ইচ্ছে ছিল। কিছুদিন তিনি [[দেশ (পত্রিকা)|দেশ]] পত্রিকার জন্যে লেখেন। ১৯৩৭ খ্রিস্টাব্দ থেকে তিনি সম্পূর্ণভাবে সংগীত জগতে প্রবেশ করেন।
 
 
== জীবন ==
শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম [[বারাণসী]]র পবিত্র শহরে। তার আদি নিবাস ছিল [[দক্ষিণ চব্বিশ পরগনা]] জেলার [[জয়নগর|জয়নগরে]]। তার পরিবার [[কলকাতা]]য় আসে বিংশ শতাব্দীর প্রথমার্ধে‌। হেমন্ত ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ছিলেন। সেখানেই তার সাথে পরিচয় হয় কবি [[সুভাষ মুখোপাধ্যায় (কবি)|সুভাষ মুখোপাধ্যায়ের]]। ইন্টারমিডিয়েট পাশ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে যান। কিন্তু তিনি সঙ্গীতের জন্য আপন শিক্ষা ত্যাগ করেন। তার সাহিত্যিক হবার ইচ্ছে ছিল। কিছুদিন তিনি [[দেশ (পত্রিকা)|দেশ]] পত্রিকার জন্যে লেখেন। ১৯৩৭ থেকে তিনি সম্পূর্ণভাবে সঙ্গীতজগতে প্রবেশ করেন।
 
== পরিবার ==