টাইগার শ্রফ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২২ নং লাইন:
 
==অভিনয় জীবন==
ছোটবেলা থেকেই তিনি ভারতীয় ফুটবলার হতে চেয়েছিলেন। তবে স্কুল লাইফ থেকেই তিনি বিভিন্ন ছবির অফার পেতেন। অবশেষে ২০১২ সালে [[সাজিদ নাদিয়াদওয়ালা]] এর [[হিরোপান্তি]] ছবিতে সাইন করেন। ২০১৪ সালে [[হিরোপান্তি]] দিয়েই তার অভিষেক হয়। প্রথম ছবিই হিট হয়ে যায়। ''[[ধুম ৩]]'' এ অভিনয়ের জন্য [[আমির খান|আমির খানের]] শরীর তৈরী করতে শ্রফ সাহায্য করেন। [[হিরোপান্তি]] ছবির একটি গান "মেরে নাল তু হুইস্টেল বাজা" এর ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। একই বছরে তার প্রথম মিউজিক ভিডিও "চাল ওয়াহা যাতে হ্যায়" বের হয়। সহ অভিনেত্রী হিসেবে [[হিরোপান্তি]] এর নায়িকা [[কৃতি শ্যানন]] ছিলো। প্রথম ছবির পর দুবছর গ্যাপ নেন। এই দুই বছর নিজেকে আরোও ভালোভাবে রপ্ত করে নেন। তবে ২০১৫ সালে [[মাইকেল জ্যাকসন]] এর ট্রিবিউট হিসেবে একটি ডান্স উপহার দেন। এছাড়াও "আ রাহা হু ম্যায় জিন্দেগী" নামের একটি মিউজিক ভিডিও করেন। এটি [[টাইগার শ্রফ]] এর দ্বিতীয় মিউজিক ভিডিও। এতে [[টাইগার শ্রফ]] এর সাথে [[আতিফ আসলাম]] কে একসাথে দেখা যায়। ২০১৬ সালে তার দ্বিতীয় ছবি [[বাগী]] রিলিজ হয় এবং ফিল্মটা বক্স অফিসে সুপারহিট হয়। একই বছর তার আরেকটি ফিল্ম ও ৩য় মিউজিক ভিডিও বের হয়। তার ৩য় মিউজিক ভিডিও "বেফিকরা" সেসময়ে খুবই জনপ্রিয়তা অর্জন করে। ভিডিওতে তার সাথে [[দিশা পাটানি]] একই তালে নাচতে দেখা যায়। ৩য় ফিল্ম [[এ ফ্লাইং জাট]] যাতে টাইগারকে প্রথমবার একজন সুপারহিরো রূপে দেখা যায়। দুর্ভাগ্যবশত এটি বক্স অফিসে ফ্লপ হয় এবং এটিই তার প্রথম ফ্লপ ফিল্ম। একবছর পর [[মুন্না মাইকেল]] রিলিজ হয়। তাতে [[টাইগার শ্রফ]] কে [[মাইকেল জ্যাকসন]] এর ভক্তরূপে দেখা যায়। তবে সেটিও বক্স অফিসে ব্যর্থ হয়। এতে টাইগার কিছুটা ভেঙ্গে পড়ে। তবে [[মুন্না মাইকেল]] রিলিজ হওয়ায় আগেই তিনি তার পঞ্চম ফিল্ম [[বাগী ২]] তে কাজ করা শুরু করে দেন। প্রথমবার তাকে আর্মি অবতারে দেখা যায়। সেই সময় অনুযায়ী এটি টাইগারের সর্বোচ্চ বাজেটের একশন-থ্রীলার ধর্মী ফিল্ম।এই ফিল্মই তার ক্যারিয়ারের টার্নিংং পয়েন্ট হয়ে দাড়ায়। [[বাগী ২]] তার ক্যারিয়ারের প্রথম ব্লকবাস্টার ফিল্ম। ফিল্মের শেষ একশন সীন বলিউডের অন্যতম সেরা একশন সিকুয়েন্স। তার পরের ফিল্ম [[স্টুডেন্ট অফ দ্যাদ্য ইয়ার ২]] ২০১৯ সালে রিলিজ পায়। এতে টাইগারকে কলেজ স্টুডেন্ট হিসেবে দেখা যায়। বক্স অফিসে ফিল্মটি এভারেজ ট্যাগ পায়। একই বছর টাইগারের দ্বিতীয় ব্লকবাস্টার ফিল্ম "ওয়ার" রিলিজ পায়। এতে টাইগারকে ভারতীয় এজেন্ট হিসেবে দেখা যায়। [[হৃতিক রোশন]] এর সাথে পাল্লা দিয়ে তাকে একটিং-একশন করতে দেখা যায়। ক্রিটিক্সদের মতে এটিই [[টাইগার শ্রফ]] এর অভিনীত সেরা ফিল্ম। এর মাঝে তিনি আরোও কয়েকটি মিউজিক ভিডিও করেছিলেন। এখন পর্যন্ত তার সর্বশেষ ফিল্ম [[বাগী ৩]] যা ২০২০ সালে রিলিজ পায়। ফিল্মে [[টাইগার শ্রফ]] ছাড়াও [[রিতেশ দেশমুখ]] ও [[শ্রদ্ধা কাপুর]] লিড রোলে অভিনয় করেছিলো। মোট ৮ টি ফিল্মের মধ্যে ২ টি ফ্লপ, ২ টি এভারেজ, ১ টি হিট, ১ টি সুপারহিট, ২ ব্লকবাস্টার হয়।
 
== চলচ্চিত্র ==