গ্রেগর ইয়োহান মেন্ডেল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৪৮ নং লাইন:
== মেন্ডেলের কাজ পুনরুদ্ধার ==
[[চিত্র:Mendelian inheritance 3 1.png|thumb|প্রকট ও প্রচ্ছন্ন ফিনোটাইপ (১) পিতা-মাতা প্রজন্ম (২) F1 প্রজন্ম (3) F2 প্রজন্ম]]
বিংশ শতাব্দীর পূর্বে মেন্ডেলের কাজের সঠিক মূল্যায়ন হয়নি। ১৯০০ সালে [[হুগো দ্যদ্যা ফ্রিসভ্রিস]], [[কার্ল করেন্স]] ও [[এরিক ফনভন চেমার্ক]] মেন্ডেলের সূত্র পুনরাবিষ্কার করেন। দ্রুত মেন্ডেলের ফলাফলের প্রতিলিপি তৈরি ও জিনগত সম্পর্ক হিসেব করা হয়। যদিও তত্ত্বটি বহু ক্ষেত্রেই তখনো প্রয়োগ করা সম্ভব ছিল না ,তবু [[উদ্ভিদবিজ্ঞানী|উদ্ভিদবিজ্ঞানীরা]] তত্ত্বটি লুফে নিলেন, কারণ এটি [[বংশগতি|বংশগতির]] [[জিনগত]] ব্যাখ্যা প্রদান করে, যা পূর্বের [[ফিনোটাপিক]] তত্ত্বে অনুপস্থিত ছিল। এই পরবর্তী তত্ত্বটির সবচেয়ে উল্লেখযোগ্য অনুসারী ছিল [[কার্ল পিয়ারসন]] ও [[ডব্লু.এফ.আর. ওয়েল্ডন|ডব্লু.এফ.আর. ওয়েল্ডনের]] [[জীবনপরিসংখ্যান|জীবনপরিসংখ্যানবাদী]] দল, যা কিনা ফিনোটাইপিক বৈচিত্রের পরিসংখ্যানগত পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল। এই দলটির কঠোরতম সমালোচক ছিলেন [[উইলিয়াম বেটসন]], যিনি প্রারম্ভিক পর্যায়ে [[মেন্ডেলের তত্ত্ব|মেন্ডেলের তত্ত্বের]] সফলতা নিয়ে সম্ভবতঃ সর্বাধিক পরিমাণ লেখালেখি করেছেন ([[জীনতত্ত্ব]] এবং এ সংক্রান্ত অনেক পরিভাষাই তার তৈরি করা)। জীবনপরিসংখ্যানবাদী ও মেন্ডেলবাদীদের এই দ্বন্দ্ব বিংশ শতাব্দীর প্রথম দুই শতক ধরে চলে, যখন জীবনপরিসংখ্যানবাদী গাণিতিক ও পরিসাংখ্যিক কড়াকড়ির দাবি করছিলেন আর মেন্ডেলবাদীরা জীববিজ্ঞানের গভীরতর উপলব্ধির দাবি করেন। শেষ পর্যন্ত এ দুটি পদ্ধতিই একত্রিত হয়ে বিবর্তন জীববিজ্ঞানের [[আধুনিক সংশ্লেষ|আধুনিক সংশ্লেষের]] জন্ম হয়, যা ১৯১৮ সালে বিশেষত [[আর.এ.ফিশার]] কর্তৃক তৈরি হয়।
 
মেন্ডেলের পরীক্ষার ফলাফল পরবর্তীকালে বহু বিতর্কের জন্ম দেয়। <ref name=Carlson/><ref>{{সাময়িকী উদ্ধৃতি |শেষাংশ= Hartl|প্রথমাংশ=Daniel L. |লেখক-সংযোগ= |coauthors=Fairbanks, Daniel J. |বছর= 2007|month= March |শিরোনাম=Mud Sticks: On the Alleged Falsification of Mendel's Data |সাময়িকী=Genetics |খণ্ড=175 |সংখ্যা নং= 3 |পাতাসমূহ=975–979 |আইডি= |ইউআরএল=http://www.pubmedcentral.nih.gov/articlerender.fcgi?artid=1840063 |সংগ্রহের-তারিখ=2008-08-08 |উক্তি=[The] allegation of deliberate falsification can finally be put to rest, because on closer analysis it has proved to be unsupported by convincing evidence. |pmid= 17384156 |তারিখ= 2007 March |day= 01 }}</ref> ফিশার F2 অর্থাৎ দ্বিতীয় প্রজন্মের ফলাফল বিশ্লেষণ করে দেখতে পান তা বরাবর ৩ অনুপাত ১ হওয়া অযুক্তিযুক্ত। <ref>Fisher, R. A. (1936). ''Has Mendel's work been rediscovered?'' Annals of Science '''1''':115-137.</ref> অল্প সংখ্যক বিজ্ঞানীই মেন্ডেলের বিরুদ্ধে [[বৈজ্ঞানিক অসততা|বৈজ্ঞানিক অসততার]] অভিযোগ করা হয়নি - তার পরীক্ষাগুলোর পুনরাবৃত্তি করে দেখা যায় তা তার অনুমিতির সাথে সামঞ্জস্যপূর্ণ - ফলাফলগুলো অনেকের কাছেই ঘোলাটে মনে হয়, যদিও বলা হয়ে থাকে এটি [[নিশ্চিতকরণ পক্ষপাত|নিশ্চিতকরণ পক্ষপাতের]] উদাহরণ। হতে পারে তিনি তার প্রারম্ভিক পর্যায়ে স্বল্প সংখ্যক নমুনা নিয়ে করা পরীক্ষাতে প্রায় ৩ অনুপাত ১ অনুপাতটি লক্ষ্য করেছিলেন এবং পরে এমনভাবে তথ্য সংগ্রহ করেছিলেন যেন তা একটি সঠিক পূর্ন সাংখ্যিক অনুপাত প্রদান করে। কখনো এমনো বলা হয় তিনি তার পরীক্ষাগুলোর ফলাফল সম্পাদনা করেছিলেন এবং তার বাছাই করা সাতটি বৈশিষ্ট্য সাতটি ভিন্ন ক্রমজোড়ে থাকার ব্যাপারটিও ছিল অস্বাভাবিক। প্রকৃতপক্ষে যে সব জিন নিয়ে মেন্ডেল গবেষণা চালিয়েছিলেন সেগুলো চারটি লিংকেজ গ্রুপে ছিলো এবং কেবল একটি জিন-জোড়া (সম্ভাব্য ২১ টি হতে) [[জিনেটিক লিংকেজ|স্বাধীন সঞ্চারণ]] থেকে বিচ্যুত হতে পারত, মেন্ডেলের গবেষণায় ঐ জিনটি ছিলো না।