নেলসন ম্যান্ডেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎জন্ম ও পারিবারিক পরিচিতি: সম্প্রসারণ, তথ্যসূত্র যোগ/সংশোধন
→‎প্রারম্ভিক জীবন: সম্প্রসারণ, তথ্যসূত্র যোগ/সংশোধন
৪২ নং লাইন:
ম্যান্ডেলার বাবা গাদলা হেনরি মপাকানইসা ম্যান্ডেলা (১৮৮০-১৯২৮) ম্‌ভেজো গ্রামের মোড়ল ও শাসকের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। একজন শ্বেতাঙ্গ ম্যাজিস্ট্রেট কর্তৃক তার পূর্ববর্তী পদাধিকারী দুর্নীতির দায়ে পদচ্যুত হলে তিনি ১৯১৫ সালে এই পদে আসীন হন।{{sfnm|1a1=গিলিনো|1a2=রো|1y=২০০২|1p=১৩ |2a1=স্মিথ|2y=২০১০|2p=১৯}} ১৯২৬ সালে গাদলাও দুর্নীতির দায়ে পদচ্যুত হন, তবে ম্যান্ডেলাকে বলা হয়েছিল যে ঔপনিবেশিক শাসকদের বিরাগভাজন হওয়ায় ও ম্যাজিস্ট্রেটের চাহিদা পূরণ করতে না পারায় তার পিতাকে পদচ্যুত হয়েছিলেন।{{sfnm|1a1=ম্যান্ডেলা|1y=১৯৯৪|1pp=৮–৯ |2a1=স্মিথ|2y=২০১০|2pp=২১–২২ |3a1=স্যাম্পসন|3y=২০১১|3p=৪}} তিনি তখন তার পরিবারসহ কুনু গ্রামে বসতি স্থাপন করেন। পদচ্যুত হওয়া সত্ত্বেও গাদলা ইনকোসিদের প্রিভি কাউন্সিলের সদস্য ছিলেন এবং থেম্বুর শাসনকর্তা হিসাবে জোঙ্গিন্তাবা দালিন্দ্যেবোকে নির্বাচিত করায় ভূমিকা রাখেন।<ref name="GreatSouls"/> গাদলা ছিলেন [[কাতামা]] দেবতার অনুসারী।{{sfnm|1a1=ম্যান্ডেলা|1y=১৯৯৪|1p=১৮ |2a1=মেরেডিথ|2y=২০১০|2p=১}} তার চার স্ত্রী, চার পুত্র ও নয় কন্যা ছিল।<ref name="GreatSouls">[[#Aikman|Aikman (2003)]], pp 70–71</ref> তারা সকলেই ভিন্ন ভিন্ন গ্রামে বাস করতেন। ম্যান্ডেলার মাতা ছিলেন গাদলার তৃতীয় স্ত্রী নোসেকেনি ফ্যানি। ফ্যানি ছিলেন ম্‌পেম্ভু হোসা গোত্রের ন্‌কেদামার কন্যা।{{sfnm|1a1=বেনসন|1y=১৯৮৬|1p=১৫ |2a1=ম্যান্ডেলা|2y=১৯৯৪|2pp=৭–৮ |3a1=স্মিথ|3y=২০১০|3pp=১৬, ২৩-২৪ |4a1=মেরেডিথ|4y=২০১০|4pp=১, ৩ |5a1=স্যাম্পসন|5y=২০১১|5p=৪}}
 
===শৈশব: ১৯১৮-১৯৩৪===
{{Quote box|width=25em|align=left|quote=আমার পরিবারের কেউ কখনো বিদ্যালয়ে পড়াশোনা করেননি ... বিদ্যালয়ের প্রথম দিন আমার শিক্ষিকা ম্‌দিঙ্গানে আমাদের প্রত্যেকের ইংরেজি নাম রাখেন। সে সময়ে আফ্রিকানদের মধ্যে এটি একটি রীতি ছিল এবং তা নিঃসন্দেহে আমাদের শিক্ষাব্যবস্থায় ব্রিটিশ পক্ষপাতের কারণে। সেদিন ম্‌দিঙ্গানে আমাকে বলেন আমার নতুন নাম নেলসন। এই নামটিই কেন তা সম্পর্কে আমার কোন ধারণ নেই।|salign=right |source=—ম্যান্ডেলা, ১৯৯৪{{sfn|ম্যান্ডেলা|১৯৯৪|p=১৯}} }}
 
