নিউ টাউন, কলকাতা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Anustoop Bhattacharya (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Anustoop Bhattacharya (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৭২ নং লাইন:
===পরিকল্পনা ===
=== জমি অধিগ্রহণ ===
[[কলকাতা মহানগর অঞ্চল|বৃহত্তর কলকাতা]]র একটি পৌরসভা রাজারহাট উপনগরী (নিউ টাউন জ্যোতি বসু নগর) জনপদে পরিণত হওয়ার আগে এটি [[পশ্চিমবঙ্গ|পশ্চিমবঙ্গের]] অন্যতম উর্বর অঞ্চল ছিল। কেশোপুর, বাগজোলা এবং তাদের সংলগ্ন আরও তিনটি খাল দ্বারা সেচ হওয়া, নিউ টাউন (রাজারহাট) ছিল এক [[জলাভূমি]], যা একটি সমৃদ্ধ কৃষিজমির ব্যবস্থা ছিল এবং কৃষকরা স্থায়ীভাবে কৃষিকাজে নিয়জিত ছিল। ১৯৯৯ সালের এপ্রিল মাসে বামফ্রন্ট সরকার ঔপনিবেশিক ভূমি অধিগ্রহণ আইন দ্বারা নিউ টাউন (রাজারহাট) জনপদ স্থাপনের জন্য প্রায় ৭,০০০ হেক্টর জমি অধিগ্রহণ শুরু করে। এটি কর্পোরেট পরিষেবা এবং বিস্তৃত আবাসিক চত্বর হিসাবে পরিকল্পনা করা হয়।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=Farmers Demand Return of Lands Acquired for Rajarhat Township in West Bengal |ইউআরএল=https://www.landconflictwatch.org/conflicts/farmers-demand-return-of-lands-acquired-for-rajarhat-township-in-west-bengal?fbclid=IwAR0C4SXLsHYwYJdt6Liod0BLrUiC-alc91v0IJE2VFZTt4vnQevv3FDlbfg |ওয়েবসাইট=www.landconflictwatch.org/ |সংগ্রহের-তারিখ=০৭ এপ্রিল ২০২০}}</ref>
=== পরিচালনা ব্যবস্থা প্রতিষ্ঠা ===
নিউ টাউন, জ্যোতি বসু নগর, কলকাতার নতুন নাগরিকের বিভিন্ন নাগরিক পরিষেবা ও সুযোগ-সুবিধার জন্য ''নিউ টাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ''' (এনকেডিএ) 'দ্য নিউ টাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০০৭' (২০০৭ সালের পশ্চিমবঙ্গ আইন আইন XXX) এর অধীনে গঠিত হয়েছে এবং এটি কার্যকর হয় নভেম্বর, ২০০৮ সালে।
 
=== অতিরিক্ত জমি অধিগ্রহণ সিধান্ত প্রত্যাখ্যান===
[[মমতা বন্দ্যোপাধ্যায়]] ২০১১ সালের জুন মাসে ঘোষণা করেন যে তার সরকার রাজারহাটের নিউ টাউনে আর জমি অধিগ্রহণ করা হবে না। [[উত্তর চব্বিশ পরগনা]]র নিউ টাউন জনপদের জন্য ১৯৯৯ সালে ৭,০৮৫ একর জমি অধিগ্রহণ করে বামফ্রন্ট সরকার। ৭,০৮৫ একর জমির মধ্যে ২৫০ একর জমি ইচ্ছুক কৃষকদের কাছ থেকে ক্রয় করা হয় এবং বাকি জমি (৬,৮৩৫ একর) জোরপূর্বক অধিগ্রহণ করা হয়। ২০১১ সালের হিসাব অনুযায়ী ৭,০৮৫ একর মধ্যে ১,৮০৭ একর জমি অব্যবহৃত অবস্থাতে রয়েছে।<ref name=T>{{সংবাদ উদ্ধৃতি |শিরোনাম=Mamata land lock on New Town |ইউআরএল=https://www.telegraphindia.com/states/west-bengal/mamata-land-lock-on-new-town/cid/388229?fbclid=IwAR0Yf8yXTIExIyHMP44HDT4k_DpNaVoWSwPbJW8zmi6qGafQdY3wR0oO_jk |সংগ্রহের-তারিখ=৭ এপ্রিল ২০২০ |প্রকাশক=www.telegraphindia.com |তারিখ=২৫ জুন ২০১১}}</ref>
 
