মুর্শিদাবাদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
Pratik89Roy (আলোচনা | অবদান)
৪৪ নং লাইন:
 
'''মুর্শিদাবাদ''' একটি বাংলা,বিহার, উড়িষ্যার প্রাক্তন রাজধানী। যার প্রতিষ্ঠাতা [[মুর্শিদকুলি খাঁ]]।এবং [[ভারত|ভারতের]] [[পশ্চিমবঙ্গ]] রাজ্যের [[মুর্শিদাবাদ জেলা|মুর্শিদাবাদ]] জেলার একটি শহর ও পৌরসভা এলাকা।
 
==ইতিহাস==
মুর্শিদাবাদের আগের নাম ছিল মুখসুসাবাদ, লোকে বলতো মুখসুদাবাদ। তারও অাগে নাম ছিল সৈদাবাদ। [[আইন-ই-আকবরি]]-তে উল্লেখ আছে- মখসুস খাঁ নামে একজন ওমরাহ ছিলেন দিল্লীর বাদশা আকবরের অধীনে রাজমহলের ফৌজদার। তাঁর ভাই সৈয়দ খাঁ ছিলেন আকবরের অধীনে বাংলার সুবাদার (১৫৮৭- ১৫৯৫সাল)। সুবাদার সৈয়দ খাঁর নাম থেকে সৈদাবাদ হয়েছিল। সয়েরউল-মুতাক্ষরীণ এ উল্লেখ আছে তারও আগে নাম ছিল কুলাডিয়া।
 
মখসুস খাঁ পর্তুগীজদের বাংলা থেকে তাড়ানোর জন্য সৈন্য নিয়ে আসেন। ষোলো শতকের শেষ দশকসমূহে বাংলা এবং বিহারে দায়িত্ব পালন করেন মখসুস খাঁ। তিনি একটি বিশ্রামাগার নির্মাণ করেন এবং দোকান দ্বারা একে ঘিরে রাখেন। স্থানটি তাঁর নামানুসারে মুখসুসাবাদ বা মুখসুদাবাদ নামে পরিচিত হয়।
 
১৭০৪ সালে নবাব [[মুর্শিদকুলি খাঁ]] রাজস্ব আদায় কেন্দ্র ঢাকা থেকে স্থানান্তরিত করেন মুখসুদাবাদে। তারপর দিল্লীর সম্রাট [[আওরঙ্গজেব।ঔরঙ্গজেবের]] অনুমতি পেয়ে নিজের নামে মুখসুদাবাদের নাম পরিবর্তন করে রাখেন মুর্শিদাবাদ।মুর্শিদাবাদ বাংলা বিহার ওড়িষার রাজধানী ছিল। <ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=মুর্শিদাবাদ নামকরণ‬ |ইউআরএল=http://www.historicalmurshidabad.com/2016/05/murshidabad-name_3.html}}</ref>
 
== ভৌগোলিক উপাত্ত ==
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল {{coor d|24.18|N|88.27|E|}}।<ref name="geoloc">{{ওয়েব উদ্ধৃতি | সংগ্রহের-তারিখ = জুলাই ১৬, ২০১২ | ইউআরএল = http://www.fallingrain.com/world/IN/28/Murshidabad.html | শিরোনাম = Murshidabad | কর্ম = Falling Rain Genomics, Inc}}</ref> সমূদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ১২[[মিটার]] (৩৯[[ফুট]])।
 
== উল্লেখযোগ্য ব্যক্তি ==