বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আপনাকে অসীম সময়ের জন্য সম্পাদনা করা থেকে বাধাদান করা হয়েছে কারণ আপনার অ্যাকাউন্ট কেবল স্প্যাম, বিজ্ঞাপন, বা প্রচারের জন্য ব্যবহৃত হচ্ছে। (টুইং)
Md Arif bd (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
১৯৩ নং লাইন:
জ্বী [[ব্যবহারকারী:Md Arif bd|মোঃ আরিফ ]] ([[ব্যবহারকারী আলাপ:Md Arif bd#top|আলাপ]]) ০৭:২১, ৮ জুন ২০২০ (ইউটিসি)
:অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আপনি মিথ্যা বলছেন। [[:wmf:Terms of Use|ব্যবহারের পূর্ব শর্তাবলী]] অনুসারে উইকিপিডিয়া সম্পাদনায় [[উইকিপিডিয়া:স্বার্থের সংঘাত|স্বার্থের সংঘাত]] থাকলে তা পূর্ব থেকে ঘোষণা করতে হয় যা আপনি করেননি। আপনার তৈরি [[উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আমিরুল মোমেনীন মানিক|এই নিবন্ধটি]] ২০১৯ সালে আলোচনায় অপসারণ করা হয়েছিলো বাংলাতে, এরপর আপনি গত ২ জুন ইংরেজিতে একই বিষয় নিয়ে [[:en:Amirul Momenin Manik|নিবন্ধ লিখেছেন]]। এই নিবন্ধে আপনার কনফ্লিক্ট অব ইন্টারেস্টের ব্যাপারটি যিনি নিবন্ধের বিষয় তিনি পাবলিক ফেসবুক পোস্টেও উল্লেখ করেছেন [https://www.facebook.com/amirulmomenine.manik/posts/3065327396839093 এখানে] ([http://archive.vn/sQkiX লিংক আর্কাইভ])। সুতরাং এ নিবন্ধে আপনার [[উইকিপিডিয়া:স্বার্থের সংঘাত|স্বার্থের সংঘাত]] প্রমাণিত। পূর্বে অন্য কয়েকটি নিবন্ধের ক্ষেত্রে এর বিষয়কে নিয়ে কয়েকটি অনলাইন নিউজপোর্টালে এমনভাবে সংবাদ করা হয়েছে যে, যা থেকে স্পষ্ট নিবন্ধের বিষয় শুধুমাত্র আত্মপ্রচারণার চালিয়েছেন। এরমধ্যে, আপনার অপসারিত কয়েকটি নিবন্ধও রয়েছে। কোভার্ট বিজ্ঞাপন ও স্বার্থের সংঘাত গোপন করে উইকিপিডিয়ায় সম্পাদনা উইকিপিডিয়া নীতিমালার বিরোধী যা এর নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে এবং এটি স্বেচ্ছাসেবী সম্প্রদায়ের সাথে স্পষ্ট প্রতারণার শামিল। সুতরাং [[উইকিপিডিয়া:স্বার্থের সংঘাত|স্বার্থের সংঘাত]] গোপন করে বা গোপন করার চেষ্টা করে সাইট ব্যবহারের শর্তাবলী লঙ্ঘন করায় আপনাকে বাংলা উইকিপিডিয়ায় অসীম মেয়াদে বাধা দেওয়া হলো। আপনি আলাপ পাতা ব্যবহার করে বাধা অপসারণের আবেদন করতে পারেন। তবে বাধা অপসারণের আবেদনে অবশ্যই নিচের বিষয়গুলোর ব্যাখ্যা থাকতে হবে - এখন পর্যন্ত কোন কোন নিবন্ধে আপনার স্বার্থের সংঘাত ঘটেছে এবং অর্থিক লেনদেনের বিষয় থাকলে তা প্রকাশ করাসহ যুক্তিসহ ব্যাখ্যা থাকতে হবে যে, আপনাকে সম্প্রদায় কেন বিশ্বাস করবে। এবং বাধা অপসারণ করলে আপনি একই কাজ করবেন না তার নিশ্চয়তা সম্প্রদায় কিভাবে পাবে। ধন্যবাদ। '''[[ব্যবহারকারী:NahidSultan|~ যুদ্ধমন্ত্রী]] <sup>[[ব্যবহারকারী আলাপ:NahidSultan|আলাপ]]</sup>''' ০৮:২০, ৮ জুন ২০২০ (ইউটিসি)
 
ধন্যবাদ ভাই।এর আগে আমি ইংরেজী উইকিপিডিয়ার বিদ্যানন্দ ফাউন্ডেশন এর নিবন্ধনটি তৈরি করছি এবং তাদের জানিয়েছি তারা তা তাদের পেইজে প্রকাশ করছে একই ক্ষেত্রে এটিও করছি তবে এটি তো তাকে বা বিদ্যানন্দ কে বলিনি যে প্রচার করতে কিংবা আমার নাম উলেখ্য করে প্রচার করতে যেটি [[উইকিপিডিয়া:স্বার্থের সংঘাত| স্বার্থের সংঘাত ]] বলে বিবেচিত হয়। আর উইকিপিডিয়া সম্প্রাদয় কখনোই প্রকাশ বা প্রমান করতে পারবে না, যে অর্থের বিনিময়ে নিবন্ধন তৈরি করছি যা আমি নিজেও বলেছি কখনোই অর্থের বিনিময়ে কোন নিবন্ধন তৈরি করি নি। আর উপরোক্ত স্বার্থের সংঘাত এর নীতিমালায় যদি আমার উপরোক্ত দুটি কাজ ভুল হয় ক্ষমা এবং ভুল স্বীকার করছি। ভবিসৎ আর এমন হবে না।[[ব্যবহারকারী:Md Arif bd|মোঃ আরিফ ]]
 
== সৌদি গেজেট ==