উদিনেসে কালচো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্যসূত্র যোগ/সংশোধন
৫০ নং লাইন:
| socks3 = 172F4D
}}
'''উদিনেসে কালচো''' (সাধারণত শুধুমাত্র '''উদিনেসে''' {{IPA-it|boˈloɲɲa}} নামে পরিচিত) হচ্ছে [[উদিনে]] ভিত্তিক একটি ইতালীয় পেশাদার [[ফুটবল]] ক্লাব।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.transfermarkt.com/udinese-calcio/startseite/verein/410 |শিরোনাম=Udinese Calcio |ওয়েবসাইট= transfermarkt.com|প্রকাশক=transfermarkt |সংগ্রহের-তারিখ=১৩ মে ২০২০ |ভাষা=ইংরেজি }}</ref> এই ক্লাবটি বর্তমানে ইতালির শীর্ষ স্তরের ফুটবল লীগ [[সেরিয়ে আ]]-এ খেলে। এই ক্লাবটি ১৮৯৬ সালের ৩০শে নভেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। উদিনেসে কালচো তাদের সকল হোম ম্যাচ উদিনের [[স্তাদিও ফ্রুইলি|স্তাদিও ফ্রুইলিতে]] খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৫,১৪৪। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন [[লুকা গোত্তি]] এবং সভাপতির দায়িত্ব পালন করছেন [[ফ্রাঙ্কো সোলদানি]]। [[ইতালি জাতীয় ফুটবল দল|ইতালীয়]] [[আক্রমণভাগের খেলোয়াড়]] [[কেভিন লাজানিয়া]] এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
 
ঘরোয়া ফুটবলে, উদিনেসে কালচো এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি [[প্রিমা দিভিজিওনে]] এবং ১টি [[কোপ্পা ইতালিয়া সেরিয়ে চি]] শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছে; যেটি হচ্ছে [[২০০০ উয়েফা ইন্টারটোটো কাপ]]।