মুহাম্মদ ইবনে রুশায়দ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ferdous (আলোচনা | অবদান)
Ferdous (আলোচনা | অবদান)
{{উৎসহীন}} ট্যাগ যোগ করা হয়েছে (টুইং)
১ নং লাইন:
{{উৎসহীন|date=জুন ২০২০}}
'''''মুহিব্ব আল-দিন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে উমর ইবনে রুশায়দ আল-ফিহরি আল-সাবতি''''' (১২৫৯ - ১৩২১, আরবি: ابن رشيد الفهري، أبو عبد الله محمد بن عمر ) একাধারে একজন বিচারক, লেখক ও <i>হাদিস</i> এর পন্ডিত। তিনি উত্তর আফ্রিকার সিউটাতে জন্মগ্রহণ করেন; বর্তমানে এটি স্পেনের অংশ। ১২৮৪ সালে তিন বছরের জন্য মধ্যপ্রাচ্যে যান, এসময়টাতে হজ্জ্ব আদায়ের পাশাপাশি অধ্যয়ন করেন। এসময় ইবনে আল-হাকিমের এক নিমন্ত্রণসভায় গ্রানাদার ভবিষ্যৎ উজির ইবনে আল-হাকিম আল-রুনদীর সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে। তিনি ১২৯২ অথবা ১২৯৩ সালে গ্রানাদায় আসেন, এখানে প্রথমে ইমাম এবং পরে বিচারক পদে নিযুক্ত হোন। ১৩০৯ সালে উজিরকে হত্যা করা হলে তিনি মারিনিদ প্রদেশে চলে আসেন, সেখানে মারাকেশে ইমাম হিসেবে যোগ দেন। পরবর্তীতে তিনি সুলতান দ্বিতীয় আবু সায়্যিদ উসমান আস্থাভাজন ও ঘনিষ্ঠ উপদেষ্টা হয়ে উঠেন। তিনি ফেব্রুয়ারি, ১৩২১ তে ফেজে মৃত্যুবরণ করেন। জীবদ্দশায় যেমন তিনি সম্মানিত ছিলেন, তেমনি মৃত্যুর পরও ইতিহাস তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে। তিনি হাদিস, সাহিত্য ও ভ্রমণসহ নানা বিচিত্র বিষয়ে তিনি লেখালেখি করেছেন।