রেবন্ত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎কিংবদন্তি: রচনাশৈলী
১৯ নং লাইন:
 
==কিংবদন্তি==
রেবন্তের জন্মের উপাখ্যান [[বিষ্ণুপুরাণ|বিষ্ণু পুরাণ]] এবং [[মার্কণ্ডেয় পুরাণ]]ে বর্ণনা করা হয়েছে। দেবশিল্পী বিশ্বকর্মার কন্যা সংজ্ঞা ছিলেন সূর্যের পত্নী/স্ত্রী।পত্নী। তিনি সূর্যের অনুগ্রহ লাভে বঞ্চিত হয়ে নিজের প্রতিচ্ছায়া ছায়াকে সূর্যের কাছে রেখে বনে গিয়ে এক ঘোটকীর রূপ ধারণ করে কঠোর তপস্যায় রত হন। ছায়া যে সংজ্ঞা নন, সে কথা বুঝতে পেরে সূর্য সংজ্ঞাকে খুঁজতে বের হন এবং উত্তর কুরুতে তাঁর সাক্ষাৎ পান। তারপর তিনি ঘোড়ার ছদ্মবেশে তাঁর সঙ্গে মিলিত হন এবং তাঁদের মিলনের ফলে যমজ [[অশ্বিনীকুমার]] এবং রেবন্তের জন্ম হয়।<ref>{{harvnb|Singh|1997|pp=2605–6}}</ref> [[কূর্মপুরাণ]] এবং [[মৎস্যপুরাণ]]ে রেবন্তের মাতার নাম হলো [[রাত্রি (হিন্দুধর্ম)|রাত্রি]], যিনি হলেন সূর্যের আরেক স্ত্রী। মার্কণ্ডেয় পুরাণের অন্য একটি অধ্যায়ে বর্ণিত হয়েছে, তিনি হলেন ছায়ার পুত্র এবং তার ভাইয়েরা হলেন [[শনি (দেবতা)|শনিদেব]], [[তপতী]] এবং [[ভদ্র]]।<ref>{{Citation |title=The Myths and Gods of India: The Classic Work on Hindu Polytheism |first=অ্যালাইন |last=ড্যানিয়েলো |pages=৯৬ |publisher=ইনার ট্র্যাডিশন / বিয়ার অ্যান্ড কোম্পানি |isbn=0-89281-354-7 |year=১৯৯১ | url =https://books.google.com/books?id=1HMXN9h6WX0C}}.</ref><ref>{{Citation|last=তালাকদার |first=এ |title=The Matsya Puranam: Part I|series=The Sacred books of the Hindus|volume=১৮ |year=২০০৮ |publisher=কসমো পাবলিকেশন্স |isbn=81-307-0532-X |page=৩২ |chapter=XI}}</ref>
 
মার্কণ্ডেয় পুরাণে আরও লেখা আছে যে সূর্য তাকে গুহ্যকদের শাসক এবং "শত্রু ও লুটেরাদের থেকে, প্রকান্ড অগ্নিকাণ্ড থেকে বন-জঙ্গল এবং অন্যান্য নির্জন ভূমির আতঙ্ক অভান্তরকে" রক্ষার