ব্যাংক হিসাব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
খুবই রুক্ষ অনুবাদ করে নিবন্ধ করা হয়েছে।
সংশোধন, সম্প্রসারণ, তথ্যসূত্র যোগ/সংশোধন
১ নং লাইন:
{{অসম্পূর্ণ}}
{{ব্যাংকিং}}[[File:1967 Midland Bank letter on electronic data processing.JPG|250px|thumb|[[মিডল্যান্ড ব্যাংক]] থেকে একজন গ্রাহকের কাছে চিঠি, বৈদ্যুতিন ডেটা প্রসেসিংয়ের বিষয়ে এবং বর্তমান অ্যাকাউন্টগুলির অ্যাকাউন্ট নম্বরগুলিতে তাদের অবহিত করা]]
'''ব্যাংক হিসাব''' একটি [[ব্যাংক]] দ্বারা পরিচালিত ব্যাংকগ্রহকের নামে একটি আর্থিক হিসাব, যেটি ব্যবহার করে গ্রাহক টাকা জমা ও উত্তোলনসহ অন্যান্য ব্যাংকিং পরিষেবা নিতে পারে। ব্যাংক হিসাব বিভিন্ন ধরণের হয়ে থাকে। বহুল ব্যবহৃত ব্যাংক হিসেবের মধ্যে রয়েছে আমানত হিসাব, [[সঞ্চয়ী হিসাব|সঞ্চয়ী হিসাব]], [[চলতি হিসাব]], ঋণ হিসাব এবং [[ক্রেডিট কার্ড]] হিসাব ইত্যাদি। ব্যাংক হিসেবে গ্রাহকের যাবতীয় লেনদেন লিপিবদ্ধ থাকে যা প্রতিবেদন আকারে গ্রাহককে প্রদান করা হয়।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.thebalance.com/types-of-bank-accounts-315458|শিরোনাম=ব্যাংক হিসাবের প্রকারভেদ|শেষাংশ=|প্রথমাংশ=|তারিখ=|ওয়েবসাইট=দ্যা ব্যালেন্স|ভাষা=en|আর্কাইভের-ইউআরএল=|আর্কাইভের-তারিখ=|ইউআরএল-অবস্থা=কার্যকর|সংগ্রহের-তারিখ=2020-06-03}}</ref>
'''ব্যাংক হিসাব''' একটি [[ব্যাংক]] দ্বারা পরিচালিত একটি আর্থিক হিসাব। একটি ব্যাংক হিসাব কোন ডিপোজিট অ্যাকাউন্ট, কোন [[ক্রেডিট কার্ড]] অ্যাকাউন্ট, একটি [[চলতি হিসাব|বর্তমান অ্যাকাউন্ট]] বা কোনও আর্থিক প্রতিষ্ঠানের দ্বারা প্রদত্ত অ্যাকাউন্ট বা অন্য কোন ধরনের অ্যাকাউন্ট হতে পারে। এটি গ্রাহক যে আর্থিক তহবিলকে অর্পিত নিয়েছেন তা প্রতিনিধিত্ব করে। ব্যাংক নির্দিষ্ট সময়ের মধ্যে একটি ব্যাংক হিসাবে যে আর্থিক লেনদেন হয়েছে তার একটি ব্যাংক স্টেটমেন্টে গ্রাহককে জানায়।
 
