আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
Pratik89Roy (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৪৯ নং লাইন:
 
মূল উদ্যানটির আয়তন ছিল ৩০০ একর। প্রতিষ্ঠার অল্পকাল পরে ২৭ একর জমি একটি খ্রিষ্টান কলেজ প্রতিষ্ঠার জন্য দান করা হয়। এই কলেজটিই বর্তমানে [[বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি]] নামে পরিচিত।<ref name = pallabmitra/> ঊনবিংশ শতাব্দীতে ইংল্যান্ডের [[রানি ভিক্টোরিয়া]] এই উদ্যানটি সম্পর্কে আগ্রহী ছিলেন বলে জানা যায়। সেই সময় এই উদ্যানের নাম ছিল '''রয়্যাল ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন'''। স্বাধীনতার পর ১৯৬৩ সালে এই উদ্যানের নাম পরিবর্তন করে রাখা হয় '''ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন'''। ২০০৯ সালের ২৫ জুন বিশিষ্ট বিজ্ঞানী [[জগদীশচন্দ্র বসু|আচার্য জগদীশচন্দ্র বসুর]] জন্মসার্ধশতবর্ষ উপলক্ষে তার নামানুসারে এই উদ্যানের নামকরণ করা হয় '''আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন'''।
 
বোটানিক্যাল গার্ডেনের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য দ্রষ্টব্য বস্তু হল [[মহাবটবৃক্ষ]] নামে একটি ২৫০ বছরের প্রাচীন [[বট|বটগাছ]]। গাছটির পরিধি ৩৩০ মিটার। বর্তমানে এই সুবিশাল বটগাছটি দেড় একর জমির উপর শত শত ঝুরি নিয়ে বিরাজমান।<ref name = pallabmitra/> এই বটগাছটি ছাড়াও বোটানিক্যাল গার্ডেনে রয়েছে মেহগনি, সাল, সেগুন, বট, অশ্বত্থ, শিমূল, পিয়াল ও নানা প্রজাতির পাম গাছ। রয়েছে দারুচিনি, লবঙ্গ, জায়ফল, তেজপাতা, রবার ও নানা প্রকার ঔষধি বৃক্ষও। উদ্যানের মধ্যে যাতায়াতের জন্য রয়েছে ১৭ কিলোমিটার পাকা রাস্তাও।<ref name = pallabmitra/>
 
স্বাধীনতার পর বোটানিক্যাল গার্ডেন [[ভারত সরকার|ভারত সরকারের]] [[পরিবেশ ও বন মন্ত্রক (ভারত সরকার)|পরিবেশ ও বন মন্ত্রকের]] অধীনে [[বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া]] কর্তৃক পরিচালিত হয়ে আসছে। ১৫ সদস্যের একটি পরিচালক পর্ষদ নিয়মিত উদ্যানের কাজকর্ম দেখাশোনা করছেন। [[পশ্চিমবঙ্গ সরকার|পশ্চিমবঙ্গ সরকারের]] একাধিক প্রতিনিধিও নিয়মিতভাবে প্রশাসনিক সভায় যোগ দিয়ে থাকেন। বর্তমানে উদ্ভিদ গবেষক সহ প্রায় ৪০০ কর্মী চাকরিসূত্রে এই উদ্যানের সঙ্গে যুক্ত।<ref name = pallabmitra/>
 
==মহাবটবৃক্ষ==
বোটানিক্যাল গার্ডেনের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য দ্রষ্টব্য বস্তু হল [[মহাবটবৃক্ষ]] নামে একটি ২৫০ বছরের প্রাচীন [[বট|বটগাছ]]। গাছটির পরিধি ৩৩০ মিটার। বর্তমানে এই সুবিশাল বটগাছটি দেড় একর জমির উপর শত শত ঝুরি নিয়ে বিরাজমান।<ref name = pallabmitra/> এই বটগাছটি ছাড়াও বোটানিক্যাল গার্ডেনে রয়েছে মেহগনি, সাল, সেগুন, বট, অশ্বত্থ, শিমূল, পিয়াল ও নানা প্রজাতির পাম গাছ। রয়েছে দারুচিনি, লবঙ্গ, জায়ফল, তেজপাতা, রবার ও নানা প্রকার ঔষধি বৃক্ষও। উদ্যানের মধ্যে যাতায়াতের জন্য রয়েছে ১৭ কিলোমিটার পাকা রাস্তাও।<ref name = pallabmitra/>
 
== তথ্যসূত্র ==