আলাপ:কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৬২ নং লাইন:
* {{উত্তর|Zaheen}} ভাইয়া, আন্তর্জাতিক বহু রোগই ইংরেজি বা বিদেশি ভাষাভিত্তিক (উদাহরণ [[এইডস]]) এবং তা সংক্ষিপ্ত রূপ। আপনার অস্বচ্ছ মনে হচ্ছে, কিন্তু এটাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রদত্ত [https://www.who.int/emergencies/diseases/novel-coronavirus-2019/technical-guidance/naming-the-coronavirus-disease-(covid-2019)-and-the-virus-that-causes-it আনুষ্ঠানিক বা অফিসিয়াল নাম]; যে কারণে শুধু মিডিয়াতেই নয়, বহু একাডেমিক জার্নালেও এই নাম ব্যবহৃত হচ্ছে। ''কোভিড-১৯'' নামটি পরিবর্তিত হবে না (অন্তত এমন কোনো পরিকল্পনা প্রকাশিত নাই), কারণ এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রদত্ত নাম যেখানে এই রোগের উৎপত্তির বছর অন্তর্ভুক্ত। আর ''করোনাভাইরাস রোগ'' শিরোনাম হিসেবে যত জায়গায় লেখা হয়েছে, (অন্তত বিশ্ব স্বাস্থ্য সংস্থার একাধিক জায়গায় দেখলাম) তারা বন্ধনীর মধ্যে কোভিড-১৯ অবশ্যই লিখেছে। ''করোনাভাইরাস রোগ ২০১৯'' শিরোনাম নিয়ে আমার বিরোধ বা আপত্তি ছিল না, কিন্তু এই নামটিও কিন্তু [[:en:WP:COMMONNAME|সাধারণ নাম]] না, যেটা [[স্প্যানিশ ফ্লু]]র ক্ষেত্রে হয়েছে। আর কেন ''ইউএন'' ব্যবহার না করে ''জাতিসংঘ'' ব্যবহার করা হয় তার কারণ কিন্তু নীতিমালার মধ্যেই আছে, যেই নীতিমালার কারণেই আবার [[:en:Wikipedia:Manual of Style/Abbreviations#Acronyms in page titles|''নাসা'' ব্যবহার করা হয়]] ''National Aeronautics and Space Administration'' নয়। কোভিড-১৯ নামটি একইসাথে '''পরিচয়জ্ঞাপক''' (নাম এবং পরিভাষা প্রচলিত এবং নির্ভরযোগ্য সূত্রে গ্রথিত), '''অনুসন্ধানযোগ্য''' (পাঠক এই নামেই খুঁজবে, ''করোনাভাইরাস রোগ ২০১৯'' দিয়ে খুঁজবে না), '''সঠিক''' (বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রদত্ত) এবং '''সংক্ষিপ্ত'''।
 
:{{উত্তর|আফতাবুজ্জামান}} ভাই যদি কোভিড-১৯ দেয়া হয়, সেক্ষেত্রে ''কোভিড-১৯-এর বৈশ্বিক মহামারী'' নাকি ''কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারী'' লেখা উচিত ব্যাকরণগতভাবে? আমি একটু বিভ্রান্ত। — [[ব্যবহারকারী:ANKAN|অংকন ]] ([[ব্যবহারকারী আলাপ:ANKAN|আলাপ]]) ০৬:০২, ২৬ মে ২০২০ (ইউটিসি)
"কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারী" পাতায় ফেরত যান।