প্রতিটি দেশের ব্যাংক হিসাবসমুহ পরিচালনা পদ্ধতি উক্ত দেশের [[কেন্দ্রীয় ব্যাংক|কেন্দ্রীয় ব্যাংক]] বা আর্থিক কর্তৃপক্ষ আইন দ্বারা নির্দিষ্ট করে দেয়। এছাড়াও প্রতিটি ব্যাংক প্রচলিত আইনের আলোকে ব্যাংক হিসাব পরিচালনা বিষয়ক নিজস্ব নীতিমালা প্রণয়ন করে থাকে। কারা কোন হিসাব খুলতে পারবে, হিসাব খোলার এবং পরিচালনা পদ্ধতি নির্দিষ্ট আইন ও ব্যাংক নীতিমালা দ্বারা নির্ধারিত থাকে। বেশিরভাগ দেশে ব্যাংক হিসাব খোলার জন্য সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হয়। তবে কয়েকটি দেশে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সর্বনিম্ন বয়স ১৬ বছর ধার্য করা আছে। বাংলাদেশে সাধারণ ব্যাংক হিসাব খুলতে গ্রাহকের বয়স ১৮ বছর হতে হয়। তবে বিশেষ ক্ষেত্রে, যেমন- শিক্ষার্থীদের জন্য হিসাব<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.ittefaq.com.bd/economy/102293/ব্যাংক-হিসাব-খোলার-প্রক্রিয়া-সহজ-হচ্ছে|শিরোনাম=ব্যাংক হিসাব খোলার প্রক্রিয়া সহজ হচ্ছে {{!}} অর্থনীতি|শেষাংশ=|প্রথমাংশ=|তারিখ=|ওয়েবসাইট=দৈনিক ইত্তেফাক|আর্কাইভের-ইউআরএল=|আর্কাইভের-তারিখ=|ইউআরএল-অবস্থা=কার্যকর|সংগ্রহের-তারিখ=2020-06-03}}</ref>, গ্রাহকের বয়স ১৮ বছর হওয়ার বাধ্যবাধকতা নাই। তবে সেক্ষেত্রে অবিভাবকের সাহায্য প্রয়োজন হয়।
প্রতিটি দেশের আইনগুলি ব্যাংক হিসাবগুলি কীভাবে খোলা এবং পরিচালিত হতে পারে নির্দিষ্ট করে। কারা কোন অ্যাকাউন্ট খুলতে পারে সেটা দেশটি নির্দিষ্ট করে দিতে পারে। বেশিরভাগ দেশে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য সর্বনিম্ন বয়স ১৮ বছর। তবে কয়েকটি দেশে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সর্বনিম্ন বয়স ১৬ বছর। বাংলাদেশে গ্রাহকের বয়স ১৮ বছর না হলেও কিছু ব্যাংক শিক্ষার্থীদের জন্য এই সুবিধা দিয়ে থাকে। তবে সেক্ষেত্রে অবিভাবকের সাহায্য প্রয়োজন হয়। <ref>https://www.bankingnewsbd.com/how-to-open-student-savings-account</ref>
 
== হিসাব কাঠামো ==
সাধারণত সকল ধরণের আমানত হিসাবের জের সর্বদা ক্রেডিট বা ধনাত্মক থাকে।এক্ষেত্রে গ্রহকের টাকা ব্যাংকে জমা থাকে অর্থাৎ ব্যাংক গ্রাহকের কাছে ঋণী থাকে। অন্যদিকে ঋণ হিসাবের ক্ষেত্রে জের ডেবিট বা ঋণাত্মক থাকে। এক্ষেত্রে ব্যাংক গ্রহককে টাকা ঋণ বা ধার দেয় অর্থাৎ গ্রাহক ব্যাংকের কাছে ঋণী থাকে। তবে ক্রেডিট কার্ড হিসাবে জের ডেবিট, ক্রেডিট বা শূন্যও হতে পারে।
যখন আর্থিক প্রতিষ্ঠানটি গ্রাহকের কাছে অর্থ ঋণী থাকে তখন ব্যাংক অ্যাকাউন্টগুলির একটি ইতিবাচক বা ''[[ক্রেডিট]]'' ব্যালেন্স থাকতে পারে অথবা কোন নেতিবাচক বা ''[[বাকি এবং ক্রেডিট|ডেবিট]]'' ব্যালেন্স থাকতে পারে। যখন গ্রাহক আর্থিক প্রতিষ্ঠানের অর্থ পাওনা থাকে। <ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.businessdictionary.com/definition/debit-balance.html|শিরোনাম=What is debit balance? definition and meaning|তারিখ=|প্রকাশক=Businessdictionary.com|সংগ্রহের-তারিখ=2013-12-17}}</ref>
 
