বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
RakibHossain (আলোচনা | অবদান)
বানান সংশোধন
২৬৭ নং লাইন:
 
আমার "চন্দ্ররেণু" বিষয়ক সংযোজন অপসারণ করা হয়েছে কেন,যৌক্তিক কারণসহ বিস্তারিত বলবেন? আর আমি "খেলাঘর" সম্পর্কে তেমন কিছু জানি না। [[ব্যবহারকারী:Tawhid Shajad|Tawhid Shajad]] ([[ব্যবহারকারী আলাপ:Tawhid Shajad|আলাপ]]) ০২:৪২, ৬ মে ২০২০ (ইউটিসি)
 
== 'খ্রিস্টাব্দ' কেটে 'খ্রিষ্টাব্দ' করে উইকিপিডিয়াকে গত শতকে নিয়ে যাচ্ছেন? ==
 
{{ping|NahidSultan}}, সালাম ওয়ালেকুম মহামান্য নাহিদভাই, যদিও আজকাল উইকির কাজে বিশেষ সময় দিতে পারছিনা, তবুও আমি কিছুদিন থেকে লক্ষ করছি আমার তৈরি নিবন্ধগুলোতে 'খ্রিস্টাব্দ' বানান কেটে 'খ্রিষ্টাব্দ' করে দিচ্ছেন (যেমন, একটা উদাহরণ রাখছি: গত ১৮ অক্টাবর, ২০১৯ তারিখে আমার তৈরি 'সাঁতরাগাছি' নিবন্ধে সব 'খ্রিস্টাব্দ' কেটে 'খ্রিষ্টাব্দ' করেছেন)। এটা ঠিক, আপনার মতো নবীন বয়সে, অর্থাৎ গত বিশ শতকে আমরাও 'খ্রিষ্টাব্দ' লিখতাম; বিশ শতকের শেষ দিকে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রকাশিত 'বানান অভিধান' মোতাবেক যাবতীয় বিদেশি শব্দের বাংলায় 'ষ্ট'-এর জায়গায় 'স্ট' করা হয়েছে। যেমন, খ্রিস্ট, খ্রিস্টাব্দ, স্টেট, স্ট্যাম্প, স্টার, স্টাফ ইত্যাদি। আর এটা জেনে রাখুন, পশ্চিমবঙ্গের কোটি কোটি বই এবং দৈনিক সংবাদপত্রে এইসব বানানই চালু আছে। আমি কলকাতার প্রখ্যাত অভিধান প্রকাশক সাহিত্য সংসদের দুই দশকের প্রুফ রিডার ছিলাম। অবসরের পর বর্তমানে শিশুপাঠ্য বাংলা বই লেখার কাজ করি। এছাড়া 'মনোরমা ইয়ারবুক' ২০১৮, ২০১৯, ২০২০ সংখ্যাগুলোতেও আমার প্রবন্ধ পাবেন। আমাদের এখানকার বইতে শিরোনাম পাতায় অত্যাবশ্যকীয়ভাবে লিখে দিতে হয় 'বাংলা আকাদেমির বানানবিধি অনুসৃত'। আর প্রগতিশীল উইকিপিডিয়ায় তথাকথিত সম্পাদনার নাম করে ধরে ধরে বানান বদল করে গত শতকের বানান চাপিয়ে দেবেন? [[ব্যবহারকারী:Sumasa|sukan]] ([[ব্যবহারকারী আলাপ:Sumasa|আলাপ]]) ১২:৩০, ৬ মে ২০২০ (ইউটিসি)