বাম সরকারের রাজারহাট ব্লকের ২৫ টি মৌজা বিস্তৃত জনপদের জন্য আরও ১,৫৮৭ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকার ২০১১ সালে প্রত্যাখ্যান করে।<ref name=T/>
 
==ভৌগোলিক উপাত্ত==
নিউ টাউন, জ্যোতি বসু নগর [[পূর্ব কলকাতা জলাভূমি]] ও [[কেষ্টপুর খাল|কেষ্টপুর খালের]] উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত। শহরটি মাঝ বরাবর বাগজোলা খাল উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্বে পবাহিত হয়। নিউ টাউন, জ্যোতি বসু নগর শহরটি জলাভূমি ভরাট করে তৈরি ভূমির উপরে অবস্থিত। শহরটি ২২.৬৩১ উত্তর ও ৮৮.৪৫৪ পূর্বে এবং সমুদ্র সমতল থেকে ৯ মিটার উচ্চতায় অবস্থিত। গঙ্গা নদীর পলিমাটি দ্বারা শহরটির ভূমিভাগ নির্মিত এবং শহরের অভ্যান্তরে ও সীমান্ত বেশ কিছু ছোট-বড় [[হ্রদ]] রয়েছে। এই হ্রদগুলি মূলত শহর ভূমি উদ্ধারের সময়ে জলাভূমির ভরাট না করা অংশ। নিউ টাউন ইকো পার্কে অবস্থিত হ্রদটি নিউ টাউনের সবচেয়ে বড় হ্রদ এবং এই হ্রদটির আয়তন {{রূপান্তর|0.42|km}}।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=About Ecopark |ইউআরএল=http://www.ecoparknewtown.com/aboutus.php |ওয়েবসাইট=৭ এপ্রিল ২০২০}}</ref>
=== শহরের দিগন্ত দৃশ্য ===
{{wide image|A panorama of the countryside near Rajarhat Newtown, Kolkata.jpg|1150px|নিউটাউনের কাছে গ্রামের দৃশ্য}}
৯৩ ⟶ ৯৪ নং লাইন:
==অর্থনীতি==
[[File:DLF IT Park - Rajarhat 2012-04-11 9380.JPG|thumb|ডিএলএফ আইটি পার্ক, নিউটাউন]]
নিউ টাউন, জ্যোতি বসু নগর কলকাতার দ্বিতীয় আইটি হাব হিসাবে প্রকাশ পেয়েছে এবং এর আয়তন [[বিধাননগর|সল্টলেকের]] আকারের তিনগুণ। ইতিমধ্যে বেশ কয়েকটি তথ্য প্রযুক্তির বড় কেন্দ্র চালু রয়েছে, অন্যদিকে টিসিএস (৪০ একর), উইপ্রো (৪৫ একর) এবং ইনফোসিস (৫০ একর)<ref>{{Cite news|url=https://timesofindia.indiatimes.com/city/kolkata/infosys-to-start-work-on-its-new-town-premises-today/articleshow/64348666.cms|title=Infosys in Kolkata|last=|first=|date=|work=|access-date=}}</ref> কোগনিজেন্ট প্রযুক্তির কেন্দ্র স্থাপনের জন্য জমি বরাদ্দ করা হয়েছে।
 
শহরটি আবাসন ও পর্যটন শিল্পের অন্যতম স্থান। এখানে বহু আবাসন নির্মাণ সংস্থা আবাসন ও অফিস ভবন নির্মাণে নিযুক্ত রয়েছে।
১০১ ⟶ ১০২ নং লাইন:
শহরটি কোন পৌরসভা দ্বারা পরিচালিত হয় না। এটি ''নিউ টাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ'' দ্বারা নিয়ন্ত্রিত।
 
