ট্রেসি কে. স্মিথ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নন্দিনী (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
নন্দিনী (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১ নং লাইন:
{{ছোট নিবন্ধ|date=নভেম্বর ২০১৯}}
'''ট্রেসি কে স্মিথ''' ( জন্ম ১৬ই এপ্রিল,১৯৭২) হলেন আমেরিকান কবি এবং অধ্যাপক। ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত তিনি 'পোয়েট লরিয়েট অফ দ্য ইউনাইটেড স্টেটস' হিসেবে কাজ করেছেন । তাঁর প্রকাশিত কবিতার বইয়ের সংখ্যা চার। এর মধ্যে 'লাইফ অন মার্স' কাব্যগ্রন্থটি ২০১১ তে পুলিৎজার প্রাইজ পেয়েছে ।
==শৈশব==
ম্যাসাচুসেটস , ফালমাউথে জন্মগ্রহণ তিনি আলাবামায় একটি পরিবারে ক্যালিফোর্নিয়ার ফেয়ারফিল্ডে বেড়ে ওঠেন। তার মা ছিলেন একজন শিক্ষক এবং তার বাবা ইঞ্জিনিয়ার যিনি হাবল টেলিস্কোপে কাজ করেছিলেন। প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময়েই স্মিথ [[এমিলি ডিকিনসন]] এবং মার্ক টোয়েন এর রচনা ও কবিতায় আগ্রহী হয়ে ওঠেন ; বিশেষত ডিকিনসনের কবিতাগুলি স্মিথের ওপরে যেন "যাদু" প্রয়োগ করে। তিনি তাঁর আত্মজীবনী "অর্ডিনারি লাইট" গ্রন্থটি হুবহু ডিকিনসনের মতো ছন্দের প্রয়োগে লেখেন। ডিকিনসন পড়ে স্মিথের মনে হয়,"আমি যেন কারও সাথে পরিচিত হয়েছিলাম,যিনি আমার থেকেও আমাকে বেশি চেনেন।" স্মিথ "হিউমার" শিরোনামে একটি ছোট কবিতা রচনা করেছিলেন এবং এটি তার পঞ্চম শ্রেণির শিক্ষককে দেখিয়েছিলেন, সেটও পড়ে তিনি তাঁর লেখাকে এগিয়ে নিয়ে যাওয়ায় উৎসাহ দেন। পরবর্তীকালে এলিজাবেথ বিশপ , সিমাস হেনে , ফিলিপ লারকিন , Yusef Komunyakaa এবং রিতা ডোভ প্রমুখের লেখার উল্লেখযোগ্য প্রভাব তাঁর ওপর পড়ে।
==কর্মজীবন==
স্মিথ Medgar Evers কলেজ এর নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটি , পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন । তিনি ব্রেড ডেলা স্কুলের সামার সেশনে, Middlebury কলেজ ২০২২, ২০১২, এবং ২০১৪ সালে শিক্ষকতা করেন এবং ২০১৪ সালে রবার্ট ফ্রস্ট লিটেরেচার চেয়ার এর লরিয়েট ছিলেন।