উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/ZI Jony: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
২৬ নং লাইন:
*: '''উ:''' অফলাইনে হুমকি-ধামকি দেওয়া হয় এবং কোনো প্রমাণ থাকেনা, এমনকি আমি নিজেও এর সমুক্ষিন হয়েছি। তবে আমি মনেকরি সব মানুষকেই বোঝানো সম্ভব, আমাদের হয়তো বেশ কয়েক বার একই বিষয়ের জন্য হুমকি আসতে পারে। কিন্তু আমাদের শান্ত থাকতে হবে, মানবিক হতে হবে, ধৈর্য এবং ভদ্রতা বজায় রেখে পেশাগত মনোভাবের পরিচয় দিতে হবে। [[ব্যবহারকারী:ZI Jony|<span style="color:#8B0000">'''''জনি'''''</span>]] [[ব্যবহারকারী আলাপ:ZI Jony|<sup><span style="color:Green"><i>(আলাপ)</i></span></sup>]] ১৭:০৯, ২৩ মে ২০২০ (ইউটিসি)
*'''২.''' প্রশাসকগণকে উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবী সম্প্রদায়ের নেতৃত্বদানকারী স্বেচ্ছাসেবক হিসেবে মনে করা হয়। কমপক্ষে, তারা যে অনেক অভিজ্ঞ ব্যবহারকারী সে হিসেবে কোন সন্দেহ নেই। সুতরাং সে জন্য একজন প্রশাসকের প্রতি সম্প্রদায়ের চাওয়া যেমন বেশি থাকে তেমনি তাকে দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হয়। ভুলত্রুটি কিছুটা হয়ই কিন্তু মাঝে মাঝে নিয়ম জেনেও একই নিয়ম বারবার ভঙ্গ করার প্রবণতা, গোপনীয়তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষার ব্যাপারটি অধিক গুরুত্বসহকারে না নেওয়ার মত অহরহ উদাহরণ বিভিন্ন উইকিপ্রকল্পে ঘটে থাকে। কিন্তু প্রশাসকদেরকেই নেতৃত্বদানকারী স্বেচ্ছাসেবক হিসেবে অন্য ব্যবহারকারীদের সুরক্ষায় এসব বিষয় গুরুত্ব দিয়ে দেখার কথা। যখন অভিজ্ঞদের থেকে কেউ কেউ এসব বিষয় হালকাভাবে দেখেন তখন অনেক নতুন ব্যবহারকারী সেগুলো দেখে ব্যাপারটির গুরুত্ব না দিয়ে পরে হয়রানির শিকার হন। কিন্তু এই ব্যপারগুলো সামগ্রিকভাবে সম্প্রদায়ের ব্যর্থতাকেই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। সুতরাং ব্যক্তিগত গোপনীয়তা, ব্যক্তিগত তথ্য অথবা হয়রানি ইত্যাদি বিষয়ে আপনার মনোভাবটি বুঝতে চাচ্ছি।
*: '''উ:''' উইকিপিডিয়াসহ উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পে যাঁরা কাজ করেন তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা বিষয়টি অত্যন্ত গুরুত্তপূর্ণ এবং যা লঙ্ঘন একটি অত্যাধিক গুরুত্বর লঙ্ঘন। বাংলা উইকিতে এইরকম ঘটনা ইতিপূর্বে ঘটেছে। সংঘাত এড়াতে আমার ব্যাখ্যাই একমাত্র ব্যাখ্যা নয় সেটা বুঝতে হবে, উভয় পক্ষের ব্যাখ্যা শুনে তারপর যে প্রকৃত পক্ষে এর জন্য দোষী তাকে [[:m:Privacy policy/bn|ব্যক্তিগত গোপনীয়তা]] সম্পর্কে বোঝানো হবে এবং একইসাথে [[:m:Privacy policy/bn|ব্যক্তিগত গোপনীয়তা]] এবং [[:m:WMF Global Ban Policy|উইকিমিডিয়া ফাউন্ডেশন বৈশ্বিক নিষেধাজ্ঞা]] অনুসারে প্রয়োজনীয় ব্যবস্তা নিতে হবে। এছাড়া যদি বিষয়টি আরো গুরুতর হয় তবে উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্ট এন্ড সেইফটি টিমকে জানাতে হবে। যদি বিষয়টি আইনী দিকে চলে যায় তবে উইকিমিডিয়া ফাউন্ডেশনের আইন বিভাগে অবহিত করতে হবে। [[ব্যবহারকারী:ZI Jony|<span style="color:#8B0000">'''''জনি'''''</span>]] [[ব্যবহারকারী আলাপ:ZI Jony|<sup><span style="color:Green"><i>(আলাপ)</i></span></sup>]] ১৭:০৯, ২৩ মে ২০২০ (ইউটিসি)
*'''৩.''' একটি আদর্শ নিবন্ধ অপসারণ প্রস্তাবনার যুক্তি কেমন হওয়া উচিত?
