সাদ জগলুল ফারুক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্যসূত্র সংশোধন
Joybd27 (আলোচনা | অবদান)
২২ নং লাইন:
 
== জন্ম ও প্রাথমিক জীবন ==
সাদ জগলুল ফারুক [[ভোলা জেলা|ভোলা জেলার]] [[চরফ্যাশন উপজেলা|চরফ্যাশনে]] জন্মগ্রহণ করেছেন।<ref name=":0" /> ১৮ শতকে তার বাবা মরহুম মৌলানা নাসির আহমেদ খান, ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকত্তর ডিগ্রি অর্জ্ন করেন, সেখানে অধ্য়ায়নরত অব্স্থায় দুবার স্বর্ন পদক পান। গান্ধীর সময়ে কলকাতায় কংগ্রেস সদস্য ছিলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে (১৯০৫) সক্রিয় অগ্রগামি ছিলেন।ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ভুমিকা পালন করেন,তত্কালীন সময়ে ব্রিটিশদের বিবাদে জড়িয়ে একটি পদক পানিতে ফেলে দেন, তিনি কলকাতার আলিয়া মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট ছিলেন। পরে ব্রিটিশদের সাথে বিরোধ দেখা দিলে মাদ্রাসার কিছু অংশ দেশভাগের (১৯৪৭) সময় ঢাকায় স্থানান্তরিত করা হয়।
সাদ জগলুল ফারুক [[ভোলা জেলা|ভোলা জেলার]] [[চরফ্যাশন উপজেলা|চরফ্যাশনে]] জন্মগ্রহণ করেছেন।<ref name=":0" />
 
তাঁর পুর্বপুরুষ ছিলেন পারস্য় (Persian) বনিক, ব্যাবসা বানিজ্য় আর শিক্খা প্রসারের জন্য় বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াতেন। দাদা ছিলেন একজন স্কলার ও উলামা মরহুম ফাইজুল আহমেদ খান। ১৭ শতকে তিনি সুদুর পারস্য (Persian) থেকে এসেছিলেন খাইবার উপত্যকা হয়ে, তত্কালীন ভারত বর্ষে ব্যাবসা, বানিজ্য আর শিক্ষার আলো পৌছিয়ে দিতে।
 
সাদ জগলুল ফারুক ছিলেন স্বনামধন্য় ব্যাক্তিত্ব, সাভার বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিসঠাতা প্রিন্সিপ্যাল। ১৯৭৭ সালের আগস্টে, তৎকালীন নাইজেরিয়ার রাজধানী লাগোস-এ বিশ্ব শিক্ষক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন।
 
== রাজনৈতিক জীবন ==