সিসিফাস-পুরাণ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

আলবার্ট কামুর ১৯৪২ সালে প্রকাশিত বই
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Swakkhar17 (আলোচনা | অবদান)
নতুন পৃষ্ঠা: আলব্যের কামুর ''দ্য মিথ অফ সিসিফাস'' ও অন্যান্য প্রবন্ধের সংকলন…
(কোনও পার্থক্য নেই)

০৬:৩৮, ১৮ মার্চ ২০০৯ তারিখে সংশোধিত সংস্করণ

আলব্যের কামুর দ্য মিথ অফ সিসিফাস ও অন্যান্য প্রবন্ধের সংকলন। এখানে কামু এবসার্ড বিষয়ক কিছু সমস্যাবলী নিয়ে আলোচনা করেছেন যার মধ্যে অন্যতম হলো আত্মহত্যা।

মানুষের জীবন হলো তীব্র যন্ত্রণাময় অথচ মৃত্যু পুরোপুরি অনিশ্চিত এক ব্যাপার। জীবিত অবস্থায় যদি না তার দার্শনিক মৃত্যু ঘটে থাকে, এছাড়া সে কোনোভাবেই সত্যের কাছাকাছি পৌছুতে পারে না। যেখানে পৌছায় তা হলো এবসার্ড।

গ্রীক পুরাণে দেবতাদের দ্বারা অভিশপ্ত চরিত্র সিসিফাস, যাকে একটা পাথরকে গড়িয়ে গড়িয়ে পাহাড়ের চূড়ায় নিয়ে যেতে হয় যেখানে থেকে ওটা নিজের ভারে আপনা থেকেই আবার গড়িয়ে পড়ে যায়। সিসিফাসকে এই কাজ করে যেতে হয় অনন্তকাল ধরে। এর চেয়ে ভয়ঙ্কর কোনো শাশ্তি আর হয় না।

দোহাই