সাঁওতাল বিদ্রোহ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[অপরীক্ষিত সংশোধন][অপরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Dholkisa (আলোচনা | অবদান)
Dholkisa-এর সম্পাদিত সংস্করণ হতে Mohonmurmuthakur-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
১ নং লাইন:
[[চিত্র:সাঁওতাল বিদ্রোহ.jpg|thumb|সাঁওতাল বিদ্রোহের তৈলচিত্র]]
সাঁওতালরা ছিল কঠোর পরিশ্রমী, শান্তপ্রিয়, সরল প্রকৃতির এক কৃষিজীবী আদিবাসী সম্প্রদায়।প্রাচীনকাল থেকেই ভারতীয় আদিবাসী সম্প্রদায় একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাস করত এবং এদের সামাজিক পরিবেশ ছিল একান্ত নিজস্ব। এদের বাসস্থান ছিল বাঁকুড়া বীরভূম ছোটনাগপুর মানভূম অঞ্চলের গভীর বনভূমিতে।চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হলে জমিদার ও ইংরেজ কোম্পানির কর্মচারীদের অত্যাচারে তারা সেখান থেকে উৎখাত হয়ে রাজমহলের পার্বত্য অঞ্চল ও মুর্শিদাবাদের একাংশে বসতি স্থাপন করে। ওই অঞ্চলের নামকরণ করা হয়েছিল - '''<nowiki/>'দামিন-ই-কোহ''' ' এই কথার অর্থ হল '<nowiki/>'''পাহাড়ের প্রান্তদেশ''''। '''সাঁওতাল বিদ্রোহ''' বা '''সান্তাল হুল''' এর সূচনা হয় ১৮৫৫ সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারের ভাগলপুর জেলায়। ইংরেজ আমলে স্থানীয় জমিদার, মহাজন ও ইংরেজ কর্মচারীদের অন্যায় অত্যাচারের শিকার হয়ে [[সাঁওতাল|সাঁওতালরা]] ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে।এটি ছিল তাদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র গণসংগ্রাম। তাদের এই আন্দোলনে নেতৃত্ব দেয় সিধু, কানু, চাঁদ,দৈব প্রমুখ। ১৭৯৩ সালে লর্ড রানি কর্নওয়ালিশের প্রবর্তিত চিরস্থায়ি বন্দোবস্তের ফলে তাদের উপর অত্যাচার বেড়ে গিয়েছিল। তাই সিপাহী বিদ্রোহের আগে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সাঁওতালরা সোচ্চার হয়েছিল।<ref name=samakal>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=সাঁওতাল বিদ্রোহ,সমকাল |ইউআরএল=http://www.samakal.com.bd/details.php?news=204&view=archiev&y=2012&m=05&d=31&action=main&menu_type=&option=single&news_id=264009&pub_no=1069&type= |সংগ্রহের-তারিখ=২৩ মার্চ ২০১৩ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20130120211147/http://samakal.com.bd/details.php?news=204&view=archiev&y=2012&m=05&d=31&action=main&option=single&menu_type=&news_id=264009&pub_no=1069&type= |আর্কাইভের-তারিখ=২০ জানুয়ারি ২০১৩ |অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref>
 
== ইতিহাস ==
৩৪ নং লাইন:
 
==বিদ্রোহের নেতৃত্ব ও লিপিকার==
* '''সিধু মুুরমু''' ছিলেন সাঁওতাল বিদ্রোহের সর্বশ্রেষ্ঠ নেতা। কিছু লোকের বিশ্বাসঘাতকতার ফলে তিনি গ্রেপ্তার হন। পরে তাঁকে গুলি করে হত্যা করা হয়।<ref name="সংসদ"/>
*'''কানু মুরমু''' ছিলেন সাঁওতাল বিদ্রোহের অন্যতম প্রধান নায়ক। প্রধানতম নায়ক সিধু মাঝি তাঁর অগ্রজ এবং অপর বীরদ্বয় '''চাঁদ''' ও '''ভৈরব''' তাঁর অনুজ। [[বীরভূম জেলা|বীরভূম জেলার]] ওপারে সশস্ত্র পুলিশবাহিনীর গুলিতে তাঁর মৃত্যু হয়। ভৈরব ও চাঁদ [[ভাগলপুর|ভাগলপুরের]] কাছে এক ভয়ংকর যুদ্ধে প্রাণ বিসর্জন করেন।
*'''কলেয়ান গুরু''' ছিলেন সাঁওতাল বিদ্রোহের ইতিহাসের লিপিকার এবং [[সাঁওতাল|সাঁওতালদের]] গুরু। তিনি তাঁর '''"হড়কোড়েন মারে হাপড়ামকো রেয়াঃ কথা"''' শীর্ষক একটি রচনায় সাঁওতাল বিদ্রোহের ইতিবৃত্ত রেখে গেছেন। এই ইতিবৃত্তে সাঁওতাল বিদ্রোহের নায়ক সিধু ও কানুর সংগ্রাম-ধ্বনি, যথাঃ "রাজা-মহারাজাদের খতম করো", "দিকুদের (বাঙালি মহাজনদের) গঙ্গা পার করে দাও", "আমাদের নিজেদের হাতে শাসন চাই" প্রভৃতি লিপিবদ্ধ আছে।<ref name="সংসদ">সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, ''সংসদ বাঙালি চরিতাভিধান'', প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৭৭৯, ১১৪, ১১৮, {{আইএসবিএন|978-81-7955-135-6}}</ref>
৪৫ নং লাইন:
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}
{{সূত্র তালিকা}}৬. https://www.successtrips.in/2020/05/santhal-bidroho.html (সাঁওতাল বিদ্রোহ বাংলা আর্টিকেল ){{অসম্পূর্ণ}}
{{অসম্পূর্ণ}}
 
[[বিষয়শ্রেণী:ভারতবর্ষে ব্রিটিশবিরোধী সশস্ত্র আন্দোলন]]