আলবের কাম্যু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
VolkovBot (আলোচনা | অবদান)
রোবট যোগ করছে: als:Albert Camus
Swakkhar17 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১৯ নং লাইন:
'''আলবেয়ার কামু''' ([[নভেম্বর ৭]], [[১৯১৩]] - [[জানুয়ারি ৪]], [[১৯৬০]]) একজন [[ফ্রান্স|ফরাসি]] বংশোদ্ভূত [[আলজেরিয়া|আলজেরীয়]] সাহিত্যিক।তাঁর জন্ম [[আলজেরিয়া|আলজেরিয়ার]] [[মন্দোভি]] নামক জায়গায়।
 
কামুর শৈশব দারিদ্র্যের মধ্যে কাটলেও নিরানন্দ ছিল না। তিনি [[আলজিয়ার্স বিশ্ববিদ্যালয়|আলজিয়ার্স বিশ্ববিদ্যালয়ে]] [[দর্শন]] নিয়ে পড়াশোনা করেন এবং পরে [[সাংবাদিকতা|সাংবাদিকতাকে]] পেশা হিসেবে গ্রহণ করেন। একই সাথে তিনি "তেয়াত্র্ দ্য লেকিপ" (Théâtre de l'équipe) নামে একটি তারুণ্যনির্ভর প্রগতিবাদী নাট্যদল সংগঠন করেন। তাঁর প্রথমদিককার প্রবন্ধগুলি L'Envers et l'endroit ('অশুদ্ধ পক্ষ এবং শুদ্ধ পক্ষ' বা 'The Wrong Side and the Right Side') এবং Noces ('পরিণয়গুচ্ছ' বা 'Nuptials') এ সংকলিত করা হয়। তিনি [[প্যারিস|প্যারিসে]] যান এবং আলজেরিয়ায় প্রত্যাবর্তনের পূর্বে সেখানে 'প্যারিস সন্ধ্যা' বা 'Paris Soir' নামক দৈনিক পত্রিকাটিতে কিছুকাল কাজ করেন। তাঁর লেখা নাটক 'ক্যালিগুলা' (Caligula) [[১৯৩৯]] সালে প্রকাশিত হয়। তাঁর শুরুর দিককার দুটি উল্লেখযোগ্য বই, 'L'Étranger' ('দ্বাদশ ব্যক্তি' বা '[[দ্য আউটসাইডার]]') এবং 'Le Mythe de Sisyphe' ('[[সিসিফাস-পুরাণ]]' বা 'The Myth of Sisyphus') প্রকাশিত হয় তিনি আবারো প্যারিসে পাড়ি জমাবার পর।
 
[[১৯৪১]] সালে [[জার্মানী]] যখন ফ্রান্স দখল করে নেয়, সেইসময় তিনি প্রতিরোধ আন্দোলন (Resistance movement)-এর একজন পুরোধা বুদ্ধিজীবি হয়ে ওঠেন। তিনি গুপ্ত পত্রিকা 'লড়াই' (Combat) প্রতিষ্ঠা করতে সাহায্য করেন এবং এটিতে লেখা দেয়া ও সম্পাদনার কাজও করেন। যুদ্ধপরবর্তী সময়ে তিনি লেখালেখিতে আত্মনিয়োগ করেন এবং La Peste (The Plague) (১৯৪৭), Les Justes (The Just) (১৯৪৯) ও La Chute (The Fall) (১৯৫৬)-এর মত বই লিখে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন। পঞ্চাশের দশকের শেষার্ধে নাট্যশালার প্রতি কামুর ভালোবাসা সক্রিয়তা পায়। এসময় তিনি [[উইলিয়াম ফকনার]]-এর 'জনৈকা সন্ন্যাসিনীর মৃত্যুতে প্রার্থনা' (Requiem for a Nun) এবং [[ফিওদোর দস্তয়েভ্‌স্কি|দস্তয়েভ্‌স্কির]] 'অধিকৃত' (The Possessed)-এর মঞ্চ সংস্করণ রচনা করেন এবং নাটকগুলির নির্দেশনার দায়িত্বও পালন করেন।