বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
→‎মে 2020: সফল
২৪ নং লাইন:
আপনাকে সম্পাদনা করা থেকে '''[[উইকিপিডিয়া:বাধাদান নীতি|অনির্দিষ্টকালের জন্য]]''' '''[[উইকিপিডিয়া:বাধাদান নীতি|বাধাদান]]''' করা হয়েছে কারণ আপনি [[WP:ধ্বংসাত্মক সম্পাদনা|সম্পাদনা অধিকারের অপব্যবহার করেছেন]]। আপনি যদি মনে করেন যে আপনার কাছে এই বাধা তুলে নেওয়ার জন্য ভালো কারণ রয়েছে, তাহলে আপনি আপনার আলাপ পাতায় এই লেখা যোগ করে বাধা তুলে নেওয়ার জন্য আবেদন করতে পারেন: <!-- আপনার পাতায় লেখাটি যেভাবে প্রদর্শিত হচ্ছে সেভাবে অনুলিপি করুন, এই সম্পাদনা এলাকায় যেভাবে প্রদর্শিত হচ্ছে সেভাবে নয়। "tlx|" কোড অন্তর্ভুক্ত করবেন না। -->{{tlx|বাধা অপসারণ|2=কারণ=''এখানে আপনার যুক্তি লিখুন &#126;&#126;&#126;&#126;''}}।&nbsp;'''[[ব্যবহারকারী:NahidSultan|~ যুদ্ধমন্ত্রী]] <sup>[[ব্যবহারকারী আলাপ:NahidSultan|আলাপ]]</sup>''' ১৫:৩২, ৩১ মে ২০২০ (ইউটিসি)</div><!-- Template:uw-blockindef -->
 
{{বাধা অপসারণ পর্যালোচিত |কারণ 1=নাহিদ সুলতান ভাই, আমি একাধিক অ্যাকাউন্ট তৈরি করেছিলাম, তা আমি স্বীকার করি। কমন্সউইকিতে প্রথমবার ব্লকড হওয়ার পর আমি না বুঝে একাধিক একাউন্ট তৈরি করেছিলাম এবং সক-পাপেটিং কি তা আমি একদমই জানতাম না তখন, কেননা ২০১৮-তে আমি উইকিতে যোগদান করলেও সক্রিয় আছি কিছুদিন যাবৎ। কিন্তু আমি এই কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইমেইলের মাধ্যমে ফেরদৌস ভাই এবং আফতাব ভাইকে অনেক পূর্বেই জানিয়েছিলাম। উনারা আমাকে পরামর্শ দিয়েছিলেন যেন আমি অ্যাকাউন্টগুলি মূল পাতায় পুনর্নির্দেশ করে রাখি। কিন্তু অনেকের একাধিক অ্যাকাউন্ট নিয়ে বাঁধাপ্রাপ্ত হওয়ার ঘটনাগুলি দেখার পর আমার মনে ভয় ঢুকে যায়, কেননা বলতে গেলে উইকিপিডিয়ার সাথে বর্তমানে একদম মিশে গেছি আমি, তাই ঝামেলা না করতে নিজে নিজেই সিদ্ধান্ত নিয়ে একাধিক অ্যাকাউন্টগুলি থেকে ইমেইলগুলি সরিয়ে ব্যবহারকারী পাতাগুলি অপসারণের আবেদন জানিয়ে বেরিয়ে পড়ি, যেন আগামীতে সেগুলো আর বাঁধা না হয়ে দাঁড়ায়। এমনকি নাম পরিবর্তনের আবেদন পাতাতেও আমি স্বীকার গিয়েছিলাম যে ভুলবশত আমি অ্যাকাউন্টটি তৈরি করেছিলাম। তবে আমি কখনোই ধ্বংসপ্রবণতামূলক কিছু চালাইনি, সবসময় চেষ্টা করেছি অবদান রাখতে। অনুগ্রহ করে আমার পূর্বের ভুল ক্ষমা করে দিন এবং আগামীতে উইকির সাথে যুক্ত থাকার সুযোগ দিন। '''[[ব্যবহারকারী:Nahian~bnwiki|<span style="color:#1f456e;"> ~ নাহিয়ান</span>]] <sup>[[ব্যবহারকারী আলাপ:Nahian~bnwiki|<span style="color:#581845;">আলাপ</span>]]</sup>''' ১৬:৫৩, ৩১ মে ২০২০ (ইউটিসি) | accept = বিস্তারিত বলার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি [[:বিশেষ:পার্থক্য/4277854|এখানে]] Anmunforever নাম থেকে Cyborg71 নামে পরিবর্তনের অনুরোধ করেছিলেন যা {{ping|Moheen}} ভাই গ্রহণও করেছেন স্থানীয় উইকিতে ও অন্য একটি উইকিতে বাধাপ্রাপ্ত অবস্থায়ও (যা সঠিক হয়নি)! যাইহোক, সেখানে আপনি Anmunforever নামেই লগ-ইন করে অনুরোধটি করেছেন এবং সেখানে অন্য অ্যাকাউন্টের নামও উল্লেখ করেননি। এসব ক্ষেত্রে দেখা যায় দীর্ঘমেয়াদী অপব্যবহারকারীরা তাদের বিভিন্ন অ্যাকাউন্ট যাতে ধরা না পরে সেজন্য এভাবে নাম পরিবর্তনের আবেদন করেন। আপনি অ্যাকাউন্ট অপরটি না ব্যবহার করলে শুধুমাত্র পুনর্নির্দেশ করে সারাংশে কারণ লিখে দিলেই হয়ে যেতো অথবা উক্ত অ্যাকাউন্টের পাতায় আপনার মূল অ্যাকাউন্টটির নাম ঘোষণা দিলেই হয়ে যেত। কিন্তু সেটি না করে আপনি কমন্সে মূল Nahian অ্যাকাউন্টে বাধাপ্রাপ্ত অবস্থায় অপর অ্যাকাউন্ট ব্যবহার করেছেন, অপর অ্যাকাউন্ট থেকে এই উইকিতে সম্পাদনা করেছেন। এগুলো আপনি উপরে বলার পর আমি উল্লেখ করলাম কারণ এখানে যাতে পরিষ্কার একটি নথি থাকে। একইসাথে কমন্সে অবদান রাখতে আবার নতুন করে আরেকটি অ্যাকাউন্ট না খোলার পরামর্শ দেব। কারণ কোথাও বাধাপ্রাপ্ত হলে হয় সেই বাধা দূর করার চেষ্টা করতে হয় না হলে ওই প্রকল্পে অবদান রাখা বন্ধ করতে হয়। যদি মনে করেন যে, মূল অ্যাকাউন্টতো বাধাপ্রাপ্ত ওখানে সেক্ষেত্রে নতুন আরেকটি অ্যাকাউন্ট দিয়ে শুধু ওখানে অবদান রাখি, সেটাও কিন্তু নিয়মবিরুদ্ধ। আপনার উইকিতে অবদান রাখার মানসিকতাকে সম্মান জানাই এবং আপনার জন্য শুভ কামনা। আমি অন্যগুলো বাদে শুধুমাত্র মূল অ্যাকাউন্টের বাধা অপসারণ করে দিচ্ছি। ধন্যবাদ। '''[[ব্যবহারকারী:NahidSultan|~ যুদ্ধমন্ত্রী]] <sup>[[ব্যবহারকারী আলাপ:NahidSultan|আলাপ]]</sup>''' ২০:০১, ৩১ মে ২০২০ (ইউটিসি)}}
:হ্যাঁ, আমাকে মাসখানেক আগে জানিয়েছে। আবার কিছুদিন আগেও জানিয়েছে। তখন আমি পরামর্শ দেই, যেহেতু উইকির অ্যাকাউন্ট ডাটাবেজ থেকে মোছা যায় না, তাই অতিরিক্ত অ্যাকাউন্ট মূল অ্যাকাউন্টে পুনর্নির্দেশ দিতে। --[[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান|আলাপ]]) ১৯:১৪, ৩১ মে ২০২০ (ইউটিসি)
 
::আফতাব ভাইকে উইকিপিডিয়ায় আলাপ পাতা ব্যবহার না করে ইমেইলে জানিয়েছিলাম, কেননা আমার মনে সংশয় আর দুশ্চিন্তা কাজ করছিল। তবে আগামীতে যে কোনো বিষয়ে আলোচনা করতে উইকি আলাপ পাতায় বার্তা প্রেরণ করবো এবং বাকি অ্যাকাউন্টগুলিতে কখনো লগ-ইন করবোনা/লগ-ইনের চেষ্টা করবোনা। '''[[ব্যবহারকারী:Nahian~bnwiki|<span style="color:#1f456e;"> ~ নাহিয়ান</span>]] <sup>[[ব্যবহারকারী আলাপ:Nahian~bnwiki|<span style="color:#581845;">আলাপ</span>]]</sup>''' ১৯:১৯, ৩১ মে ২০২০ (ইউটিসি)