== হিসাবের প্রকারভেদ ==
সুস্পষ্টভাবে, ক্রেডিট ব্যালেন্স ধরে রাখার উদ্দেশ্য নিয়ে খোলা অ্যাকাউন্টগুলিকে [[জমানো হিসাব|ডিপোজিট অ্যাকাউন্ট]] হিসাবে উল্লেখ করা হয়, যেখানে ডেবিট ব্যালেন্স ধরে রাখার উদ্দেশ্য নিয়ে খোলা [[অ্যাকাউন্ট|অ্যাকাউন্টগুলি ঋণ অ্যাকাউন্ট]] হিসাবে বিবেচিত হয়। কিছু অ্যাকাউন্ট ক্রেডিট এবং ডেবিট ব্যালেন্সের মধ্যে স্যুইচ করতে পারে।
বিভিন্ন দেশে ব্যাংকভেদে বিভিন্ন প্রকারের ব্যাংক হিসাব দেখা যায়। বিশ্বের বিভিন্ন দেশে বহুল ব্যবহৃত কিছু ব্যাংক হিসেবের ধরণ নিচে উল্লেখ করা হলঃ
 
** লোনআমানত হিসাব
সমস্ত আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন অ্যাকাউন্টের জন্য তাদের নিজস্ব নাম রয়েছে যা তারা গ্রাহকদের জন্য রেখে থাকে। যেমন,
***[[চলতি হিসাব]]
**[[সঞ্চয়ী হিসাব|সঞ্চয়ী হিসাব]]
**স্থায়ী আমানত হিসাব
** যৌথঋণ/লোন হিসাব
**কর্পোরেট লোন
**রিটেইল লোন
**বাড়ি নির্মাণ লোন
**গাড়ি লোন
**ক্রেডিট কার্ড ইত্যাদি
 
== হিসাব খোলা ও পরিচালনা পদ্ধতি ==
* [[ডিপোজিট অ্যাকাউন্ট|ডিপোজিট হিসাব]]
প্রতিটি ব্যাংক প্রচলিত আইনের আলোকে ব্যাংক হিসাব পরিচালনা বিষয়ক নিজস্ব নীতিমালা প্রণয়ন করে থাকে। সাধারণত ব্যাংকগুলো হিসাব খোলার জন্য গ্রাহককে একটা মুদ্রিত বা অনলাইন ফরম<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.prothomalo.com/economy/article/1621106/%E0%A7%AB-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9F%E0%A7%87%E0%A6%87-%E0%A6%96%E0%A7%81%E0%A6%B2%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95-%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC|শিরোনাম=৫ মিনিটেই খুলবে ব্যাংক হিসাব|ওয়েবসাইট=প্রথম আলো|ভাষা=bn|সংগ্রহের-তারিখ=2020-06-03}}</ref> সরবারহ করে থাকে যেখানে কিছু শর্তাবলী যুক্ত থাকে। কোন গ্রাহক উক্ত ফরম সঠিকভাবে পূরণ করে হিসাব খোলার জন্য ব্যাংকে জমা দেয় এবং ব্যাংক সেই ফরম ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে যদি সন্তুষ্ট হন, তবে গ্রাহকের নামে একটি ব্যাংক হিসাব খুলে দেন। এক্ষেত্রে ব্যাংক এবং গ্রাহক উভয়পক্ষ একটা চুক্তিতে আবদ্ধ হয়। গ্রাহক ব্যাংক হিসাব পরিচালনা সংক্রান্ত ঘোষণা দেয় এবং ব্যাংক প্রচলিত আইনের আলোকে হিসাব পরিচালনার অনুমোদন দেয়। সাধারণত, ব্যক্তি হিসাব গ্রাহক নিজেই পরিচালনা করে এবং প্রতিষ্ঠানের হিসাব প্রতিষ্ঠানের পক্ষে মালিক বা মালিকের প্রতিনিধি অথবা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিচালনা করে থাকে।
**[[লেনদেন অ্যাকাউন্ট|লেনদেন হিসাব]]
***[[চেকিং অ্যাকাউন্ট|চেকিং হিসাব]]
***[[চলতি হিসাব]]
** [[ব্যক্তিগত অ্যাকাউন্ট|ব্যক্তিগত হিসাব]]
** [[লেনদেন ডিপোজিট]]
*[[সঞ্চয়ী হিসাব|সঞ্চয়ী হিসাব]]
**[[সতন্ত্র সঞ্চয় অ্যাকাউন্ট|সতন্ত্র (যুক্তরাজ্য)]]
**[[টাইম ডিপোজিট]]{{\}}[[ফিক্সড ডিপোজিট]]
***[[সার্টিফিকেট অফ ডিপোজিট|সার্টিফিকেট অফ ডিপোজিট (যুক্তরাষ্ট্র)]]
* অন্যান্য
** লোন হিসাব
** যৌথ হিসাব
 
