এনটিভি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Khandaker Fakaruddin Ahmed-এর করা 4225977 নং সংস্করণে প্রত্যাবর্তন করা হয়েছে। (টুইং)
ট্যাগ: পূর্বাবস্থায় ফেরত
পরিষ্কারকরণ
৫৫ নং লাইন:
}}
 
'''এনটিভি''' একটি উপগ্রহ-ভিত্তিক বাংলাদেশী এবং বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল। এটি ২০০৩ সালে যাত্রা শুরু করে। এটি বাংলাদেশের জনপ্রিয়তম চ্যানেলের মধ্যে একটি। চ্যানেলটির চেয়ারম্যান ও বর্তমানদয়িত্বাধীন ব্যবস্থাপনা পরিচালক (২০১১) [[মোসাদ্দেক আলী ফালু]]।<ref name=falu>{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=Profile of Top Management|ইউআরএল=http://www.ntvbd.tv/index.php?option=com_content&view=article&id=38&Itemid=52|প্রকাশক=International Television Channel Ltd. (NTV)|সংগ্রহের-তারিখ=21 September 2011}}</ref>

চ্যানেলটি সংবাদ, শিক্ষামূলক অনুষ্ঠান, নাটক, রাজনৈকিত অনুষ্ঠান দেখিয়ে থাকে। সেপ্টেম্বর ২০১১ সালে এনটিভি বাংলাদেশের প্রথম টিভি চ্যানেল হিসেবে আইএসও সনদ লাভ করে।
 
== ইতিহাস ==
[[চিত্র:Mohammad Mosaddak Ali along with the country’s prominent personalities cutting cake marking the 12th founding anniversary of NTV at its office.jpg|থাম্ব|২০১৫ সালে এনটিভির একযুগ পূর্তী উৎসব পালিত হয়।]]
ফেব্রুয়ারী ২০০৩ সালেসালের ফেব্রুয়ারিতে এনটিভি চালুর ঘোষণা আসে, প্রাথমিকভাবে একই বছরের এপ্রিলে কার্যক্রম শুরু হয়। টিভি চায়নেলটি সিএনএন এর সাথে অংশীদারিত্বের ঘোষণাও দিয়েছিল। আগস্ট ২০০৬ সালে যুক্তরাজ্য ভিত্তিক একটি বাংলাদেশী টিভি চ্যানেল স্কাই চ্যানেল ৮২৬-এর মাধ্যমে ইউকে এবং ইউরোপ জুড়ে এনটিভির অনুষ্ঠানগুলি দেখানোর অধিকার অর্জন করে, তবে এক বছর পর সম্প্রচার বন্ধ হয়ে যায়।
 
২০০৭ সালের ২৬ শে ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টায়, এনটিভি যে ভবনটিতে অবস্থিত, তাতেভবনে আগুন লেগে যায়। আগুনে তিনজন মারা যায়যান এবং শতাধিক আহত হয়।হন। আগুনের কারণে চ্যানেলটির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ভবনটিতে একই মালিকানাধীন [[আরটিভি]] নামক চ্যানলটিও অগ্নিকান্ডের শিকার হয়। ২০০৮ সালের আগস্টে এনটিভি স্কাই চ্যানেল ৮৩৩-এর মাধ্যমে ১ বছর পর আবার যুক্তরাজ্যে সম্প্রচার করা শুরু করে। সেপ্টেম্বর ২০১১ সালে এনটিভি প্রথম বাংলাদেশি টিভি চ্যানেল হিসাবে আইএসও শংসাপত্রপ্রশংসা অর্জন করে।
 
২০১৫ সালের পহেলা ফেব্রুয়ারি এনটিভি ওয়েবে অনলাইন সংস্করণ চালু করে। এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন খন্দকার ফকরউদ্দীন আহমেদ (ফকরউদ্দীন জুয়েল)।<ref>https://www.ntvbd.com/bangladesh/386/%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF-%E0%A6%85%E0%A6%A8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81</ref>
 
==অনুষ্ঠান==
এনটিবি সংবাদ, সমসাময়িক ঘটনা, আলোচনা অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র, খেলাধুলার খবর, ব্যবসা-বাণিজ্যের অনুষ্ঠান, বিনোদনমূলক অনুষ্ঠান, নাটক, টেলিফিল্ম, সংগীতানুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান সম্প্রচার করে।
 
== এনটিভি অনলাইন ==
২০১৫ সালের পহেলা ফেব্রুয়ারি এনটিভি অনলাইনের (www.ntvbd.com) যাত্রা শুরু হয়। এনটিভির প্রধান কার্যালয় রাজধানীর কারওয়ান বাজারে বিএসইসি ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে অনলাইনের উদ্বোধন করেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনটিভির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুস, এনটিভির পরিচালক আলহাজ্ব নুরুদ্দীন আহমেদ, মো. শহীদুল হক, মো. আশফাক উদ্দিন আহমেদ, আকলিমা বিলকিস। এনটিভি অনলাইনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন খন্দকার ফকরউদ্দীন আহমেদ (ফকরউদ্দীন জুয়েল)। <ref>https://www.ntvbd.com/bangladesh/386/%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF-%E0%A6%85%E0%A6%A8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81</ref>
 
== তথ্যসূত্র ==