গ্রেগর ইয়োহান মেন্ডেল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎মেন্ডেলের কাজ পুনরুদ্ধার: বানান ঠিক করা হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পাদনা
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
২১ নং লাইন:
মেন্ডেল [[হাইনৎসেনডর্ফ বাই ওড্রাউ, সাইলেসিয়া, অস্টীয় সাম্রাজ্য|হাইনৎসেনডর্ফ বাই ওড্রাউ, সাইলেসিয়া, অস্টীয় সাম্রাজ্যের]] (বর্তমান [[হিনচিৎসে]], [[চেক প্রজাতন্ত্র]]) এক [[জার্মান গোষ্ঠী|জার্মান গোষ্ঠীভুক্ত]] পরিবারে জন্মগ্রহণ করেন, এবং দু’দিন পর ব্যাপটাইজড হন। তার পিতা-মাতা ছিলেন আন্টন ও রোজিনে মেন্ডেল এবং তার দুটি বোন ছিল। তারা মেন্ডেল পরিবারের মালিকানাধীন ১৩০ বছরের পুরনো খামারে বসবাস করতেন <ref>Gregor Mendel, Alain F. Corcos, Floyd V. Monaghan, Maria C. Weber "Gregor Mendel's Experiments on Plant Hybrids: A Guided Study", Rutgers University Press, 1993.</ref> এবং সেখানেই কাজ করতেন। শৈশবে মেন্ডেল উদ্যানপালক হিসেবে কাজ করেন এবং [[মৌমাছিপালনবিদ্যা]] শেখেন, অতঃপর [[ওলোমোউৎস]] শহরে অবস্থিত [[ফিলোসফিকাল ইন্সটিটিউট|ফিলোসফিকাল ইন্সটিটিউটে]] ১৮৪০-১৮৪৩ সাল পর্যন্ত অধ্যয়ন করেন। তার [[পদার্থবিজ্ঞান]] শিক্ষক ফ্রিডরিখ ফ্রাঞ্জের পরামর্শ অনুযায়ী ১৮৪৩ সালে তিনি [[ব্রুনের সেন্ট টমাস মঠ|ব্রুনের সেন্ট টমাস মঠে]] যোগদান করেন। সন্ন্যাসী জীবনের প্রারম্ভে তিনি তার নামের পূর্বে গ্রেগর অংশটি যুক্ত করেন। ১৮৫১ সালে তিনি [[ভিয়েনা বিশ্ববিদ্যালয়|ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে]] পড়তে যান এবং ১৮৫৩ সালে মূলতঃ পদার্থবিজ্ঞানের শিক্ষক হিসেবে মঠে প্রত্যাবর্তন করেন।
 
গ্রেগর মেন্ডেল, যিনি কিনা পরবর্তীতে জিনতত্ত্বের জনক হিসেবে পরিচিত হবেন, তার শিক্ষক ও সহকর্মীদের দ্বারা অনুপ্রাণিত হয়ে মঠের বাগানে গবেষণা শুরু করেন। ১৮৫৬ থেকে ১৮৬৩ পর্যন্ত মেন্ডেল প্রায় ২৯,০০০ [[মটরশুঁটি]] (অর্থাৎ, Pisum sativum) চাষ ও পরীক্ষা করেন। এই পর্যবেক্ষণগুলো থেকে তিনি লক্ষ্য করেন প্রতি চারটিতে একটি গাছ [[বিশুদ্ধ]] [[প্রচ্ছন্ন]] [[অ্যালিল]] বিশিষ্ট, দুটি [[সংকর]] এবং একটি [[বিশুদ্ধ]] [[প্রকট]] [[অ্যালিল]] বিশিষ্ট। তার এই গবেষণা দুটি সাধারণীকরণের সূচনা ঘটায়- [[পৃথকীকরণ সূত্র]] এবং [[স্বাধীনভাবে সঞ্চারণ সূত্র]], যা কিনা পরবর্তীতে মেন্ডেলের বংশগতির সূত্র নামে পরিচিত হয়।
 
মেন্ডেল ''উদ্ভিদ সংকরণের পরীক্ষা'' নামক তার নিবন্ধটি ১৮৬৫ সালে মোরাভিয়ায় [[ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি অফ ব্রুনে|ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি অফ ব্রুনেতে]] দু'বার উপস্থপন করেন। <ref>Mendel, J.G. (1866). ''Versuche über Plflanzenhybriden'' Verhandlungen des naturforschenden Vereines in Brünn, Bd. IV für das Jahr, 1865 '''Abhandlungen''':3-47. For the English translation, see: {{সাময়িকী উদ্ধৃতি | লেখক=Druery, C.T and William Bateson |শিরোনাম=''Experiments in plant hybridization|সাময়িকী=Journal of the Royal Horticultural Society|খণ্ড=26|পাতাসমূহ=1–32|তারিখ=1901|ইউআরএল=http://www.esp.org/foundations/genetics/classical/gm-65.pdf}}</ref> তার গবেষণা নিবন্ধটি ছিল পরিসংখ্যান ভিত্তিক। দুর্ভাগ্যজনকভাবে তার সমসাময়িক বিজ্ঞানীরা তার কাজের গুরুত্ব অনুধাবন করতে ব্যর্থ হন এবং পরবর্তী পয়ত্রিশ বছরে তা কেবলমাত্র তিনবার উদ্ধৃত হয়। (এখানে লক্ষ্যণীয় যে, [[মানুষের ক্রমবিকাশ]] বইয়ের লেখক [[জ্যাকব ব্রুনোস্কি|জ্যাকব ব্রুনোস্কির]] মতে আরেক যুগান্তকারী বিজ্ঞানী [[চার্লস ডারউইন|ডারউইন]] অনবহিত ছিলেন।) সে সময়ে তার গবেষণা প্রবন্ধটি ব্যাপকভাবে সমালোচিত হলেও বর্তমানে তা [[জিনতত্ত্ব|জিনতত্ত্বের]] ভিত্তিমূলক রচনায় পরিণত হয়েছে।