বাংলাদেশ প্রিমিয়ার লিগের অধিনায়কগণের তালিকা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
হালনাগাদ করা হল
হালনাগাদ করা হল
১ নং লাইন:
{{হালনাগাদ|date=জুলাই ২০১৬}}
{{নির্বাচিত তালিকা}}
[[File:Mashrafe Mortaza training, 23 January, 2009, Dhaka SBNS.jpg|thumb|200px|right| [[ঢাকা গ্ল্যাডিয়েটরস]]-এর অধিনায়ক [[মাশরাফি বিন মর্তুজা]]-এর বিপিএল-এ অন্তত ১০টি খেলায় অধিনায়কত্ব করা খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে ভাল জয়ের হার রয়েছে। |alt=প্র্যাকটিসে মাস্রাফি মরতুজা]]
৭ ⟶ ৬ নং লাইন:
২০১২ সাল হতে [[বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল]]-এর সাবেক ও সবচেয়ে সফল অধিনায়ক [[মুশফিকুর রহিম|মাশরাফি বিন মর্তুজা]], অধিনায়ক হিসেবে বিপিএল-এ সবচেয়ে বেশি ম্যাচে অংশগ্রহণ করেছেন। অধিনায়ক হিসেবে বিপিএল-এ খেলা তার ৮৬টি ম্যাচের মধ্যে সর্বমোট জয়ের হার ৬২.৭৯%। অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ (৭৬টি) ম্যাচের নেতৃত্ব দিয়েছেন [[মাহমুদুল্লাহ|মাহমুদুল্লাহ রিয়াদ]]। বিপিএল-এ খেলা তার ৭৬টি ম্যাচের মধ্যে সর্বমোট জয়ের হার ৫০.৬৫%। অধিনায়ক হিসেবে তৃতীয় সর্বোচ্চ (৭৩টি) ম্যাচের নেতৃত্ব দিয়েছেন [[মুশফিকুর রহিম]]। তার নেতৃত্ব দেয়া বিপিএল-এ ৭৩টি ম্যাচের মধ্যে সর্বমোট জয়ের হার ৫১.৩৬%। ১০০% জয়ের হার নিয়ে [[ঢাকা গ্ল্যাডিয়েটরস]]-এর [[মোশাররফ হোসেন (ক্রিকেটার)|মোশাররফ হোসেন]] এর বিপিএল-এ সবচেয়ে ভাল জয়ের হার রয়েছে। যদিও তিনি মাত্র একটি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। অন্তত ১ টি ম্যাচের অধিক ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে [[ব্রেন্ডন টেলর]]-এর জয়ের হার সবচেয়ে ভাল। তার জয়ের হার ৬ ম্যাচে ৮৩.৩৩%। তবে যারা অন্তত ১০ টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন তাদের মধ্যে [[ইমরুল কায়েস]]-এর বিপিএল-এ সবচেয়ে ভাল জয়ের হার রয়েছে। ১৭ টি ম্যাচে তার জয়ের হার ৭০.৫৮%। একইভাবে অন্তত ১০টি ম্যাচে অধিনায়কত্ব করা খেলোয়াড়দের মধ্যে [[শাহরিয়ার নাফীস]]-এর বিপিএল-এ সবচেয়ে খারাপ জয়ের হার রয়েছে। ১৪ টি ম্যাচে তার জয়ের হার ২৮.৫৭%। ৩৭টি করে পরাজয় নিয়ে [[মাহমুদুল্লাহ|মাহমুদুল্লাহ রিয়াদ]] অধিনায়ক হিসেবে হারের তালিকায় সবার উপরে। বিপিএল-এ অধিনায়ক হিসেবে [[মুশফিকুর রহিম]] সবচেয়ে বেশি দলের নেতৃত্ব দিয়েছেন।<ref name=":0" />
 
পিটার ট্রেগো অধিনায়ক হিসেবে কোন জয় ছাড়া সবচেয়ে বেশি ম্যাচে অংশ নিয়েছেন। তিনি ৫ টি ম্যাচে তার দলকে নেতৃত্ব দেন এবং ৫টিতেই তার দল পরাজিত হয়। ৬ জন খেলোয়াড় সিলেট রয়ালস-কে, ৫ জন খেলোয়াড় দুরন্ত রাজশাহী-কে, ৪ জন খেলোয়াড় বরিশাল বার্নার্স-কে, তিনজন করে খেলোয়াড় চিটাগাং কিংস, ঢাকা গ্ল্যাডিয়েটরস ও খুলনা রয়েল বেঙ্গলস এবং ২ জন খেলোয়াড় [[রংপুর রাইডার্স]]-কে নেতৃত্ব দিয়েছেন। অন্তত এক ম্যাচে হলেও অধিনায়কত্ব করা এই ২২৪৮ জনের মধ্যে ১৬২১ জন বাংলাদেশের খেলোয়াড়। বাকি ৬ জনের মধ্যে ২২৭ জন শ্রীলঙ্কারবিদেশি এবং ১ জন করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের।খেলোয়াড়।<ref name=":0" />
 
এই তালিকায় তারাই স্থান পেয়েছেন যারা বিপিএল-এ তাদের দলকে অন্তত এক ম্যাচের জন্য হলেও নেতৃত্ব দিয়েছেন। এই তালিকা তৈরি করা হয়েছে ম্যাচের সংখ্যার ভিত্তিতে। যদি কোন ক্ষেত্রে ম্যাচের সংখ্যা সমান হয়ে যায় সে ক্ষেত্রে জয়-পরাজয়ের হারের ভিত্তিতে শ্রেণী বিন্যাস করা হয়েছে। এর পরেও কোন ক্ষেত্রে সমান থাকলে নামের শেষাংশের ভিত্তিতে শ্রেণী বিন্যাস করা হয়েছে। <ref group="দ্রষ্টব্য">অন্য কোন ভিত্তিতে তালিকাবদ্ধ করতে চাইলে কলামের পাশে [[File:Sort both small.svg|link=|alt=Table sort icon]]-এ ক্লিক করুন।</ref><ref group="দ্রষ্টব্য">[[২০১৩ বাংলাদেশ প্রিমিয়ার লীগ|২০১৩ বিপিএল]] পর্যন্ত তথ্যের ভিত্তিতে এই তালিকা করা হয়েছে।</ref>