মৃৎশিল্প (কারিগরি পেশা): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
চিত্র
১ নং লাইন:
{{শিরোটীকা|এই নিবন্ধে মৃত্তিকা দিয়ে ব্যবহার্য সামগ্রী নির্মাণের শিল্পঘনিষ্ঠ কারিগরি পেশা সম্পর্কে আলোচনা করা হয়েছে। মৃত্তিকা বা মৃত্তিকাসদৃশ উপাদান দিয়ে সৃজনশীল, দৃষ্টিনন্দন শিল্পকর্ম নির্মাণমূলক চারুকলা সম্পর্কে আলোচনার জন্য [[মৃৎশিল্প (চারুকলা)]] নিবন্ধটি দেখুন।}}
 
[[File:Potter at work, Jaura, India.jpg|thumb|একজন কুমার মাটির পাত্র তৈরি করছেন - [[মোরেনা]], ভারত]]
'''মৃৎশিল্প''' হলো বিশেষ এঁটেলমাটি বা [[কাদামাটি]], [[চীনামাটি]] ইত্যাদির সাহায্যে হাড়ি-পাতিল ও বিভিন্ন আসবাবপত্র তৈরি করার শিল্প, যাতে বস্তুগুলো টেকসই ও মজবুত করার জন্য উচ্চ তাপমাত্রায় পোড়ানো হয়। যারা মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করেন তাদেরকে ''কুম্ভকার'' বা চলিত বাংলায় ''কুমার'' এবং যে কর্মশালাতে তারা এগুলি তৈরি করেন তাকে ''কুম্ভশালা'' বা ''কুমারশালা'' বলা হয়। আমেরিকান সোসাইটি ফর টেস্টিং অ্যান্ড ম্যাটেরিয়ালস [[ASTM International|(ASTM)]] কর্তৃক প্রদত্ত মৃৎশিল্পের সংজ্ঞা হল "''কারিগরি, কাঠামোগত এবং পুনপ্রক্রিয়াজাত পণ্য ছাড়া সমস্ত কুম্ভকারের মাটির তৈরি পণ্য, যা কুম্ভকারের মাটি, কাদামাটি ইত্যাদি দিয়ে তৈরি হয়েছে''।"<ref>'Standard Terminology Of Ceramic Whitewares And Related Products.' ASTM C 242–01 (2007.) ''ASTM International''.</ref> [[প্রত্নতত্ত্ব|প্রত্নতত্ত্ববিদ্যায়]], বিশেষ করে [[প্রাচীন যুগ|প্রাচীন]] এবং [[প্রাগৈতিহাসিক যুগ|প্রাগৈতিহাসিক যুগের]] শুধুমাত্র ''পাত্র''-কে মৃৎশিল্পের অন্তর্ভুক্ত করা হয় এবং একই উপাদান দ্বারা তৈরি অন্যান্য গঠনকে [[টেরাকোটা]] বলা হয়। মৃৎশিল্পের কিছু সংজ্ঞা অনুযায়ী উপাদান হিসেবে কাদামাটির ব্যবহার বাধ্যতামূলক।
২২ ⟶ ২৩ নং লাইন:
মৃৎশিল্পের ক্ষেত্রে প্রথমে কাদামাটিকে কাঙ্ক্ষিত রূপ দেয়া হয়। অতঃপর তা ভাটার আগুনে উচ্চ তাপমাত্রায় (৬০০ - ১৬০০°সে) পোড়ানো হয়। এতে বিক্রিয়া ঘটে বস্তুটির কাঠিন্য ও দৃঢ়তা বৃদ্ধি করে স্থায়ী পরিবর্তন সাধন করে। বেশিরভাগ মৃৎশিল্প নিখুঁতভাবে কাজে লাগানো হয়, তবে অনেকগুলি চারুকলামূলক [[মৃৎশিল্প]] হিসাবেও বিবেচনা করা যেতে পারে। পোড়ানোর পূর্বে বা পরেও বস্তুটিতে [[#নকশা ও অলংকার|নকশা]] করা যেতে পারে।
[[File:Clay Pots-BW-IMG 7303.jpg|thumb|right|নেপালে মাটির পাত্র (ঘালিয়া)]]
[[File:Traditional_pottery_of_Bengal.jpg|thumb|right|মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্র, বাংলাদেশ]]
[[File:Niger, Boubon (1), pottery market.jpg|thumb|right|[[নাইজার|নাইজারের]] [[বাউবন|বাউবনে]] মাটির পাত্র]]
==প্রকারভেদ==