নেলসন ম্যান্ডেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎প্রারম্ভিক জীবন: সম্প্রসারণ, তথ্যসূত্র যোগ/সংশোধন
→‎ক্লার্কবারি, হেল্ডটাউন ও ফোর্ট হেয়ার: ১৯৩৪-১৯৪০: সম্প্রসারণ, তথ্যসূত্র যোগ/সংশোধন
৫১ নং লাইন:
===ক্লার্কবারি, হেল্ডটাউন ও ফোর্ট হেয়ার: ১৯৩৪-১৯৪০===
[[চিত্র:Young Mandela.jpg|thumb|left|upright|১৯৩৭ সালে উমতাতায় তোলা একটি ছবিতে ম্যান্ডেলা।<ref>[[#mandela1996|Mandela 1996]], pp. 16, 17</ref>]]
থেম্বু রাজদরবারের প্রিভি কাউন্সিলর হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের লক্ষ্যে ১৯৩৩ সালে ম্যান্ডেলা এঙ্গকোবোর ক্লার্কবারি মেথডিস্ট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষা গ্রহণের জন্য ভর্তি হন। পশ্চিমা-ধারার এই প্রতিষ্ঠানটি কৃষ্ণাঙ্গ আফ্রিকানদের জন্য থেম্বুল্যান্ডের[[থেম্বুল্যান্ড]]ের সর্ববৃহৎ বিদ্যালয়।<ref name="BBC90th">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://news.bbc.co.uk/2/hi/in_depth/7500615.stm|শিরোনাম=Mandela celebrates 90th birthday|তারিখ=17 July 2008|প্রকাশক=BBC|সংগ্রহের-তারিখ=28 October 2008}}</ref>{{sfnm|1a1=ম্যান্ডেলা|1y=১৯৯৪|1pp=৪৫–৪৭ |2a1=স্মিথ|2y=২০১০|2pp=২৭, ৩১ |3a1=মেরেডিথ|3y=২০১০|3pp=১২–১৩ |4a1=স্যাম্পসন|4y=২০১১|4p=১৫}} সেখানে ম্যান্ডেলা ৩ বছরের জায়গায় মাত্র ২ বছরেই জুনিয়র সার্টিফিকেট পরীক্ষায় পাস করেন।{{sfn|স্যাম্পসন|২০১১|p=১৭}}<ref name="BBC90th"/> ১৯৩৭ সালে ম্যান্ডেলা ফোর্ট বোফোর্ট শহরের মিশনারি শিক্ষাপ্রতিষ্ঠান [[হেল্ডটাউন কমপ্রিহেন্সিভ স্কুল|হেল্ডটাউন স্কুলে]] ভর্তি হন। জাস্টিসসহ থেম্বু রাজপরিবারের অধিকাংশ সদস্য এখানেই পড়াশোনা করত।{{sfnm|1a1=ম্যান্ডেলা|1y=১৯৯৪|1p=৫২ |2a1=স্মিথ|2y=২০১০|2pp=৩১–৩২ |3a1=মেরেডিথ|3y=২০১০|3p=১৪ |4a1=স্যাম্পসন|4y=২০১১|4pp=১৭–১৮}} এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইংরেজি সংস্কৃতি ও সরকারের প্রতি গুরুত্ব আরোপ করতেন, কিন্তু ম্যান্ডেলা স্থানীয় আফ্রিকান সংস্কৃতির প্রতি আগ্রহী ছিলেন। এইখানের তার প্রথম হোসা বংশের বাইরের কারও সাথে বন্ধুত্ব হয়, যে সতো ভাষী ছিল। এছাড়া এখানে তিনি তার প্রিয় একজন শিক্ষকের দ্বারা প্রভাবিত হন, যিনি হোসা বংশীয় হয়েও একজন সতোকে বিয়ে করে এই রীতি ভেঙ্গে দেয়।{{sfnm|1a1=ম্যান্ডেলা|1y=১৯৯৪|1pp=৫৩–৫৪ |2a1=স্মিথ|2y=২০১০|2p=৩২ |3a1=মেরেডিথ|3y=২০১০|3pp=১৪–১৫ |4a1=স্যাম্পসন|4y=২০১১|4pp=১৮–২১}} ম্যান্ডেলা হেল্ডটাউনে থাকাকালীন অবসর সময়ে দৌড় ও [[মুষ্টিযুদ্ধ|মুষ্টিযুদ্ধের]] মতো খেলাধুলায় নিয়মিত অংশ নিতে শুরু করেন।<ref name=port/>{{sfnm|1a1=ম্যান্ডেলা|1y=১৯৯৪|1p=৫৬ |2a1=স্মিথ|2y=২০১০|2p=৩২ |3a1=মেরেডিথ|3y=২০১০|3p=১৫}}
 
