ইংরেজ বাজার সমষ্টি উন্নয়ন ব্লক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৪৫৮ নং লাইন:
|label4 = অন্যান্য |value4 = 0.10 |color4 = Grey
}}
 
==অর্থনীতি==
===জীবিকা===
{{Pie chart
|caption= '''ইংরেজ বাজার ব্লকে জীবন ও জীবিকা'''
|value1 = ৭.৭৩
|label1 = কৃষিজীবী
|value2 = ২৩.৮০
|label2 = কৃষিজ শ্রমজীবী
|value3 = ১২.৪৭
|label3 = কুটির শিল্প
|value4 = ৫৬.০০
|label4 = অন্যান্য শ্রমিক}}
২০১১ খ্রিস্টাব্দে জনগণনা অনুযায়ী ইংরেজবাজার সমষ্টি উন্নয়ন ব্লকে কৃষিজীবী সংখ্যা ৭৬৩৫ জন কৃষিজ শ্রমজীবী ২৩৫০২ জন কুটির শিল্প নির্ভর ১২৩১১ জন এবং অন্যান্য কাজের সঙ্গে যুক্ত ৫৫২৯৬ জন বাস করেন।<ref>{{cite web| url = http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB_A/19/1906_PART_A_DCHB_MALDAH.pdf |title = District Census Handbook Maldah, Census of India 2011, Series 20, Part XII A |work = Table 33: Distribution of Workers by Sex in Four Categories ofEconomic Activity in Sub-district 2011 | publisher= Directorate of Census Operations, West Bengal| accessdate = 30 October 2018}}</ref> ব্লক টিতে মোট কর্মীসংখ্যা ৯৮৭৪৬ জন যা ব্লকটির সমগ্র জনসংখ্যার ৩৫.৯৬ শতাংশ এবং অকর্মী সংখ্যা ১৭৫৮৮১ জন যা সমগ্র ব্লকের জনসংখ্যার ৬৪.০৪ শতাংশ।<ref>{{cite web| url = http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB_A/19/1906_PART_A_DCHB_MALDAH.pdf |title = District Census Handbook Maldah, Census of India 2011, Series 20, Part XII A |work = Table 30: Number and percentage of Main workers, Marginal workers and Non workers by Sex, in Sub-districts, 2011 | publisher= Directorate of Census Operations, West Bengal| accessdate = 30 October 2018}}</ref>
<small>বি দ্র: এই জনগণনায় কৃষিজীবী বলে তারাই উল্লিখিত হয়েছেন যারা নিজেদের অথবা সরকারি কোন জমিতে কৃষি কাজে নিযুক্ত থাকেন আবার যারা অপরের জমিতে পয়সার বিনিময়ে বা জমি লিজ নিয়ে কৃষি কাজের সঙ্গে নিযুক্ত থাকেন তারা কৃষিজ শ্রমজীবী বলে উল্লিখিত হয়েছেন। কুটির শিল্পে একই পরিবারের একাধিক জন যুক্ত থাকতে পারেন এবং এই ক্ষেত্রে ফ্যাক্টরি অ্যাক্ট 1948 খ্রিস্টাব্দের এই আইন অনুসারে রেজিস্ট্রেশন অপ্রাপ্ত কর্মীদেরকে বোঝানো হয়েছে। অন্যান্য শ্রমিক বা কর্মী বলতে কৃষিজ ও কৃষিজাত শ্রমজীবী এবং কুটির শিল্প বাদে অন্যান্য শ্রমিক তথা কলকারখানা, খনিজ, পরিবহন, অফিসের কাজ, ব্যবসা, মালি, বিনোদন শিল্প, শিক্ষকতা প্রভৃতি পেশার সাথে যুক্তদেরকে বোঝানো হয়েছে।<ref>{{cite web| url = http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB_A/19/1906_PART_A_DCHB_MALDAH.pdf|title = District Census Handbook Maldah, Census of India 2011, Series 20, Part XII A |work = Census Concepts and Definitions, Page 31 | publisher= Directorate of Census Operations, West Bengal| accessdate = 30 October 2018}}</ref></small>
 
===অবকাঠামো===
ইংরেজবাজার সমষ্টি উন্নয়ন ব্লক এ মোট ১০৮ টি জনবসতিপূর্ণ গ্রাম ও চারটি জনবসতিহীন রয়েছে। প্রতিটি গ্রামেই শত শতাংশ বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রয়েছে। ১০১ টি (৯৩.৫২%) গ্রামে পানীয় জল সরবরাহের ব্যবস্থা ২১ টি (১৯.৪৪%) গ্রামে ডাকঘর ৯০ টি (৮৩.৩৩%) গ্রামে টেলিফোন যোগাযোগ ব্যবস্থা (চলভাষ, দুরভাষ এবং গণ টেলি যোগাযোগ দপ্তর) রয়েছে। প্রত্যক্ষ ৩৫ টি (৩২.৪১%) গ্রামে উপর দিয়ে পাকা রাস্তা রয়েছে এবং ২৯ টি (২৬.৮৫%) গ্রামের সাথে পরিবহন মাধ্যমে বাস রেল এবং জলপথে সরাসরি পরিবহন সম্ভব। পাঁচটি গ্রামে কৃষিজ ও ঋণ গ্রহণের সংস্থা রয়েছে। ছয়টি গ্রামে ব্যাংক পরিষেবা উপলব্ধ।<ref>{{cite web | url = http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB_A/19/1906_PART_A_DCHB_MALDAH.pdf| title = District Census Handbook, Maldah, 2011, Series 20, Part XII A | work = Pages 80-81 Table 36: Distribution of villages according to availability of different amenities,2011 | publisher = Directorate of Operations, West Bengal. | accessdate = 2 November 2018}}</ref>
 
