শ্রেষ্ঠ আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
পাতা তৈরি
(কোনও পার্থক্য নেই)

০৬:৫৭, ২৬ মে ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

শ্রেষ্ঠ আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কার (২০২০-এর পূর্বে এটি শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কার নামে পরিচিত ছিল) হল একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) কর্তৃক প্রদত্ত বাৎসরিক একাডেমি পুরস্কারের একটি শাখা। মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে ও ইংরেজি ভাষা ভিন্ন অন্য ভাষায় নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রসমূহের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।[১]

১৯২৭/২৮ সালের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রসমূহকে সম্মাননা জানাতে ১৯২৯ সালের ১৬ই মে অনুষ্ঠিত ১ম একাডেমি পুরস্কার আয়োজনে বিদেশি ভাষার চলচ্চিত্রের জন্য কোন পৃথক বিভাগ ছিল না। একাডেমি ১৯৪৭ থেকে ১৯৫৫ সালের মধ্যবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তিপ্রাপ্ত সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের জন্য বিশেষ/সম্মানসূচক পুরস্কার প্রদান করত। এই পুরস্কারগুলো নিয়মিত দেওয়া হত না (১৯৫৩ সালের আয়োজনে এই বিভাগে পুরস্কার দেওয়া হয়নি) এবং তা প্রতিযোগিতামূলকও ছিল না। এই বিভাগের জন্য আলাদা কোন মনোনয়ন প্রদান করা হতো না, বরং প্রতি বছর একটি চলচ্চিত্রকে এই পুরস্কার প্রদান করা হত। ১৯৫৬ সালে ২৯তম আয়োজনে প্রতিযোগিতামূলক একাডেমি পুরস্কারের শাখা হিসেবে ইংরেজি ভিন্ন অন্য ভাষার চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কার চালু হয় এবং তখন থেকে এটি নিয়মিতভাবে প্রতি বছর প্রদান করা হচ্ছে।

তথ্যসূত্র