মাজার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
119.30.39.229-এর সম্পাদিত সংস্করণ হতে NahidSultanBot-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৬ নং লাইন:
মাজারকে রওযা বা কবরও বলা হয়। এর নিকটবর্তী স্থানে [[মসজিদ]], [[মাদ্রাসা]], [[মকতব]] ইত্যাদি গড়ে ওঠে। ইসলামের নবী মুহাম্মাদ মদীনার কবরস্থান জান্নাত-আল বাকীতে এবং উহুদযুদ্ধে শাহাদতপ্রাপ্ত সাহাবীদের কবরস্থানে গমন করতেন এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। সুফীতত্ত্বের অনুসারীরা সুফী দরবেশদের কবরস্থান যিয়ারত করতে পছন্দ করেন। মাজার ওয়ালা কে প্রভু মেনে সিজদা করলে শিরক আর অলি হিসেবে সম্মান করে সিজদা করলে হারাম। <ref>{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=কবর যিয়ারত ও কবরবাসীর কাছে সাহায্যের আবেদন|ইউআরএল=https://islamhouse.com/bn/books/2800454/}}</ref> অনেক মাজারে সমাধিস্থ ব্যক্তির উরস অর্থাৎ জন্ম-মৃত্যুবার্ষিকী পালিত হয়। একে ঈসালে ছওয়াবের মাহফিল বলে। ঐতিহাসিক মাজারগুলি রক্ষণাবেক্ষণের জন্য [[ওয়াক্ফ]] সম্পত্তি থাকে এবং খাদিমও থাকেন; অনেক ক্ষেত্রে তারা উত্তরাধিকারসূত্রে এ পদে অধিষ্ঠিত হন।
 
ভারতীয় উপমহাদেশে বিভিন্ন মুসলিম দেশ থেকে আগত ইসলাম প্রচারক আওলিয়া-দরবেশদের মাজারগুলি এখনও বিদ্যমান, যথা: আজমীরে খাজা মঈনউদ্দীন চিশতির মাজার, দিল্লিতে নিযামউদ্দীন আওলিয়ার মাজার, লাহোরে ফরিদউদ্দীন গঞ্জ-এ-শাক্কারের মাজার, সিলেটে হযরত [[শাহজালাল (আওলিয়া)|শাহ জালালের]] ও হযরত [[শাহ পরাণের মাজার]] মাজার, রাজশাহীর [[মখদুম শাহ'র মাজার|শাহ মখদুম মাজার]], ঢাকায় শাহ আলী বাগদাদীর মাজার, খুলনায় খানজাহান আলীর মাজার ,[[মজ্জুব হযরত সিরাজুল ইসলাম কোরাইশী ]] পাগলা বাবার মাজার শরীফ সিরাজ নগর,ভৈরব,কিশোরগঞ্জ, [[মাজনুন হযরত সৈয়দ সোহেল মুন্সী]], মাজার শরীফ সিরাজ নগর,ভৈরব,কিশোরগঞ্জ ইত্যাদি। [[চট্টগ্রাম]] মাজারের শহর হিসেবে খ্যাত, কারণ সেখানে বারো-আওলিয়ার মাজার আছে। চট্টগ্রাম এ আরো আছে হযরত শাহ্ ছুফি মঈনুদ্দীন শাহ্ (রহ:) এর মাজার,মূফতি মুযাফ্ফর আহমদ (রহ.) এর মাজার,মহিলা ওলিহযরত শামীম জাহানের(র.) মাজার ,কালু শাহ রহ.মায়ার, হযরত শাহ সূফী নূর মোহাম্মাদ নিজামপুরী গাজীয়ে বালাকোট (রহ,) , হযরত শাহ আমানত (রহ.) এর মাজার।
মহাস্থানগড় এ হযরত শাহ সুলতান ইব্রাহীম বলখী মাহী সাওয়ার (রহ.) এর মাজার।
চাঁপাইনবাবগন্জ্ঞে হযরত শাহ নেয়ামতউল্লাহ (রহ.) এর মাজার।