*: '''উ:''' একটি আদর্শ নিবন্ধ অপসারণ প্রস্তাবনার আলোচনায় উল্লেখযোগ্যতা, যাচাইযোগ্যতা, নির্ভরযোগ্য উৎস এবং উইকিপিডিয়া কী নয় বিবেচনা করে বিস্তারিত তথ্য সুন্দর এবং সাবলীল ভাবে প্রতিটি বিষয় আলাদা আলাদা উপস্থাপন করা উচিত। একইসাথে এটাও নিশ্চিত হতে হবে যে নিবন্ধটি দ্রুত অপসারণের মানদণ্ড পূরণ করে না। [[ব্যবহারকারী:ZI Jony|<span style="color:#8B0000">'''''জনি'''''</span>]] [[ব্যবহারকারী আলাপ:ZI Jony|<sup><span style="color:Green"><i>(আলাপ)</i></span></sup>]] ১৭:০৯, ২৩ মে ২০২০ (ইউটিসি)
*'''৪.''' [[বিশেষ:diff/3926175|এখানে আপনার সমর্থন]] ধর্মীয় অথবা সামাজিক অথবা সাংস্কৃতিক আবেগ/দৃষ্টিকোণ থেকে ভাবাই যেতে পারে। কিন্তু নিবন্ধের শিরোনাম এবং প্রস্তাবিত শিরোনামের মধ্যে যোজন যোজন দূরত্ব। প্রস্তাবিত শিরোনামটি নিবন্ধের বিষয়টিকে নেতিবাচক অর্থ হিসেবে উপস্থাপণ করবে অথচ এখানে আবেগবিহীনভাবে নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করার কথা। আমার প্রশ্ন হলো, আপনি যদি প্রশাসকত্ব লাভ করেন সেক্ষেত্রে ধর্মীয় অথবা সামাজিক অথবা সাংস্কৃতিক আবেগ/দৃষ্টিকোণের উপরে থেকে দায়িত্ব পালন করতে পারবেন কি? ঠিক কোন পর্যায়ে আপনি নিজেকে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করার জন্য অযোগ্য মনে করবেন বা স্বেচ্ছায় পদত্যাগ করবেন?
*: '''উ:''' প্রথম, আমি অবশ্যই ধর্মীয় অথবা সামাজিক অথবা সাংস্কৃতিক আবেগ/দৃষ্টিকোণের উপরে থেকে দায়িত্ব পালন করতে পারবো। দ্বিতীয়, বিশেষ কোনো ক্ষেত্রে যদি আমার প্রশাসনিক ক্ষমতা নিয়ে বিতর্ক সৃষ্টি হয় এবং সম্প্রদায় আমার উপর আস্থা রাখতে না পারে। অথবা আমি প্রশাসনিক কাজের জন্য পর্যাপ্ত সময় দিতে না পারি। [[ব্যবহারকারী:ZI Jony|<span style="color:#8B0000">'''''জনি'''''</span>]] [[ব্যবহারকারী আলাপ:ZI Jony|<sup><span style="color:Green"><i>(আলাপ)</i></span></sup>]] ১৭:০৯, ২৩ মে ২০২০ (ইউটিসি)