প্যালিনড্রোম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[অপরীক্ষিত সংশোধন][অপরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
→‎বাংলাদেশে প্যালিনড্রোম: বাংলায় প্যালিন্ড্রোম অনুবাদকের নাম সংযোজন।
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৩১ নং লাইন:
সামাজিক যোগাযোগ এর মাধ্যমে প্রচার করতে শুরু করেন। একপর্যায়ে গণিতবিদ চমক হাসান তাঁর দ্বারস্থ হলে তিনি প্যালিন্ড্রোম লেখার কলাকৌশল লেখেন। শুধু তাই নয় তিনি বাংলা ভাষায় প্রথম প্যালিনড্রোম গান লিখতে সুর করতে এবং গাইতে সক্ষম হন। চমক হাসান হলেন বিশ্বের তৃতীয় ব্যক্তি যিনি বাংলা ভাষায় প্যালিনড্রোম গান গেয়েছেন।
 
ফরিদ উদ্দিন এ বিষয়টি আরো প্রচার করা জন্যে লেখা আহবান করেন। সেইসাথে তিনি ঘোষণা দেন যারা ভালো লিখবেন তাদের পুরষ্কার দেওয়া হবে। এই আহবানে সাড়া দিয়ে একদল তরুণ লেখা পাঠাতে শুরু করেন। তারমধ্য বাংলাদেশ প্রথম একজন খুদে প্যালিনড্রোমিস্ট আরাত্রিকা আরশ বাংলা অভিধান থেকে অনেক শব্দ খুঁজে বের করেন যা সরাসরি প্যালিনড্রোম। একজন লিখিকা ফাহিমা সরকার লেখেন বাংলা ভাষায় সর্বোচ্চ প্যালিনড্রোম কবিতা। সুমাইয়া জাহান সুপ্তি লেখেন প্রথম অণুগল্প। বাংলায় সর্বপ্রথম ইংরেজি প্যালিন্ড্রোম কবিতার অনুবাদ করেন অমিয় কুমার বর্মন। প্যালিনড্রোম সনেট, ছড়া, গজল, লিমেরিক ও বহুমুখী প্রথম লেখেন হাফেজ আহমেদ এবং উচ্চারণ প্যালিনড্রোম প্রথম লেখেন খোরশেদ জামান। এই লেখাগুলো ছাপানোর জন্য একটি বাংলা সাহিত্যে প্রথম এ্যাম্বিগ্রাম আয়না প্যালিনড্রো ( প্রচ্ছদ) তৈরি করে দেন মোঃ মুরসালিন।
 
ফরিদ উদ্দিন এর ভাষ্যমতে বাংলা ভাষায় প্রায় শব্দকে ভেঙে প্যালিনড্রোম বানানো সম্ভব।