আনিসুজ্জামান (অধ্যাপক): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
২৮ নং লাইন:
[[চিত্র:Anis Hasina 2.jpg|thumb|প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন আনিসুজ্জামান।]]
আনিসুজ্জামান কলকাতার পার্ক সার্কাস হাইস্কুলে শিক্ষাজীবন শুরু করেন। এখানে তৃতীয় শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ার পর বাংলাদেশে চলে আসেন এবং খুলনা জেলা স্কুলে অষ্টম শ্রেণীতে ভর্তি হন। এক বছর পর পরিবারের সাথে ঢাকায় চলে আসেন এবং প্রিয়নাথ হাইস্কুলে (বর্তমান [[নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়]]) ভর্তি হন। ১৯৫১ সালে এ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ১৯৫৩ সালে [[জগন্নাথ কলেজ]] থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন। ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ১৯৫৭ সালে একই বিষয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সে সময় বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন ড. [[মুহম্মদ শহীদুল্লাহ]] ও শিক্ষক ছিলেন [[মুনীর চৌধুরী]]।
[[image:The Minister of Information and Cultural Affairs, Bangladesh, Shri Abul Kalam Azad calls on the Union Minister for Housing and Urban Poverty Alleviation and Culture, Kumari Selja, in New Delhi. The Secretary.jpg|thumb|200px|বাংলাদেশের তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী, শ্রী আবুল কালাম আজাদ ১১ ই সেপ্টেম্বর, ২০১২ তারিখে নয়াদিল্লিতে কেন্দ্রীয় গৃহায়ন ও নগর দারিদ্র্য বিমোচন ও সংস্কৃতি মন্ত্রী কুমারী সেল্জার সাথে সাক্ষাত করেছেন। সংগীতা গায়রোলাকেও দেখা যায়।]]
 
১৯৫৮ সালের ফেব্রুয়ারিতে তিনি [[বাংলা একাডেমি]]র গবেষণা বৃত্তি লাভ করেন। একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ''ইংরেজ আমলের বাংলা সাহিত্যে বাঙালি মুসলমানের চিন্তাধারায ১৭৫৭-১৯১৮'' বিষয়ে পিএইচডি শুরু করেন। ১৯৫৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি পাকিস্তান কেন্দ্রীয় সরকারের গবেষণা বৃত্তি লাভ করেন। ১৯৬৫ খ্রিষ্টাব্দে [[শিকাগো বিশ্ববিদ্যালয়]] থেকে ''উনিশ শতকের বাংলার সাংস্কৃতিক ইতিহাস: ইয়ং বেঙ্গল ও সমকাল'' বিষয়ে পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেন।<ref>[http://www.kalerkantho.com/index.php?view=details&archiev=yes&arch_date=18-02-2011&type=single&pub_no=435&cat_id=2&menu_id=20&news_type_id=1&index=3 ড. আনিসুজ্জামান : একজন সফল শিক্ষাবিদের প্রতিকৃতি] দৈনিক কালের কন্ঠ</ref>