অঞ্জন দত্ত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Hellacioussatyr (আলোচনা | অবদান)
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
Ferdous (আলোচনা | অবদান)
২০ নং লাইন:
{{তথ্যসূত্র}} গান এর জগতে '''অঞ্জন দত্ত''' একজন জনপ্রিয় শিল্পী। [[জীবনমুখী গান]] নামে বাংলা গান এর যে ধারা প্রচলিত, অঞ্জন দত্ত সেই ধারার গান লেখেন, সুর করেন এবং গেয়ে থাকেন। তার ছেলেবেলা কেটেছে [[দার্জিলিং]]-এ। তিনি [[কলকাতা বিশ্ববিদ্যালয়]] থেকে ইংরেজি সাহিত্যে মাস্টারস্‌ করেছেন। তার গান এর সহজবোধ্যতা সবাই কে আকৃষ্ট করে। তার ছেলেবেলার কথা তার গান এ ভীষণভাবে ফুটে উঠেছে। তার সবচাইতে জনপ্রিয় গান '2441139'। তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং চলচ্চিত্র পরিচালনাও করেছেন। তার পরিচালিত একটি ছবির নাম হল [[দ্য বঙ কানেকশন]]। সমসামায়িক অঞ্জন দত্তের একটা ছবি হল "রঞ্জনা আমি আর আসবনা"।
 
==অভিনয়==
অঞ্জন দত্তের অভিনয়গুণের প্রকাশও দেখা যায় ‘একদিন আচানক’, ‘যুগান্ত’, ‘অন্তরীন’, ‘নির্বাক’, ‘জানি দেখা হবে’, ‘চিত্রাঙ্গদা’, ‘দেখা’, ‘মিস্টার এন্ড মিসেস আইয়ার’ সহ আরো বেশ কিছু সিনেমায়। তিনি মৃণাল সেনের পরিচালিত ‘চালচিত্র’তে প্রথম অভিনয় করেন। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা নবাগত অভিনেতার পুরষ্কার অর্জন করেন।
 
অঞ্জন দত্ত ‘দ্য বং কানেকশন’, ‘রঞ্জনা আমি আর আসবো না’, ‘চলো…লেট’স গো’, ‘দত্ত ভার্সাস দত্ত’, ‘ম্যাডলি বাঙালি’, ‘শেষ বলে কিছু নেই’, ‘মনবাক্স’ (এখনও মুক্তি পায়নি) ইত্যাদি সহ ব্যোমকেশ সিরিজের বেশ কিছু সিনেমা পরিচালনা করেছেন।
== অঞ্জন দত্ত'র গানের এ্যালবাম ==
* [[শুনতে কি চাও?]] - ১৯৯৪