নওগাঁ জিলা স্কুল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎বহিঃসংযোগ: তথ্যসূত্র যোগ/সংশোধন, সম্প্রসারণ
তথ্যসূত্র যোগ/সংশোধন
১ নং লাইন:
{{Infobox school
| image = [[File:নওগাঁ জিলা স্কুলের লোগো.png|200px]]
| name = নওগাঁ জিলা স্কুল
| established = ১৯১৭
| type = সরকারি বিদ্যালয়
| schoolboard = [[মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী]]
| caption = নওগাঁ জিলা স্কুলের প্রতীক
| motto = পড় তোমার প্রভুর নামে
| endowment =
| headmaster = আবুল কাশেম
| area = ১.৭৬ একর
| teaching_staff = ২২
| stuff = ৪
| faculty =
| students = প্রায় ১০০০
| gender = বালক বিদ্যালয়
| session = জানুয়ারী-ডিসেম্বর
| language = [[বাংলা]]
| grades = তৃতীয় - দশম
| colours = [[খাকি]] ও [[সাদা]] {{color box|khaki}}{{color box|white}}
| location = মুক্তির মোড়
| coordinates = {{স্থানাঙ্ক|24.814|88.940|type:edu|display=inline,title}}
| opened = সকাল ১০ঃ০০
| closed = বিকাল ৪ঃ০০
| city = [[নওগাঁ জেলা|নওগাঁ]]
| country = [[Flag|বাংলাদেশ]]
| postcode = ৬৫০০
| campus = শহরাঞ্চলীয়
| sports = [[ক্রিকেট]] এবং [[ফুটবল (সকার)|ফুটবল]]
| website = http://www.naogaonzillaschool.edu.bd/
}}
}}<br />[[File:Naogaon Zilla School Side View.jpg|260px|thumb|নওগাঁ জিলা স্কুলের মূল ভবন]]
'''নওগাঁ জিলা স্কুল''' সরকারি উচ্চ বিদ্যালয় একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী সরকারি বিদ্যালয় যা [[নওগাঁ জেলা |নওগাঁ জেলায় ]] অবস্থিত।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.naogaonzillaschool.edu.bd/|শিরোনাম=নওগাঁ জিলা স্কুল|ওয়েবসাইট=www.naogaonzillaschool.edu.bd|সংগ্রহের-তারিখ=2020-05-15}}</ref> কেবল ছেলেদের জন্য প্রতিষ্ঠিত এ স্কুলের অবস্থান নওগাঁ শহরের কেন্দ্রস্থল মুক্তির মোড়ে। বর্তমানে নওগাঁ জিলা স্কুলে তৃতীয় শ্রেনী থেকে দশম শ্রেনী পর্যন্ত পাঠদান করা হয়। স্কুলটি ১৯১৭ সালে স্থাপিত হয়। ১৯৪৫ সালে হাই স্কুলে রূপান্তরিত হয়। ১৯৮৫ সালে জাতীয়করণ করা হয়।
 
==ইতিহাস==
৩৬ নং লাইন:
 
==অবকাঠামো==
১.৭৬ একর জমির উপর প্রতিষ্ঠিত। কাঠামোগতভাবে স্কুলটিতে ৩টি ভবন রয়েছে। স্কুলটি ত্রিতলা বিশিষ্ট। এর মধ্যে ১টি ছাত্রাবাস, ১টি২টি প্রশাসনিক ভবন এবং ১টি একাডেমিক ভবন রয়েছে। এই স্কুলের গ্রন্থাগারটি বেশ পুরোনো। এখানে অনেক দুঃপ্রাপ্য গ্রন্থ আছে। বিজ্ঞান ছাত্রদের জন্য রয়েছে বিজ্ঞানাগার। আইসিটি ল্যাব রয়েছে। এছাড়া সকল শিক্ষার্থীর জন্য রয়েছে খেলার মাঠ, নামায ঘর, অডিটরিয়াম, সাইকেল গ্যারেজ ও ২০টি শ্রেণি কক্ষ।<ref name=":0">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.naogaonzillaschool.edu.bd/at_a_glance|শিরোনাম=নওগাঁ জিলা স্কুল|শেষাংশ=|প্রথমাংশ=|তারিখ=|ওয়েবসাইট=www.naogaonzillaschool.edu.bd|আর্কাইভের-ইউআরএল=|আর্কাইভের-তারিখ=|ইউআরএল-অবস্থা=কার্যকর|সংগ্রহের-তারিখ=2020-05-15}}</ref>
==শিক্ষার্থীদের পোশাক ==
স্কুলের নির্দিষ্ট পোশাক হল সাদা শার্ট, খ্যাঁকি প্যান্ট ও সাদা জুতো। শার্ট ফুল হাতা বা হাফ হাতা দুটোই গ্রহণযোগ্য। এছাড়া শীতকালে নীল রঙের সোয়েটারও ইউনিফরমের অন্তর্ভুক্ত। শার্টের পকেটে স্কুলের মনোগ্রামযুক্ত ব্যাজ থাকা আবশ্যক। সাদা রঙের স্কুল জুতা আবশ্যক।
৪৪ নং লাইন:
 
== শিক্ষা কার্যক্রম ==
বিদ্যালয়টিতে ৩য় শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। ৩য় শ্রেণীতে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে ছাত্ররা ভর্তি হয়। ৩য় শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত মাত্র একটা শাখা বিদ্যমান, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত দুইটি শাখা বিদ্যমান।<ref name=":0" /> প্রতিটি শ্রেণী/শাখাতে একজন ক্লাস শিক্ষক থাকে। সর্বপ্রথম ক্লাস ক্লাস শিক্ষক নেন। তিনি সেই ক্লাস নিয়ন্ত্রণ করেন। তিনি ছাত্রদের উপস্থিতি নিশ্চিত করেন,ছাত্রদের মাসিক বেতন গ্রহণ করেন,সেই শ্রেণীর ছাত্রদের অভিবাবক সাথে যোগাযোগ করেন, তিনি সেই শ্রেণীর সর্বশেষ ফলাফল দান করেন, সেই শ্রেণীর কোন ছাত্রর যেকোনো প্রকার সাহায্যর জন্য তিনি সর্বপ্রথম এগিয়ে আসেন। বিদ্যালয়টির পাশের হার ১০০%।
===প্রাত্যহিক সমাবেশ===
প্রতিদিন সকালে বিদ্যালয়ের খেলার মাঠে প্রাত্যহিক সমাবেশ করা হয়। সমাবেশে ছাত্রদের মধ্যে একজন পবিত্র কুরআন থেকে তেলয়াত এবং তারপর গীতা পাঠ করে আরেকজন ছাত্র। তারপর সকল ছাত্র একসাথে শপথ বাক্য পাঠ করে,জাতীয় সঙ্গীত গায়। তারপর শারীরিক চর্চার শিক্ষক ছাত্রদের কিছু কসরত করান। প্রাত্যহিক সমাবেশে সকল ছাত্রদের থাকা বাধ্যতামূলক। সকল শিক্ষকও উপস্থিত থাকেন। প্রতিটা শ্রেণী এবং শাখার ছাত্ররা আলাদা আলাদা সুসৃঙ্খল সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। শিক্ষকগন সকল ছাত্রদের বাধ্যতামূলক ইউনিফরমের নিশ্চিত করেন। সবশেষে ছাত্ররা সারিবদ্ধভাবে মাঠ পরিত্যাগ করে এবং শ্রেণীকক্ষে প্রবেশ করে।