উইকিপিডিয়া:আলোচনাসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১৬৬ নং লাইন:
*: এমন কোন আলোচনা বা সমালোচনা হয়েছে কি কোথাও? নোটিশে যদি বিতর্ক হয় তাহলে এডিটাথনেও কি বিতর্ক হওয়ার কথা নয়? [[ব্যবহারকারী:Ferdous|— <span style="color:red">ফের</span><span style="color:green">দৌস</span>]] • ০৭:২৯, ৯ মে ২০২০ (ইউটিসি)
*::না হয়নি এখনো কিন্তু হওয়া সম্ভব। কারণ যখন নোটিশ যাবে তখন অন্য ধর্মের পাঠককে বাধ্যতামূলক নোটিশ দেখিয়ে কোন কিছুতে অংশ নিতে আহ্বান করা একটি বিষয়। এবং এডিটাথনটি আয়োজন করা হয়েছে কিন্তু নোটিশ না দিলে তাহলে বিতর্কের সুযোগ নেই যেহেতু যার যার ইচ্ছা অনুসারে এডিটাথনে অংশ নেবেন। ব্যক্তিগত মতে, ধর্মীয় বিষয়ে সবচেয়ে ভালো হত সব ধর্ম নিয়ে এডিটাথনটি করা সেক্ষেত্রে নোটিশ দিলে সমস্যা হতো না। '''[[ব্যবহারকারী:NahidSultan|~ যুদ্ধমন্ত্রী]] <sup>[[ব্যবহারকারী আলাপ:NahidSultan|আলাপ]]</sup>''' ০৮:১৮, ৯ মে ২০২০ (ইউটিসি)
::::সব ধর্ম নিয়ে এডিটাথন করা যায় কিন্তু সময়টা বছরের কোন সময় হবে? রমজানেও একসাথে হলে আমার আপত্তি নেই। তবে আলাদা সময় হলে হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টধর্মের উৎসবের সময়ে আলাদা আরও তিনটি এডিটাথন করতে হবে। আর সাইটনোটিশ নজরতালিকার পাশাপাশি সাম্প্রতিক পরিবর্তন পাতাতেও দেওয়া যেতে পারে।[[বিশেষ:অবদান/103.230.106.4|103.230.106.4]] ([[ব্যবহারকারী আলাপ:103.230.106.4|আলাপ]]) ১৩:১৯, ৯ মে ২০২০ (ইউটিসি)
: এডিটাথনে সাধারণত নতুনদের অবদান বেশী থাকে। আর নতুনদের মধ্যে নজরতালিকা দেখার প্রবণতা তুলনামূলকভাবে কম থাকে। খুব সক্রিয় উইকিপিডিয়ানরা নজরতালিকা দেখে থাকে। তাই নজরতালিকার নোটিশ দেওয়ার বিপক্ষে আমি। আর এমনিতেই এডিটাথনের অর্ধেক সময় পেরিয়ে গেছে। [[ব্যবহারকারী:Ferdous|— <span style="color:red">ফের</span><span style="color:green">দৌস</span>]] • ০৮:৩০, ৯ মে ২০২০ (ইউটিসি)
*:: আমি নজরতালিকা নোটিশ দেয়ার পক্ষে একমত, কিন্তু তার জন্য আমাদের অনেকটা কাজ করতে হবে। কেননা আমরা এখনো কিছুই তৈরি করতে পারিনি। [[ব্যবহারকারী:ZI Jony|<span style="color:#8B0000">'''''জনি'''''</span>]] [[ব্যবহারকারী আলাপ:ZI Jony|<sup><span style="color:Green"><i>(আলাপ)</i></span></sup>]] ০৭:৪৪, ৯ মে ২০২০ (ইউটিসি)