ডন আমিচি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
প্রারম্ভিক জীবন
কর্মজীবন
২৭ নং লাইন:
}}
 
'''ডন আমিচি''' (জন্ম: '''ডমিনিক ফেলিক্স আমিচি''', ৩১ মে ১৯০৮ - ৬ ডিসেম্বর ১৯৯৩)<ref>"Ameche, Don". Who Was Who in America, 1993–1996, vol. 11. New Providence, N.J.: Marquis Who's Who. 1996. p. 5. ISBN 0-8379-0225-8.</ref> ছিলেন একজন মার্কিন অভিনেতা ও কৌতুকাভিনেতা। তিনি বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান, স্টক কোম্পানি ও ভডেভিলে কাজ করার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। ১৯৩০-এর দশকের শুরুর দিকে তিনি বেতারের অন্যতম শীর্ষ তারকা ছিলেন। বেতারে তার কাজের খ্যাতি তাকে চলচ্চিত্রে কাজের সুযোগ করে দেয় এবং ১৯৩৫ সালে তিনি [[টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স|টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সের]] সাথে চুক্তিবদ্ধ হন। ১৪ বছরের চলচ্চিত্র জীবনে তিনি ৪০টি হাস্যরসাত্মক, নাট্যধর্মী ও সঙ্গীতধর্মী চলচ্চিত্রে কাজ করেন। ১৯৫০-এর দশকের তিনি ব্রডওয়ে মঞ্চে ও টেলিভিশনে কাজ শুরু করেন। ১৯৬১ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত তিনি [[এনবিসি]]র ইন্টারন্যাশনাল শোটাইমের উপস্থাপক হিসেবে পরিচিত লাভ করেন। তিনি পুনরায় চলচ্চিত্রে ফিরে আসেন এবং ''ককুন'' (১৯৮৫) চলচ্চিত্রে অভিনয় করে [[শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার]] অর্জন করেন।<ref name="শিকাগো-১৯৯৩">{{সংবাদ উদ্ধৃতি|শেষাংশ=হেইস|প্রথমাংশ=কেনান|ইউআরএল=http://articles.chicagotribune.com/1993-12-08/news/9312080183_1_mr-ameche-international-showtime-silk-stockings|শিরোনাম=Oscar-winning Actor Don Ameche, 85|কর্ম=[[শিকাগো ট্রিবিউন]]|ভাষা=ইংরেজি|তারিখ=৮ ডিসেম্বর ১৯৯৩|সংগ্রহের-তারিখ=৩১ মে ২০১৮}}</ref>
 
==প্রারম্ভিক জীবন==
ডন আমিচি ১৯০৮ সালের ৩১শে মে [[উইসকনসিন]]ে কেনোশায় জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ডোমিনিক ফেলিক্স আমিচি। তার পিতা ফেলিস আমিচি ছিলেন একজন একজন বারটেন্ডার। তিনি [[ইতালি]]র মার্শের আসকোলি পিচেনোর মন্তেমোনাকো থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। তার মাতা বারবারা এটা হার্টেল স্কটিশ, আইরিশ ও জার্মান বংশোদ্ভূত।<ref>{{cite web|url=https://books.google.com/books?id=lslBAQAAIAAJ&q=barbara+Hertle+ameche|title=Who's who in the Theatre|first=জন |last=পার্কার |publisher=পিটম্যান |accessdate=৩১ মে ২০২০ |lang=en |via=গুগল বুকস}}</ref><ref>{{cite news|url=https://www.nytimes.com/1993/12/08/obituaries/don-ameche-is-dead-at-85-oscar-winner-for-cocoon.html |work=[[দ্য নিউ ইয়র্ক টাইমস]] |first=পিটার বি. |last=ফ্লিন্ট |title=Don Ameche Is Dead at 85; Oscar Winner for 'Cocoon' |date=৮ ডিসেম্বর ১৯৯৩ |accessdate=৩১ মে ২০২০ |lang=en}}</ref><ref>{{cite web |url=http://www.happeningsmag.com/kcms/modules/news/article.php?storyid=4 |title=Archived copy |accessdate=৩১ মে ২০২০ |lang=en |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20120718050911/http://www.happeningsmag.com/kcms/modules/news/article.php?storyid=4 |archivedate=2012-07-18 }}</ref> তার তিন ভাই - উমবার্তো (বার্ট), জেমস (জিম আমিচি), ও লুইস এবং চার বোন - এলিজাবেথ, ক্যাথরিন, ম্যারি ও অ্যানা।<ref>1930 U.S. Federal Census; Kenosha, Kenosha, Wisconsin; Roll: 2577; Page: 8A; Enumeration District: 0017; Image: 716.0; FHL microfilm: 2342311</ref><ref>{{cite web |url=http://content.ancestry.com/iexec/?htx=View&r=an&dbid=6061&iid=WIT625_1991-0409&fn=Felix&ln=Ameche&ssrc=&pid=23996165 |title=Don Ameche |publisher=অ্যানসেস্ট্রি |date= |accessdate=৩১ মে ২০২০ |lang=en}}{{dead link|date=May 2017 |bot=InternetArchiveBot |fix-attempted=yes}}</ref> আমিচি মার্কেট বিশ্ববিদ্যালয়, লোরাস কলেজ ও উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।<ref name="who">{{cite encyclopedia |title=AMECHE, Don |encyclopedia=Who's Who in the Theatre |volume=১ |page=১৫ |publisher=গেল রিসার্চ কোম্পানি |year=১৯৮১ |editor=হারবার্ট, ইয়ান |issn=0083-9833}}</ref>
 
==কর্মজীবন==
তিনি পুনরায় চলচ্চিত্রে ফিরে আসেন এবং ''ককুন'' (১৯৮৫) চলচ্চিত্রে অভিনয় করে [[শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার]] অর্জন করেন।<ref name="শিকাগো-১৯৯৩"/> এরপর তিনি তার বাকি জীবন চলচ্চিত্রে কাজ করে যান, তন্মধ্যে রয়েছে ''ককুন''-এর অনুবর্তী পর্ব ''ককুন: দ্য রিটার্ন'' (১৯৮৮)। ১৯৮৮ সালে তিনি ডেভিড ম্যামেট ও শেল সিলভারস্টেইনের রচিত ''[[থিংস চেঞ্জ (চলচ্চিত্র)|থিংস চেঞ্জ]]'' চলচ্চিত্রে অভিনয় করে ইতিবাচক পর্যালোচনা অর্জন করেন। ''[[দ্য নিউ ইয়র্ক টাইমস]]'' লিখে, "তিনি হাস্যরসাত্মক ক্ষেত্রে বিশেষ দক্ষতা প্রদর্শন করেছেন যা ভাবানুভূতিপূর্ণ কারণ ছাড়াও অভিনেতাদের পুরস্কার জয়ে সাহায্য করে।"<ref>ক্যানবি, ভিনসেন্ট (২১ অক্টোবর ১৯৮৮)। "Things Change (1988) Review/Film; Mamet's Unwiseguys"। ''[[দ্য নিউ ইয়র্ক টাইমস]]''।</ref> এই কাজের জন্য তিনি [[ভেনিস চলচ্চিত্র উৎসব]] থেকে তার এই চলচ্চিত্রের সহশিল্পী [[জো মান্তেনিয়া]]র সাথে যৌথভবে [[শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ভোল্পি কাপ]] অর্জন করেন।
 
==তথ্যসূত্র==