ম্যান্ডেলা পরবর্তী কালে বলেন যে তার প্রারম্ভিক জীবন ঐতিহ্যবাহী থেম্বু প্রথা ও নিষেধে জালে আবদ্ধ ছিল।{{sfnm|1a1=ম্যান্ডেলা|1y=১৯৯৪|1p=১৫ |2a1=মেরেডিথ|2y=২০১০|2p=৩}} তার শৈশব কাটে তার দুই বোনের সাথে তার মাতামহের বাড়ি কুনু গ্রামে।{{sfnm|1a1=বেনসন|1y=১৯৮৬|1p=১৬ |2a1=ম্যান্ডেলা|2y=১৯৯৪|2p=১২ |3a1=স্মিথ|3y=২০১০|3pp=২৩-২৪ |4a1=মেরেডিথ|4y=২০১০|4pp=২, ৪}} তার পিতামাতা দুজনেই অশিক্ষিত ছিলেন। তার মাতা খ্রিস্টান ধর্মে বিশ্বাসী ছিলেন এবং তিনি ম্যান্ডেলার যখন সাত বছর বয়স, তখন তাকে স্থানীয় মেথডিস্ট বিদ্যালয়ে পাঠান। তিনি তার পরিবারের প্রথম সদস্য যিনি স্কুলে পড়াশোনা করেছেন। ম্যান্ডেলা রাজপ্রাসাদের কাছে একটি মিশনারি স্কুলে পড়াশোনা করেন। মেথডিস্ট হিসেবে অভিসিঞ্চিত ম্যান্ডেলাকে স্কুলে পড়ার সময়ে তার শিক্ষিকা ম্‌দিঙ্গানে তার ইংরেজি নাম দেনরাখেন "নেলসন"।{{sfnm|1a1=ম্যান্ডেলা|1y=১৯৯৪|1pp=১৮–১৯ |2a1=লজ|2y=২০০৬|2p=৩ |3a1=স্মিথ|3y=২০১০|3p=২৪ |4a1=মেরেডিথ|4y=২০১০|4pp=২, ৪–৫ |5a1=স্যাম্পসন|5y=২০১১|5pp=৫, ৭ |6a1=ফরস্টার|6y=২০১৪|6pp=৯১-৯২}} ম্যান্ডেলার বয়স যখন ৯ বছর, তখন তার পিতা কুনুতে আসেন। সেখানেই তিনি এক চিকিৎসার অযোগ্য এক রোগে মারা যান। ম্যান্ডেলার ধারণা তিনি [[যক্ষ্মা|যক্ষ্মা রোগে]] মারা গিয়েছিলেন।{{sfnm|1a1=ম্যান্ডেলা|1y=১৯৯৪|1p=২০ |2a1=লজ|2y=২০০৬|2p=৩ |3a1=স্মিথ|3y=২০১০|3p=২৫ |4a1=মেরেডিথ|4y=২০১০|4p=৫ |5a1=স্যাম্পসন|5y=২০১১|5p=৭}} ম্যান্ডেলা পরবর্তী কালে বলেন তিনি বংশ পরম্পরা অনুযায়ী তার পিতার "বিদ্রোহচারণ" ও "পক্ষপাতহীনতার একগুঁয়ে জ্ঞান" লাভ করেছিলেন।{{sfn|ম্যান্ডেলা|১৯৯৪|pp=৮, ২০}}
 
ম্যান্ডেলার পিতার মৃত্যুর পর তার মাতা তাকে মকেকেজেনিতে নিয়ে যান। সেখানে থেম্বু রীতি অনুযায়ী ১৬ বছর বয়সে ম্যান্ডেলাকে আনুষ্ঠানিকভাবে তার গোত্রে বরণ করে নেওয়া হয়। থেম্বু শাসক জোঙ্গিন্তাবা দালিন্দ্যেবো তখন তার অভিভাবক নিযুক্ত হন।<ref name="GreatSouls"/> এরপর অনেক বছর তিনি তার মাতাকে দেখেননি। জোঙ্গিন্তাবা ও তার স্ত্রী নোয়েঙ্গল্যান্ড তাকে তাদের নিজেদের সন্তানের মত স্নেহ করতেন এবং তাদের পুত্র জাস্টিস ও কন্যা নমাফুর সাথে লালনপালন করেন।{{sfnm|1a1=বেনসন|1y=১৯৮৬|1p=১৭ |2a1=মির|2y=১৯৮৮|2p=৪ |3a1=ম্যান্ডেলা|3y=১৯৯৪|3pp=২২–২৫ |4a1=লজ|4y=২০০৬|4p=৩ |5a1=স্মিথ|5y=২০১০|5pp=২৬–২৭ |6a1=মেরেডিথ|6y=২০১০|6p=৫ |7a1=স্যাম্পসন|7y=২০১১|7pp=৭-৯}} ম্যান্ডেলা তার অভিভাবকদের সাথে প্রতি রবিবার গির্জায় যেতে, ফলে [[খ্রিস্টধর্ম]] তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।{{sfnm|1a1=মির|1y=১৯৮৮|1p=৭ |2a1=ম্যান্ডেলা|2y=১৯৯৪|2pp=২৭–২৯ |3a1=মেরেডিথ|3y=২০১০১|3pp=৮-৯}} তিনি রাজপ্রাসাদের নিকটবর্তী মেথডিস্ট মিশন বিদ্যালয়ে পড়াশোনা করেন। সেখানে তিনি ইংরেজি, হোসা, ইতিহাস ও ভূগোল বিষয়ে জ্ঞানার্জন করেন।