===কৃষি===
 
২০১৩-১৪ খ্রিস্টাব্দের পরিসংখ্যান অনুসারে ইংরেজ বাজার ব্লকে ৬৩ টি সারের গুদাম রয়েছে ১১ টি বীজ সংরক্ষণ ক্ষেত্র এবং ৫০ টি সুলভ মূল্যে ক্রয় বিক্রয়ের দোকান রয়েছে। <ref name=handbook2014>{{cite web | url = http://wbpspm.gov.in/publications/District%20Statistical%20Handbook | title = District Statistical Handbook 2014 Malda | work = Tables 16.1, 18.1, 18.2, 20.1, 21.2, 4.4, 3.1, 3.3 – arranged as per use | publisher = Department of Statistics and Programme Implementation, Government of West Bengal | accessdate = 3 November 2018}}</ref>
 
২০১৩-১৪ খ্রিস্টাব্দ নাগাদ ইংরেজ বাজার সমষ্টি উন্নয়ন ব্লকে ৩২১২২ হেক্টর জমি থেকে মোট ১,৩০,৮৭৫ টন আমন ধান উৎপাদিত হয়। শীতকালে ১৭৭৯ হেক্টর জমি থেকে ৭১৫২ টন বোরো ধান ও ৩১৬ হেক্টর জমি থেকে ৬১৪ টন আউশ ধান উৎপাদিত হয়েছে। ২৩৪৮ হেক্টর জমি থেকে ৬৭৮৮ টন গম, ২৪৭ হেক্টর জমি থেকে ১০১৩ টন ভুট্টা, ২৬৩ হেক্টর জমি থেকে ৫৯২৮ টন পাট, ১৪ হেক্টর জমি থেকে ৪৭২ টন আলু, ৯ হেক্টর জমি থেকে ৮০৩ টন আখও উৎপাদিত হয়েছে। এখানে তৈলবীজ এবং দানাশস্যের চাষও হয়ে থাকে<ref name=handbook2014/>
 
২০১৩-১৪ খ্রিস্টাব্দের পরিসংখ্যা অনুযায়ী ইংরেজ বাজার সমষ্টি উন্নয়ন ব্লক এ মোট ৬৫৩১ হেক্টর জমিতে সেচ কার্য হয়। এরমধ্যে ৫৮০ হেক্টর জমিতে নদীর জলের মাধ্যমে, ১০৫৪ হেক্টর জমিতে গভীর নলকূপের মাধ্যমে, ২৮৭৬ হেক্টর জমিতে অগভীর নলকূপের মাধ্যমে এবং ২০২১ হেক্টর জমিতে অন্যান্য পদ্ধতিতে সেচ কাজ হয়ে থাকে। <ref name=handbook2014/>
 
===আম চাষ===
সমগ্র মালদা জুড়েই ২৫৫০০ হেক্টর জমিতে ল্যাংড়া, হিমসাগর, আম্রপালি, লক্ষণভোগ, গোপালভোগ, ফজলি প্রভৃতি বিভিন্ন জাতের আম চাষ হয়ে থাকে।আম চাষের প্রধান কেন্দ্র গুলি হল পুরাতন মালদহ, ইংরেজ বাজার এবং মানিকচক সমষ্টি উন্নয়ন ব্লক, এছাড়াও রয়েছে কালিয়াচক ১ ও ২, রতুয়া ১ ও ২ এবং চাঁচল ১ সমষ্টি উন্নয়ন ব্লক। ‌<ref>{{cite web | url = http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB_A/19/1906_PART_A_DCHB_MALDAH.pdf| title = District Census Handbook, Maldah, 2011, Series 20, Part XII A | work = Pages 20-21: A short note on mango production in the district | publisher = Directorate of Operations, West Bengal. | accessdate = 2 November 2018}}</ref>
 
===অনগ্রসর অঞ্চলের জন্য প্রদেয় তহবিল===
মালদহ একটি অনগ্রসর জেলা হাওয়ায় [[অনগ্রসর অঞ্চলের জন্য প্রদেয় তহবিল]] থেকে একাধিক আর্থিক সুযোগ-সুবিধা জেলাটিকে দেওয়া হয়ে থাকে। আঞ্চলিক অসাম্য দূরীকরণে এবং সার্বিক উন্নয়নে কেন্দ্রীয় সরকার এই তহবিলের অর্থ প্রদান করেন। ২০১২ খ্রিস্টাব্দের পরিসংখ্যান অনুসারে সারা ভারতের ২৭২ টি জেলা এই তালিকার অন্তর্ভুক্ত হয়, পশ্চিমবঙ্গের ১১ টি জেলা এই তালিকাভুক্ত ছিল। <ref>{{cite web | url = http://www.panchayat.gov.in/documents/10198/0/BRGFFINALGUIDELINES.pdf | title = Backward Regions Grant Funds: Programme Guidelines | publisher = Ministry of Panchayati Raj, Government of India | accessdate = 3 November 2018 | archive-url = https://web.archive.org/web/20171030225317/http://www.panchayat.gov.in/documents/10198/0/BRGFFINALGUIDELINES.pdf | archive-date = 30 October 2017 | url-status = dead }}</ref><ref>{{cite web| url = http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=84879 | title= Backward Regions Grant Fund| work= Press Release, 14 June 2012 |publisher= Press Information Bureau, Government of India | accessdate = 3 November 2018}}</ref>
 
==তথ্যসূত্র==