চতুরঙ্গ (চলচ্চিত্র): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
সম্পাদনা সারাংশ নেই
২২ নং লাইন:
| আয় =
}}
'''চতুরঙ্গ''' (ইংরেজি: ''Four Chapters'') [[ভারতীয়]] [[বাঙালি]] চিত্র-পরিচালক [[সুমন মুখোপাধ্যায়]] পরিচালিত একটি [[বাংলা]] [[চলচ্চিত্র]]। [[রবীন্দ্রনাথ ঠাকুর|রবীন্দ্রনাথ ঠাকুরের]] প্রসিদ্ধ উপন্যাস ''[[চতুরঙ্গ (উপন্যাস)|চতুরঙ্গ]]'' অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটির মুক্তির তারিখ ২১ নভেম্বর ২০০৮। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন [[ঋতুপর্ণা সেনগুপ্ত]], [[ধৃতিমান চট্টোপাধ্যায়]], [[কবীর সুমন]], সুব্রত দত্ত ও জয় সেনগুপ্ত। সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র। প্রযোজক ক্যাম্পফায়ার ফিল্ম প্রোডাকশন।
 
নরনারীর জটিল যৌনমনস্তত্ত্ব ও আদর্শের সংঘাত এই ছবির মূল উপজীব্য বিষয়। ছবিটি ভারত ও ভারতের বাইরে একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে।
 
== কাহিনী-সারাংশ ==
{{spoiler}}
‘জ্যাঠামশাই’, ‘শচীশ’, ‘দামিনী’ ও ‘শ্রীবিলাস’ – এই চার ‘অঙ্গ’ বা পর্বে বিভক্ত চতুরঙ্গ উপন্যাসটির প্রকাশকাল ১৯১৬। ছবিতে উপন্যাসের এই সময়কাল ও পর্ববিভাজনটি সানুপূর্বিক বজায় আছে। খুব অল্প ক্ষেত্রেই চলচ্চিত্রকার গ্রন্থকারকে ছাপিয়ে নিজস্বতা প্রতিপাদনে সচেষ্ট হয়েছেন। ফলত উপন্যাসের মতো ছবিতেও গল্পকথনে নতুনত্ব পরিলক্ষিত হয়েছে।
 
৫১ ⟶ ৫০ নং লাইন:
 
== অভিনেতা ও কলাকুশলীগণ ==
=== অভিনয়ে ===
* [[ধৃতিমান চট্টোপাধ্যায়]]... জ্যাঠামশাই জগমোহন
* [[ঋতুপর্ণা সেনগুপ্ত]]... দামিনী
৬১ ⟶ ৬০ নং লাইন:
* বিশ্বনাথ ঘোষ... হরিমোহন
 
=== কলাকুশলীগণ ===
* চিত্রনাট্য ও পরিচালনা... [[সুমন মুখোপাধ্যায়]]
* চিত্রগ্রহণ... ইন্দ্রনীল মুখোপাধ্যায়
১৪৯ ⟶ ১৪৮ নং লাইন:
 
* এছাড়াও দুটি যন্ত্রবাদন ব্যবহৃত হয়েছে যা উপরিউক্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।
 
== সমালোচনা ==
 
== বিশেষ প্রদর্শনী ও সম্মাননা ==
এযাবৎ মোট চারটি আন্তর্জাতিক মানের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ''চতুরঙ্গ''। এগুলির মধ্যে দুটি বিদেশে - মন্ট্রিল ওয়ার্লদ ফিল্মচলচ্চিত্র ফেস্টিভ্যালউৎসব ও সাও পাওলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মন্ট্রিলে ওয়ার্ল্ড কম্পিটিশন সেকশন বা বিশ্ব প্রতিযোগিতা বিভাগে অফিসিয়াল চয়েস পেয়েছে এই ছবি। সাও পাওলোতেও ওয়ার্ল্ড কম্পিটিশন সেকশনেই প্রদর্শিত হয় ছবিটি। ২০০৮ সালে ভারতের আন্তর্জাতিক ফিল্মচলচ্চিত্র উৎসবে এটি ভারতীয় নির্বাচন বিভাগে স্থান পায়। ২০০৮ সালেই কলকাতা চলচ্চিত্র উৎসবে সমাপ্তি ছবি হিসাবে প্রদর্শিত হয় এটি। ১৭ নভেম্বর ২০০৮ তারিখে নন্দন-১ প্রেক্ষাগৃহে এই প্রদর্শনীটিই ছিল ছবির জাতীয় প্রিমিয়ার।
 
==তথ্যসূত্র==
== পাদটীকা ==
{{সূত্র তালিকা}}
 
== বহিঃসংযোগ ==