লঙ্কা ডি সিলভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
প্রথম-শ্রেণীর ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি!
Suvray (আলোচনা | অবদান)
আন্তর্জাতিক ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি!
৮৪ নং লাইন:
কুরুনেগালার সেন্ট অ্যান্স কলেজে অধ্যয়ন করেছেন তিনি। ১৯৯১-৯২ মৌসুম থেকে ২০১২ সাল পর্যন্ত লঙ্কা ডি সিলভা’র [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] খেলোয়াড়ী জীবন চলমান ছিল। ২২ বছর বয়সে বিরাট প্রত্যাশা নিয়ে তিনি তার সরু কাঁধকে কাজে লাগাতে [[রমেশ কালুবিতরাণা|রমেশ কালুবিতরাণা’র]] স্থলাভিষিক্ত হয়েছিলেন। গ্লাভস হাতে তিনি বেশ সফলতার স্বাক্ষর রাখলেও ব্যাট হাতে তেমন সুবিধে করতে পারেননি।
 
১৯৯১-৯২ মৌসুম থেকে [[Kurunegala Youth Cricket Club|কুরুনেগালা ইয়ুথ ক্রিকেট ক্লাবে]] খেলতে থাকেন। শ্রীলঙ্কান ক্রিকেটের ইতিহাসের মাত্র দশম খেলোয়াড় হিসেবে প্রথম-শ্রেণীর ক্রিকেটে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পেরেছিলেন।<ref>[http://www.espncricinfo.com/srilankandomestic/content/story/337720.html Unlucky nine for Colombo, again]</ref>
সমগ্র খেলোয়াড়ী জীবনে তিনটিমাত্র [[টেস্ট ক্রিকেট|টেস্ট]] ও এগারোটি একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন লঙ্কা ডি সিলভা। সবগুলো টেস্টই ভারতের বিপক্ষে খেলেছিলেন তিনি। ১৯ নভেম্বর, ১৯৯৭ তারিখে মোহালিতে স্বাগতিক ভারত দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ৩ ডিসেম্বর, ১৯৯৭ তারিখে মুম্বইয়ে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
 
== আন্তর্জাতিক ক্রিকেট ==
সমগ্র খেলোয়াড়ী জীবনে তিনটিমাত্র [[টেস্ট ক্রিকেট|টেস্ট]] ও এগারোটি [[একদিনের আন্তর্জাতিক|একদিনের আন্তর্জাতিকে]] অংশগ্রহণ করেছেন লঙ্কা ডি সিলভা। সবগুলো টেস্টই [[ভারত জাতীয় ক্রিকেট দল|ভারতের]] বিপক্ষে খেলেছিলেন তিনি। ১৯ নভেম্বর, ১৯৯৭ তারিখে মোহালিতে স্বাগতিক ভারত দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ৩ ডিসেম্বর, ১৯৯৭ তারিখে মুম্বইয়ে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
 
[[Sri Lankan cricket team in India in 1997–98|১৯৯৭-৯৮]] মৌসুমে শ্রীলঙ্কা দলের সাথে ভারত গমন করেন। তবে, তেমন কোন সফলতার স্বাক্ষর রাখতে পারেননি তিনি। ফলশ্রুতিতে, রমেশ কালুবিতরাণা’র কাছে স্থানচ্যূত হতে হয়।<ref>[http://www.espncricinfo.com/srilanka/content/story/382084.html Sri Lanka cricket should be free of politics]</ref>
 
== অবসর ==
[[ক্রিকেট]] খেলা থেকে অবসর গ্রহণের পর কোচিং জগতের দিকে ধাবিত হন লঙ্কা ডি সিলভা। ২০১৫ সালে শ্রীলঙ্কা জাতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে ফিজিও নেহা কার্নিকের<!-- Neha Karnik --> সাথে তাকে মনোনীত করা হয়। তিনি [[Jeevantha Kulatunga|জীবন্ত কুলাতুঙ্গা’র]] স্থলাভিষিক্ত হন।<ref>[http://www.cricketworld.com/lanka-de-silva-is-new-sri-lanka-womens-coach/41911.htm de Silva is new Sri Lanka Women's coach]</ref><ref>[http://www.dailynews.lk/?q=2016/02/26/sports/two-equally-matched-teams-points-another-draw Two equally matched teams points to another draw]</ref><ref>[http://www.sundaytimes.lk/79189/cricket-slc-appoints-new-coach-physio-to-womens-team SLC appoints new coach, physio to women’s team]</ref>
 
== তথ্যসূত্র ==