মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহাব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ, সংশোধন, পরিষ্কারকরণ, হালনাগাদ করা হল
সম্পাদনা সারাংশ নেই
২৩ নং লাইন:
|আন্দোলন=সালাফি (সুন্নী)}}
 
'''শাইখুল ইসলাম ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহহাব''' ([[ইংরেজি]]:Muhammad ibn Abd al-Wahhab ({{lang-ar|محمد بن عبد الوهاب}}; ১৭০০ --- ২২ জুন ১৭৯২)<ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://www.alahazrat.net/islam/wahabi-salafi.php |শিরোনাম=Wahabi & Salafi |প্রকাশক=Alahazrat.net |তারিখ= |সংগ্রহের-তারিখ=17 September 2012 |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20120922152420/http://www.alahazrat.net/islam/wahabi-salafi.php |আর্কাইভের-তারিখ=২২ সেপ্টেম্বর ২০১২ |অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref> মধ্য আরবের নাজদের একজন সুন্নী ধর্মীয় নেতা, [[ইমাম]], সমাজ সঙস্কারক এবং ইসলামী পন্ডিত, যিনি একটি ধর্মীয় আন্দোলন প্রবর্তন করেছিলেন যাকেযা বর্তমানে ওহাবীবাদ নামে পরিচিত।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.oxfordislamicstudies.com/article/opr/t125/e916|শিরোনাম=Ibn Abd al-Wahhab, Muhammad - Oxford Islamic Studies Online|ওয়েবসাইট=www.oxfordislamicstudies.com|সংগ্রহের-তারিখ=2020-05-30}}</ref> যদিও তিনি নতুন কোনো মতবাদ প্রচার করেন নি। তবুও বৃটিশ উপনিবেশবাদীরা তাঁর আন্দোলনকে ওহাবী আন্দোলন বলে আখ্যায়িত করে। বর্তমানে যারা [[বেরলভী|ব্রেলভী]] মতের অনুসারী নয়, তাদেরকে [[বেরলভী|ব্রেলভী]] সম্পরদায়েরসম্প্রদায়ের লোকেরা ওহাবী বলে নিন্দা ও সমালোচনা করে থাকে।
 
তিনি ১১১৫ হিজরিতে নজদের উয়াইনাহ শহরে জন্মগ্রহণ করেন। তাঁর দাদা ছিলেন [[হানবালি|হাম্বলী]] [[মাযহাব|মাযহাবের]] প্রসিদ্ধ ফকীহ ও বিচারক। তিনি বাল্যকালে তাঁর পিতা আব্দুল ওয়াহহাব বিন সুলাইমানের কাছে ধর্মীয় শিক্ষা পান। দশ বছর বয়সে সমগ্র কুরআন মুখস্ত করেন। অতঃপর তাফসীর ও হাদীস চর্চায় লিপ্ত হন। মদীনার আলেমদের নিকট ইসলামের নানা বিষয়ে জ্ঞান অর্জন করেন। মক্কা-মদীনায় তিনি বিখ্যাত আলিম আব্দুল্লাহ বিন ইবরাহীম ও ভারতবর্ষের আলিম আব্দুল ওয়াহহাব হায়াতের কাছে জ্ঞান অর্জন করেন।