{{sfnm|1a1=মির|1y=১৯৮৮|1p=৭ |2a1=ম্যান্ডেলা|2y=১৯৯৪|2p=২৫ |3a1=স্মিথ|3y=২০১০|3p=২৭ |4a1=মেরেডিথ|4y=২০১০|4p=৯}} রাজপ্রাসাদে আগত বয়োজ্যেষ্ঠ আগন্তুকদের নিকট থেকে গল্প শোনে [[আফ্রিকার ইতিহাস|আফ্রিকান ইতিহাস]] সম্পর্কে তার ভালোবাসা জন্মে এবং তিনি জোয়ি নামক একজন সাম্রাজ্যবিরোধী আগন্তুকের দ্বারা প্রভাবিত হন।{{sfnm|1a1=মির|1y=১৯৮৮|1pp=১১–১২ |2a1=ম্যান্ডেলা|2y=১৯৯৪|2pp=৩৬-৪২ |3a1=লজ|3y=২০০৬|3p=৩ |4a1=স্মিথ|4y=২০১০|4p=১৮ |5a1=মেরেডিথ|5y=২০১০|5p=৮}} সেই সময়ে তিনি [[আফ্রিকা দখলের লড়াই|ইউরোপীয় ঔপনিবেশিকতাবাদীদের]] অত্যাচারী নয় বরং উপকারী মনে করতেন, কারণ তারা দক্ষিণ আফ্রিকায় শিক্ষা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে এসেছিল।{{sfnm|1a1=ম্যান্ডেলা|1y=১৯৯৪|1p=৪৩ |2a1=মেরেডিথ|2y=২০১০|2p=১১}} ১৬ বছর বয়সে তিনি, জাস্টিস ও আরও কয়েকজন বালক তিহালার্হায় উলওয়ালুকু [[খতনা]] করতে যান। এই প্রথাকে বালক থেকে প্রাপ্ত বয়স্কে রূপান্তরের অংশ হিসেবে বিবেচনা করা হত। এরপর ম্যান্ডেলার নামকরণ করা হয় দালিবুঙ্গা।{{sfnm|1a1=বেনসন|1y=১৯৮৬|1p=১৭ |2a1=ম্যান্ডেলা|2y=১৯৯৪|2pp=৩৬-৪২ |3a1=লজ|3y=২০০৬|3p=৮ |4a1=স্মিথ|4y=২০১০|4pp=২৯–৩১ |5a1=মেরেডিথ|5y=২০১০|5pp=৯–১১ |6a1=স্যাম্পসন|6y=২০১১|6p=১৪}}
শাসক জোঙ্গিন্তাবা তখন তার অভিভাবক নিযুক্ত হন।<ref name="GreatSouls"/> ম্যান্ডেলা রাজপ্রাসাদের কাছের একটি মিশনারি স্কুলে পড়াশোনা করেন। থেম্বু রীতি অনুযায়ী ১৬ বছর বয়সে ম্যান্ডেলাকে আনুষ্ঠানিকভাবে তার গোত্রে বরণ করে নেওয়া হয়। এর পর তিনি ক্লার্কবারি বোর্ডিং ইন্সটিটিউটে পড়াশোনা করেন।<ref name="BBC90th">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://news.bbc.co.uk/2/hi/in_depth/7500615.stm|শিরোনাম=Mandela celebrates 90th birthday|তারিখ=17 July 2008|প্রকাশক=BBC|সংগ্রহের-তারিখ=28 October 2008}}</ref> সেখানে ম্যান্ডেলা ৩ বছরের জায়গায় মাত্র ২ বছরেই জুনিয়র সার্টিফিকেট পরীক্ষায় পাস করেন।<ref name="BBC90th"/> ১৯৩৭ খ্রিষ্টাব্দে ম্যান্ডেলা প্রিভি কাউন্সিলে তার পিতার স্থলাভিষিক্ত হন। এরপর তিনি ফোর্ট বোফোর্ট শহরের মিশনারি শিক্ষাপ্রতিষ্ঠান হেল্ডটাউন স্কুলে ভরতি হন। এখানেই থেম্বু রাজবংশের ছাত্ররা পড়াশোনা করত।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.historicschools.org.za/view.asp?ItemID=1&tname=tblComponent2&oname=Schools&pg=front&subm=Pilot%20Schools|শিরোনাম=Healdtown Comprehensive School|প্রকাশক=Historic Schools Project: South Africa|সংগ্রহের-তারিখ=28 October 2008|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20110718065753/http://www.historicschools.org.za/view.asp?ItemID=1&tname=tblComponent2&oname=Schools&pg=front&subm=Pilot%20Schools|আর্কাইভের-তারিখ=১৮ জুলাই ২০১১|অকার্যকর-ইউআরএল=হ্যাঁ}}</ref> এই স্কুলে পড়ার সময়েই ১৯ বছর বয়সে ম্যান্ডেলা দৌড় ও [[মুষ্টিযুদ্ধ|মুষ্টিযুদ্ধের]] মতো খেলাধুলায় নিয়মিত অংশ নিতে শুরু করেন।<ref name=port/>
 
