ডিওন ইব্রাহিম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
আন্তর্জাতিক ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি!
Suvray (আলোচনা | অবদান)
বিতর্কিত ভূমিকা - অনুচ্ছেদ সৃষ্টি!
৯২ নং লাইন:
চার বছরের অধিক সময় জিম্বাবুয়ের নিয়মিত ব্যাটসম্যান হিসেবে খেলতেন। টেস্টে ব্যাটিং উদ্বোধন ও একদিনের ক্রিকেটে মাঝামাঝি অবস্থানে নামতেন। চটপটে মনোভার ও ব্যাটিংয়ে দক্ষ থাকা সত্ত্বেও তিনি নিজেকে সঠিকভাবে মেলে ধরতে পারেননি। তাসত্ত্বেও অত্যন্ত দ্রুতগতিতে উইকেটে রান সংগ্রহে তৎপর ছিলেন ও দক্ষ ফিল্ডারের ভূমিকায় নিজেকে উপস্থাপনায় সচেষ্ট ছিলেন।
 
হিথ স্ট্রিককে বাদ দেয়ার পর [[বয়োজ্যেষ্ঠ ক্রিকেটারদের তালিকা|দলের বয়োজ্যেষ্ঠ]] হন ও সহঃঅধিনায়কের দায়িত্বে ছিলেন। তবে, ২০০৫ সালের শেষদিকে বোর্ড ও খেলোয়াড়দের মধ্যে আর্থিক সংঘাতের কারণে তাকে বেশ চড়া দাম দিতে হয়।
 
২০০৯ সালে জিম্বাবুয়েভিত্তিক বিশেষ প্রাধিকারপ্রাপ্ত দল [[Matabeleland Tuskers|মাতাবেলেল্যান্ড তুস্কার্সের]] পক্ষে খেলার জন্যে চুক্তিবদ্ধ হন। তুস্কার্সের পক্ষে খেলার সুবাদে আবারও তিনি জাতীয় দল নির্বাচকমণ্ডলীর দৃষ্টি আকর্ষণের দিকে এগিয়ে যান। তবে, সাধারণমানের ঘরোয়া ক্রিকেটে খেলা উপস্থাপনে তাকে আর জাতীয় দলে ডাকা হয়নি।
 
২০১১ সালের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ার লীগে শেনলি ভিলেজের পক্ষে খেলেন। ২০১১-১২ ও ২০১২-১৩ মৌসুমের গ্রীষ্মকালে নিউজিল্যান্ডের তারানাকিতে খেলেন।
 
== বিতর্কিত ভূমিকা ==
জেডসি বোর্ডের সাথে নতুন করে চুক্তি না থাকা সত্ত্বেও [[জিম্বাবুয়ে ক্রিকেট|জিম্বাবুয়ে ক্রিকেটের]] সৌজন্যে প্রাপ্ত গাড়ী ব্যবহারের অপরাধে ডিওন ইব্রাহিমকে গ্রেফতার করা হয়। তবে, তার আইনজীবী পুলিশকে বলেন যে, জেডসি ডিওনের অসাধারণ খেলা প্রদর্শন থেকে প্রাপ্ত অর্থ দেয়নি। পরবর্তীতে জানা যায় যে, [[তাতেন্দা তাইবু|তাতেন্দা তাইবুও]] এ মামলার সাথে জড়িত রয়েছেন। উভয়কেই জেডসি $২০০,০০০ করে পরিশোধ করে। তাতেন্দা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান যে, তাকে পূর্ণাঙ্গ অর্থ পরিশোধ না করা পর্যন্ত গাড়িটি ফেরৎ দিবেন না। কিন্তু, জেডসি বোর্ড জানায় যে, ইব্রাহিমের আর্থিক দিকটি ভিন্ন ছিল ও তিনি জেডসি’র নিবন্ধকৃত গাড়ি চালিয়ে গেছেন। এ সমস্যাটির সমাধান হয়নি।<ref>[http://content-aus.cricinfo.com/zimbabwe/content/story/237519.html Cricinfo - Former Zimbabwe players defy board and police<!-- Bot generated title -->]</ref>
 
২০১৮ সালে ক্যান্টারবারির প্রধান কোচ ব্রেন্ডন ডঙ্কার্সের সহকারী হিসেবে ছিলেন তিনি।
১০২ ⟶ ১০৫ নং লাইন:
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা|2}}
 
== আরও দেখুন ==
* [[ডিওন ন্যাশ]]
* [[ডগি মারিলিয়ার]]
* [[বয়োজ্যেষ্ঠ ক্রিকেটারদের তালিকা]]
* [[প্রথম-শ্রেণীর ক্রিকেট দলসমূহের বর্তমান তালিকা]]
* [[আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণকারী পরিবারের তালিকা]]
 
== বহিঃসংযোগ ==