== হিসাব হ্যাক হলে করণীয় ==
তথ্য প্রযুক্তির এই যুগে কিছু অসাধু ব্যক্তি ব্যাংক হিসাব থেকে টাকা চুরি বা অন্যকোন অসৎ উদ্দেশ্যে ব্যাংক হিসাব হ্যাক করে থাকে। বর্তমানে প্রায় প্রতিনিয়তই ব্যাংক হিসাব হ্যাকিং-এর ঘটনা ঘটছে। এজন্য, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ও ব্যাংকিং বিশ্লেষকরা নিন্মক্ত পরামর্শগুলি অনুসরণ করতে বলেন-<ref>{{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল=https://www.bbc.com/bengali/news-45223015|শিরোনাম=ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকিং হলে গ্রাহক কী করবেন?|শেষাংশ=হোসেন|প্রথমাংশ=আকবর|তারিখ=2018-08-17|কর্ম=BBC News বাংলা|সংগ্রহের-তারিখ=2020-06-03|ভাষা=bn}}</ref>
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা ও ব্যাংকিং বিশ্লেষকরা পরামর্শ দেন-
# গ্রাহক যদি লক্ষ্য করেন যে তাঁর ব্যাংক হিসাব থেকে তার অজান্তে টাকা তুলে নেয়া হচ্ছে বা হয়েছে তাহলে তাৎক্ষনিকভাবে সেটি ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।হবে;
# হিসাবে টাকা লেনদেন হলে সাধারণত গ্রাহকের মোবাইলে দ্রুত একটি বার্তা আসে। এতে যদি দেখা যায় যে গ্রাহক লেনদেন না করলেও টাকা উত্তোলনের বার্তা এসেছে তাহলে তাৎক্ষনিকভাবে ব্যাংক কর্তৃপক্ষকে জানাতে হবে।হবে;
# ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি আমলে না নিলে দ্রুত বাংলাদেশ[[কেন্দ্রীয় ব্যাংকেব্যাংক|কেন্দ্রীয় অভিযোগব্যাংক]] করাবা যেতেযথাযথ পারে।কর্তৃপক্ষকে জানাতে হবে;
#গ্রাহকের ডেবিট কার্ড এবং ক্রেটিড কার্ড-এর পাসওয়ার্ড সর্বোচ্চ সতর্কতা এবং গোপনীয়তার সাথে রাখতে হবে। নিজের দোষে হ্যাকিং-এর শিকার হলে ব্যাঙ্কব্যাংক তার দায়ভার নিবে না।না;
#ফেসবুক বা ইমেইলে অপরিচিত কোন ব্যক্তির পাঠানো অ্যাটাচমেন্ট ক্লিক না করাই উত্তম। এতে গ্রাহকের মোবাইল ফোন সেট কিংবা কম্পিউটার ক্ষতিগ্রস্ত হতে পারে এবং হ্যাকাররা সেটির নিয়ন্ত্রণ নিতে পারে। <ref>https://www.bbc.com/bengali/news-45223015</ref>
#গ্রাহক অভিযোগের ভিত্তিতে ব্যাংক তৎক্ষণাৎ ব্যাংক হিসাবের সুরক্ষা ও নিরাপত্তা নিচ্চিত করবে।
সর্বোপরি, হ্যাকিং থেকে নিরাপদ থাকতে হলে ব্যাংকগুলোকে যেমন সতর্ক থাকতে হবে তেমনি গ্রাহকদেরও সচেতন থাকতে হবে।
 
==তথ্যসূত্র==