সাতই মার্চের ভাষণ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[অপরীক্ষিত সংশোধন][অপরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎বহিঃসংযোগ: পরিষ্কারকরণ
বিষয়বস্তু যোগ করা হলো
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৫৪ নং লাইন:
| notes =
}}
'''সাতই মার্চের ভাষণ''' ১৯৭১ খ্রিষ্টাব্দের [[৭ই মার্চ]] [[ঢাকা|ঢাকার]] রমনায় অবস্থিত [[রেসকোর্স ময়দান|রেসকোর্স ময়দানে]] (বর্তমান [[সোহরাওয়ার্দী উদ্যান]]) অনুষ্ঠিত জনসভায় বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু [[শেখ মুজিবুর রহমান]] কর্তৃক প্রদত্ত এক ঐতিহাসিক ভাষণ।
 
তিনি উক্ত ভাষণ বিকেল ২টা ৪৫ মিনিটে শুরু করে বিকেল ৩টা ৩ মিনিটে শেষ করেন। উক্ত ভাষণ ১৮ মিনিট স্থায়ী হয়। <ref name="ReferenceA">''বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ - দলিল পত্র ১৫শ খণ্ড''</ref> এই ভাষণে তিনি তৎকালীন [[পূর্ব পাকিস্তান|পূর্ব পাকিস্তানের]] (বর্তমানে বাংলাদেশ) বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। এই ভাষণের একটি লিখিত ভাষ্য অচিরেই বিতরণ করা হয়েছিল। এটি [[তাজউদ্দীন আহমদ]] কর্তৃক কিছু পরিমার্জিত হয়েছিল। পরিমার্জনার মূল উদ্দেশ্য ছিল সামরিক আইন প্রত্যাহার এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবীটির ওপর গুরুত্ব আরোপ করা।<ref name="ReferenceA" /> ১২টি ভাষায় ভাষণটি অনুবাদ করা হয়৷ ''নিউজউইক'' ম্যাগাজিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসেবে স্বীকৃতি দেয়। ২০১৭ সালের ৩০ শে অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.prothomalo.com/bangladesh/article/1355191/বঙ্গবন্ধুর-৭-মার্চের-ভাষণ-ঐতিহাসিক-দলিল-ইউনেস্কো|শিরোনাম=বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ঐতিহাসিক দলিল: ইউনেস্কো|কর্ম=[[দৈনিক প্রথম আলো]]}}</ref>