নিউ টাউন [[কলকাতা]] উপনগরী। নিউ টাউন শহরের প্রশাসন, আইনশৃঙ্খলা ও নাগরিক পরিষেবাগুলির দায়িত্ব একাধিক সরকারি সংস্থার হাতে ন্যস্ত। এই সকল সংস্থার এক্তিয়ারভুক্ত এলাকা অনেক ক্ষেত্রেই পরস্পরের সঙ্গে প্রাবৃত। নিউ টাউন, জ্যোতি বসু নগর এই জাতীয় অন্তত চারটি এক্তিয়ার এলাকার অন্তর্গত। এগুলি হল:
 
# [[উত্তর চব্বিশ পরগণা জেলা]],
১১৪ ⟶ ১১৫ নং লাইন:
বিভিন্ন ধরনের মামলা নিষ্পত্তির জন্য বারাসাত জেলা আদালত বারাসাত শহরে এবং ব্যবসাসংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য রাজারহাট বাণিজ্যিক আদালত নিউ টাউনে অবস্থিত।
=== সংসদীয় ক্ষেত্র ===
নিউ টাউন, জ্যোতি বসু নগর শহরের সমগ্র অঞ্চল ভারতীয় সংসদের [[বারাসাত লোকসভা কেন্দ্র|বারাসাত লোকসভা কেন্দ্রের]] অন্তর্গত। বারাসাত লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সাংসদ [[কাকলি ঘোষ দস্তিদার]]।<ref name=loksabha2014>{{cite web| url = http://eci.nic.in/eci_main/archiveofge2014/33%20-%20Constituency%20wise%20detailed%20result.pdf |title = General Elections 2014 - Constituency Wise Detailed Results |work = West Bengal | publisher = Election Commission of India|accessdate = 21 June 2016 }}</ref> আসনটি বর্তমানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে। নিউ টাউন [[রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্র| রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের]] অংশ। এই কেন্দ্রটির বর্তমান সব্যসাচী দত্ত।
 
==শিক্ষাপ্রতিষ্ঠান==
১৪৪ ⟶ ১৪৫ নং লাইন:
[[ File:Major Arterial Road - Rajarhat 2012-04-11 9412.JPG| thumb|right|300px| |নিউটাউন ([[রাজারহাট]]) এর এরিয়াল রোড বা [[বিশ্ব বাংলা সরণি]]]]
 
নিউটাউন, জ্যোতি বসু নগর এর পরিবহন ব্যবস্থা খুবই উন্নত।এই শহরের মধ্য দিয়ে চলেগেছে ৬ লেনের এরিয়াল রোড বা প্রধান সড়ক।এই সড়ক এর থেকে বহু শাখা সড়ক নিউটাউনের বিভিন্ন প্রান্তে পৌঁচ্ছে গেছে।এই এলাকার সঙ্গে [[কলকাতা]] এসি ও নন এসি বাস পরিবহন দ্বারা যুক্ত রয়েছে।
কতগুলি গুরুত্বপূর্ণ দীর্ঘ রুট হলো :
* '''৪বি''' নিউটউন - হরিদেবপুর
* '''৪ডি''' নিউটউন - পর্ণশ্রী
 
নিউটাউন, জ্যোতি বসু নগর থেকে [[নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর ]] মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত।বিমান বন্দরের সঙ্গে এসি বাস পরিবহন রয়েছে শহরটি থেকে।এই শহরের সবচেয়ে কাছের রেল স্টেশন হল [[বিধাননগর রোড রেলওয়ে স্টেশন]]।
 
বর্তমানে এই শহরের মেট্রো রেল নির্মাণ চলছে।এই শহরের [[বিশ্ব বাংলা সরণি]] বা এরিয়াল রোড ধরে [[কলকাতা মেট্রো]]-এর '''[[কলকাতা মেট্রো লাইন ৬|নিউগড়িয়া-দমদম বিমানবন্দর মেট্রো]]''' প্রকল্পের নির্মাণ চলছে।এই মেট্রো প্রকল্প সম্পর্ন হলে নিউটাউন থেকে সহজেই বিমানবন্দর ও [[বিধাননগর|সেক্টর ফাইভ]] ও দক্ষিণ কলকাতা এর [[গড়িয়া]] অঞ্চলে যাতায়াত করা যাবে।