স্কুলজোঙ্গিন্তাবার সহায়তায় বিদ্যালয় থেকে পাস করার পর ম্যান্ডেলা [[ফোর্ট হেয়ার বিশ্ববিদ্যালয়|ফোর্ট হেয়ার বিশ্ববিদ্যালয়ে]] ব্যাচেলর অব আর্টস কোর্সে ভরতিভর্তি হন। ফোর্ট হেয়ার হল পূর্ব কেপের অ্যালিসে অবস্থিত কৃষ্ণাঙ্গদের জন্য একটি অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ১৫০ জনের মত শিক্ষার্থী পড়াশোনা করত। এই বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে তিনি ইংরেজি, নৃতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান, স্থানীয় প্রশাসন, ও রোমান ওলন্দাজ আইন বিষয়ে অধ্যয়ন করেন। তার লক্ষ্য ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুবাদক বা কেরানি হওয়া।{{sfnm|1a1=ম্যান্ডেলা|1y=১৯৯৪|1pp=৬২–৬৫ |2a1=লজ|2y=২০০৬|2p=৯ |3a1=স্মিথ|3y=২০১০|3pp=৩৩–৩৪ |4a1=মেরেডিথ|4y=২০১০|4pp=১৫–১৮ |5a1=স্যাম্পসন|5y=২০১১|5pp=২১, ২৫}} ম্যান্ডেলা ওয়েসলি হাউজ ছাত্রাবাসে থাকতেন এবং এখানেই তার নিজের গোত্রীয় [[কাইজার মাটানজিমা|কে. ডি. মাটানজিমা]] এবং [[অলিভার টাম্বোরটাম্বো]]র সাথে তার পরিচয়বন্ধুত্ব হয়। টাম্বো আর ম্যান্ডেলা সারাজীবন ধরেআজীবন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।ছিলেন ম্যান্ডেলারএবং আরেকপরবর্তী বন্ধুদশকে ছিলেনকমরেড ট্রান্সকেইয়েরহন।{{sfnm|1a1=ম্যান্ডেলা|1y=১৯৯৪|1pp=৬২–৬৩ সিংহাসনের|2a1=স্মিথ|2y=২০১০|2pp=৩৩–৩৪ উত্তরাধিকারী|3a1=মেরেডিথ|3y=২০১০|3pp=১৭–১৯ |4a1=স্যাম্পসন|4y=২০১১|4pp=২৪–২৫}} অন্যদিকে কাইজার (কে ডি) মাটানজিমা।মাটানজিমা ছিলেন ট্রান্সকেইয়ের সিংহাসনের উত্তরাধিকারী।<ref name="mafela"/> এই বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদেই পরবর্তীকালে ম্যান্ডেলা বান্টুস্থানের রাজনীতি ও নীতিনির্ধারণে জড়িত হন। তবে এসব নীতিমালার ক্ষেত্রে ম্যান্ডেলা ও মাটানজিমার মতবিরোধ হয়।<ref name=port/>
 
ম্যান্ডেলা বলরুম নৃত্য শিখেন,{{sfnm|1a1=ম্যান্ডেলা|1y=১৯৯৪|1pp=৬৭–৬৯ |2a1=স্মিথ|2y=২০১০|2p=৩৪ |3a1=মেরেডিথ|3y=২০১০|3p=১৮ |4a1=স্যাম্পসন|4y=২০১১|4p=২৫}} এবং নাট্য সংঘের মঞ্চস্থ [[আব্রাহাম লিঙ্কন]] সম্পর্কিত একটি নাটকে অভিনয় করেন।{{sfnm|1a1=ম্যান্ডেলা|1y=১৯৯৪|1p=৬৮ |2a1=লজ|2y=২০০৬|2p=১০ |3a1=স্মিথ|3y=২০১০|3p=৩৫ |4a1=মেরেডিথ|4y=২০১০|4p=১৮ |5a1=স্যাম্পসন|5y=২০১১|5p=২৫}} এছাড়া তিনি স্টুডেন্ট ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশনের অংশ হিসেবে স্থানীয় সম্প্রদায়ের জন্য বাইবেল শিক্ষার ব্যবস্থা করেন।{{sfnm|1a1=ম্যান্ডেলা|1y=১৯৯৪|1p=৬৮ |2a1=লজ|2y=২০০৬|2p=১০ |3a1=মেরেডিথ|3y=২০১০|3p=১৮ |4a1=ফরস্টার|4y=২০১৪|4p=৯৩}} যদিও তার বন্ধুরা [[আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস]]ের সাথে জড়িত ছিলেন এবং [[ব্রিটিশ সাম্রাজ্য]] থেকে [[দক্ষিণ আফ্রিকা]]র স্বাধীনতা চাইতেন, ম্যান্ডেলা সাম্রাজ্য-বিরোধী আন্দোলনের সাথে সহাবস্থান এড়িয়ে চলতেন,{{sfn|স্যাম্পসন|২০১১|p=২৫}} এবং [[দ্বিতীয় বিশ্বযুদ্ধ]] শুরু হলে তিনি ব্রিটিশদের যুদ্ধের প্রচেষ্টার মৌখিক সমর্থন জানান।{{sfnm|1a1=ম্যান্ডেলা|1y=১৯৯৪|1pp=৭০–৭১ |2a1=লজ|2y=২০০৬|2p=১১ |3a1=মেরেডিথ|3y=২০১০|3p=১৯ |4a1=স্যাম্পসন|4y=২০১১|4p=২৬}}
 
বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শেষে ম্যান্ডেলা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ছাত্র সংসদের ডাকা আন্দোলনে জড়িত হয়ে পড়েন। এর ফলে তাকে ফোর্ট হেয়ার থেকে চলে যেতে বলা হয়। শর্ত দেওয়া হয়, কেবল ছাত্র সংসদে নির্বাচিত সদস্য হতে পারলেই তিনি সেখানে ফেরত আসতে পারবেন।<ref>[[#mandela1996|Mandela 1996]], pp. 18-19.</ref> জীবনের পরবর্তী সময়ে কারাগারে বন্দি থাকার সময়ে ম্যান্ডেলা লন্ডন বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রমের অধীনে আইনে স্নাতক ডিগ্রি লাভ করেন।