শিটল্যান্ড ভেড়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
৩টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0
আবার (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
২৩ নং লাইন:
| note =
}}
'''শীটল্যান্ড ভেড়া''' একধরনের ছোট আকারের, পশম উৎপাদনকারী ভেড়ার প্রজাতি যার উৎপত্তি [[শীটল্যান্ড দ্বীপ|শীটল্যান্ড দ্বীপে]], কিন্তু বর্তমানে এটি বিশ্বের অনেক অংশে পালন করা হয়। এটি উত্তর ইউরোপীয় শর্ট-টেইল ভেড়ার গ্রুপের একটি অংশ এবং এটি বিলুপ্ত স্কটিশ ডানফেইসের সাথে নিবিড় ভাবে সম্পর্কযুক্ত। শীটল্যান্ড অনগ্রসর বা “অনুন্নত” প্রজাতি হিসেবে ‍শ্রেণীভুক্ত।<ref name="Sheep101"><cite class="citation web" contenteditable="false">[http://www.sheep101.info/breedsS.html#Shetland "Shetland"]. </cite></ref> এই প্রজাতিটি তার খুবই মসৃন পশম, মাংস এবং চারণ সংরক্ষণের জন্য পালন করা হয়।<ref><cite class="citation web" contenteditable="false">[http://www.shetland-sheep.org.uk/breed.html "The Shetland Breed"] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20121129115543/http://www.shetland-sheep.org.uk/breed.html |তারিখ=২৯ নভেম্বর ২০১২ }}. </cite></ref>
 
যদিও শীটল্যান্ডরা বাণিজ্যিক প্রজাতি গুলোর তুলনায় ছোট আকারের এবং ধীরে বাড়ে তথাপি তারা কষ্টসহিষ্ণু, কম খরচে সহজে পালন যোগ্য, খাপ খাওয়াতে সক্ষম এবং দীর্ঘ্য দিন বাঁচে। শীটল্যান্ড প্রজাতিটি কয়েক শতক ধরে কঠিন অবস্থা এবং নিম্নমানের খাবারের উপরও টিকে থেকেছে কিন্তু ভাল পরিস্থিতিতে তারা আরো উন্নতি লাভ করে। শীটল্যান্ডরা অভিযোজনের অনেক পুরাতন বৈশিষ্ট্য ধরে রেখেছে তাই অন্যান্য অনেক আধুনিক প্রজাতির চেয়ে তাদের যত্ন নেয়া সহজ।
৩৯ নং লাইন:
উনিশ শতকের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থমাস জেফারসন কয়েক বছর একটি কুখ্যাত ভেড়া পালন করেছিলেন। এই ভেড়ার চারটি শিং ‍ছিল যা আধুনিক শীটল্যান্ডদের দেখা যায় না (তবে কাছাকাছি কিছু প্রজাতিতে পাওয়া যায়)। এটিকে অন্য আরো ৪০ টি ভেড়ার সাথে হোয়াইট হাউসের সামনে প্রেসিডেন্ট স্কয়ারে রাখা হত। ১৮০৮ সালের এক বসন্তে এটি বেশ কিছু লোককে অাক্রমন করে যারা স্কয়ারের উপর দিয়ে ফাঁড়ি পথ ধরেছিলেন, এদের কিছুকে আহত করে এবং একটি ছোট ছেলেকে মেরেই ফেলে। জেফারসনের ব্যক্তিগত এস্টেট মন্টিসেলোতে সরানোর পর এটিকে মেরেই ফেলা হয় যখন এটি অন্য বেশকিছু ভেড়াকে হত্যা করেঃ জেফারসন এটিকে “জঘন্য প্রাণী” হিসেবে বর্ণনা করেছেন।<ref name="Monticello"><cite class="citation web" contenteditable="false">[http://www.monticello.org/site/plantation-and-slavery/sheep "Sheep"]. </cite></ref> শীটল্যান্ড ভেড়াদের এরকম আক্রমণাত্মক হওয়াট অস্বাভাবিক।<ref name=":1"><cite class="citation web" contenteditable="false">[http://www.pinonwoodranch.com/shetlands.html "About Shetland Sheep.] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20150217092143/http://pinonwoodranch.com/shetlands.html |তারিখ=১৭ ফেব্রুয়ারি ২০১৫ }}</cite></ref>
 
উত্তর আমেরিকায় জেফারসনের আসল শীটল্যান্ড এর পাল টিকে থাকেনি।<ref name=":3"><cite class="citation book" contenteditable="false">Vorwald Dohner, Janet (2002). </cite></ref> এটি বিংশ শতাব্দীর আগে পর্যন্ত ছিল না যতক্ষণ পর্যন্ত শীটল্যান্ডদেরকে [[কানাডা|কানাডাতে]] আমদানী করে আনা হয় এবং পরে ১৯৮০ এর দশকে কানাডা থেকে [[যুক্তরাষ্ট্র|যুক্তরাষ্ট্রে]] নিয়ে আসা হয়।<ref><cite class="citation book" contenteditable="false">Ekarius, Carol (2008). </cite></ref> তখন থেকে একটি উত্তর আমেরিকার শীটল্যান্ড শীপ রেজিস্ট্রি প্রতিষ্ঠিত হয় এবং সেখানে এখন এই প্রজাতির হাজার হাজার ভেড়া রয়েছে।<ref name=":3"/>
 
=== আধুনিক খামার ব্যবসায় ===