হেমন্ত মুখোপাধ্যায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২৬ নং লাইন:
== সঙ্গীতযাত্রা ==
শৈলেশ দাসগুপ্তর সাহায্যে হেমন্তর প্রথম গান করেন ১৯৩৫ সালে। প্রথম গান ''আমার গানেতে এল নবরূপী চিরন্তন'' রেকর্ড করেন। এ গানটি সেরকম জনপ্রিয়তা লাভ করেনি। এরপর ১৯৩৭ সালে তিনি গ্রামোফোন রেকর্ড Columbia লেবেলে ''জানিতে যদি গো তুমি'' ও ''বলো গো বলো মোরে'' গানগুলো করেন। গান দুটো নরেশ ভট্টাচার্যের লেখা ও শৈলেশ দাসগুপ্তর সুর করা। এরপর থেকে প্রতি বছর তিনি গ্রামোফোন কঃ অব ইন্ডিয়ার জন্য গান রেকর্ড করেছেন। ১৯৪০ সালে সঙ্গীতপরিচালক কমল দাসগুপ্ত হেমন্তকে দিয়ে ফাইয়াজ হাস্মির কথায় ''কিতনা দুখ ভুলায়া তুমনে'' ও ''ও প্রীত নিভানেভালি'' গাওয়ান। প্রথম ছায়াছবির গান তিনি গেয়েছেন "নিমাই সন্ন্যাস" ছবির জন্যে।
 
তিনি [[কনরাড রুকস]]- এর ছবি [[সিদ্ধার্থ (১৯৭২-এর চলচিত্র)|সিদ্ধার্থ]] এর সঙ্গীত পরিচালক। প্রায় দেড়শোটি বাংলা ছবিতে সুর দিয়েছেন,গান গেয়েছেন ।
চল্লিশের দশকের মাঝামাঝি সময় থেকে আইপিটিএ-র সঙ্গে যুক্ত। ১৯৫১ সালে তিনি মুম্বাই যাত্রা করেন এবং পঞ্চাশের দশকের মাঝামাঝি থেকেই বলিউডের প্রথম সারীর সঙ্গীত পরিচালক।
 
== জনপ্রিয় গান ==