শাসক জোঙ্গিন্তাবা তখন তার অভিভাবক নিযুক্ত হন।<ref name="GreatSouls"/> ম্যান্ডেলা রাজপ্রাসাদের কাছের একটি মিশনারি স্কুলে পড়াশোনা করেন। থেম্বু রীতি অনুযায়ী ১৬ বছর বয়সে ম্যান্ডেলাকে আনুষ্ঠানিকভাবে তার গোত্রে বরণ করে নেওয়া হয়। এর পর তিনি ক্লার্কবারি বোর্ডিং ইন্সটিটিউটে পড়াশোনা করেন।<ref name="BBC90th">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://news.bbc.co.uk/2/hi/in_depth/7500615.stm|শিরোনাম=Mandela celebrates 90th birthday|তারিখ=17 July 2008|প্রকাশক=BBC|সংগ্রহের-তারিখ=28 October 2008}}</ref> সেখানে ম্যান্ডেলা ৩ বছরের জায়গায় মাত্র ২ বছরেই জুনিয়র সার্টিফিকেট পরীক্ষায় পাস করেন।<ref name="BBC90th"/> ১৯৩৭ খ্রিষ্টাব্দে ম্যান্ডেলা প্রিভি কাউন্সিলে তার পিতার স্থলাভিষিক্ত হন। এরপর তিনি ফোর্ট বোফোর্ট শহরের মিশনারি শিক্ষাপ্রতিষ্ঠান হেল্ডটাউন স্কুলে ভরতি হন। এখানেই থেম্বু রাজবংশের ছাত্ররা পড়াশোনা করত।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.historicschools.org.za/view.asp?ItemID=1&tname=tblComponent2&oname=Schools&pg=front&subm=Pilot%20Schools|শিরোনাম=Healdtown Comprehensive School|প্রকাশক=Historic Schools Project: South Africa|সংগ্রহের-তারিখ=28 October 2008|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20110718065753/http://www.historicschools.org.za/view.asp?ItemID=1&tname=tblComponent2&oname=Schools&pg=front&subm=Pilot%20Schools|আর্কাইভের-তারিখ=১৮ জুলাই ২০১১|অকার্যকর-ইউআরএল=হ্যাঁ}}</ref> এই স্কুলে পড়ার সময়েই ১৯ বছর বয়সে ম্যান্ডেলা দৌড় ও [[মুষ্টিযুদ্ধ|মুষ্টিযুদ্ধের]] মতো খেলাধুলায় নিয়মিত অংশ নিতে শুরু করেন।<ref name=port/>
 
স্কুল থেকে পাস করার পর ম্যান্ডেলা [[ফোর্ট হেয়ার বিশ্ববিদ্যালয়|ফোর্ট হেয়ার বিশ্ববিদ্যালয়ে]] ব্যাচেলর অব আর্টস কোর্সে ভরতি হন। এখানেই অলিভার টাম্বোর সাথে তার পরিচয় হয়। টাম্বো আর ম্যান্ডেলা সারাজীবন ধরে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ম্যান্ডেলার আরেক বন্ধু ছিলেন ট্রান্সকেইয়ের সিংহাসনের উত্তরাধিকারী কাইজার (কে ডি) মাটানজিমা।<ref name="mafela"/> এই বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদেই পরবর্তীকালে ম্যান্ডেলা বান্টুস্থানের রাজনীতি ও নীতিনির্ধারণে জড়িত হন। তবে এসব নীতিমালার ক্ষেত্রে ম্যান্ডেলা ও মাটানজিমার মতবিরোধ হয়।<ref name=port/>